
কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের একটি ভিডিও। সেখানে দেখা যায়, আতঙ্কিত মিম দ্রুত হেঁটে স্থান ত্যাগ করার চেষ্টা করছেন। সেই ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, পারলার উদ্বোধন করতে গিয়ে উগ্রবাদীদের রোষানলে পড়েছেন মিম। তবে তিনি জানিয়েছেন, এমন কোনো ঘটনা তাঁর সঙ্গে ঘটেনি।

সংবাদমাধ্যমকে মিম বলেন, ‘দুই মাস আগে একটি জুয়েলারির শোরুম উদ্বোধন করতে গিয়ে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম, সেই ভিডিও এটি। সে অনুষ্ঠানে যাওয়ার পর হঠাৎ করেই বিকট এক শব্দ হয়, সঙ্গে ধোঁয়া। তখন মনে করেছিলাম, আগুন ধরে গেছে।

মূলত একটি ক্যামেরা কোনো কারণে বিস্ফোরিত হওয়ায় এমনটা ঘটেছিল এবং অনেকের মতো আমিও আগুন লেগেছে ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম। তবে আমার কোনো ক্ষতি হয়নি।’

পুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি। ফেসবুকে ভিডিও দিয়ে টাকা আয় করার জন্য একশ্রেণির মানুষ ইচ্ছা করে এমন মিথ্যা ছড়াচ্ছে।’
এর আগে চলতি মাসের শুরুতে একটি শোরুম উদ্বোধন করতে চট্টগ্রাম গিয়েও অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ‘ব্যবসায়ী-তৌহিদি জনতা’র ব্যানারে একদল মানুষ বিক্ষোভ করলে শোরুম উদ্বোধন না করেই ফিরে আসেন মেহজাবীন। এরপর মেহজাবীনের মাথায় ব্যান্ডেজ ও মুখে আঘাতের একটি ছবি দিয়ে ফেসবুকে ছড়ানো হয় শোরুম উদ্বোধন করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী।
ভাইরাল হওয়া ছবিটি ছিল একটি নাটকের শুটিংয়ের দৃশ্য। পরবর্তী সময়ে ফেসবুকে মেহজাবীন জানান, তিনি ঠিক আছেন, সুস্থ আছেন। সেই পোস্টে তিনি উল্লেখ করেন, নিরাপত্তা জটিলতার কারণে শোরুম উদ্বোধন না করে ঢাকায় ফিরে এসেছেন তিনি।

কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের একটি ভিডিও। সেখানে দেখা যায়, আতঙ্কিত মিম দ্রুত হেঁটে স্থান ত্যাগ করার চেষ্টা করছেন। সেই ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, পারলার উদ্বোধন করতে গিয়ে উগ্রবাদীদের রোষানলে পড়েছেন মিম। তবে তিনি জানিয়েছেন, এমন কোনো ঘটনা তাঁর সঙ্গে ঘটেনি।

সংবাদমাধ্যমকে মিম বলেন, ‘দুই মাস আগে একটি জুয়েলারির শোরুম উদ্বোধন করতে গিয়ে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম, সেই ভিডিও এটি। সে অনুষ্ঠানে যাওয়ার পর হঠাৎ করেই বিকট এক শব্দ হয়, সঙ্গে ধোঁয়া। তখন মনে করেছিলাম, আগুন ধরে গেছে।

মূলত একটি ক্যামেরা কোনো কারণে বিস্ফোরিত হওয়ায় এমনটা ঘটেছিল এবং অনেকের মতো আমিও আগুন লেগেছে ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম। তবে আমার কোনো ক্ষতি হয়নি।’

পুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি। ফেসবুকে ভিডিও দিয়ে টাকা আয় করার জন্য একশ্রেণির মানুষ ইচ্ছা করে এমন মিথ্যা ছড়াচ্ছে।’
এর আগে চলতি মাসের শুরুতে একটি শোরুম উদ্বোধন করতে চট্টগ্রাম গিয়েও অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ‘ব্যবসায়ী-তৌহিদি জনতা’র ব্যানারে একদল মানুষ বিক্ষোভ করলে শোরুম উদ্বোধন না করেই ফিরে আসেন মেহজাবীন। এরপর মেহজাবীনের মাথায় ব্যান্ডেজ ও মুখে আঘাতের একটি ছবি দিয়ে ফেসবুকে ছড়ানো হয় শোরুম উদ্বোধন করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী।
ভাইরাল হওয়া ছবিটি ছিল একটি নাটকের শুটিংয়ের দৃশ্য। পরবর্তী সময়ে ফেসবুকে মেহজাবীন জানান, তিনি ঠিক আছেন, সুস্থ আছেন। সেই পোস্টে তিনি উল্লেখ করেন, নিরাপত্তা জটিলতার কারণে শোরুম উদ্বোধন না করে ঢাকায় ফিরে এসেছেন তিনি।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
২২ মিনিট আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
৩২ মিনিট আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৩৭ মিনিট আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
৪১ মিনিট আগে