
বাংলাদেশের ওয়েব সিনেমায় অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘কলকাতা ডায়েরিজ’ নামক সিনেমাটি বানাচ্ছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। গতকাল কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে ওয়েব সিনেমায় অভিনয় করার বিষয়টি জানিয়েছেন শ্রীলেখা মিত্র। শ্রীলেখা ছাড়াও এতে রয়েছেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী দর্শনা বণিক। ইতিমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
ওয়েব সিনেমাটির শুটিং শুরু হয়েছিল গত ২৫ ফেব্রুয়ারি। শ্রীলেখা ও দর্শনার সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা সিফাত আমিন। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর।
নির্মাতা রাশেদ রাহা আজকের পত্রিকাকে বলেন, ‘দার্জিলিংয়ে ভালোবাসা–এর পর শ্রীলেখা মিত্রের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। ৯০ মিনিটের ওয়েব সিনেমাটিতে অনামিকা সাহা চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র।’
গল্পে শ্রীলেখাকে অনামিকা সাহা চরিত্রে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেখা যাবে। যিনি নিজের শর্তে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসে। বৈবাহিক জীবনে ভাঙচুর হলেও নিজের জীবনকে তিনি ভেঙে যেতে দেননি। নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। সিনেমাটিতে শ্রীলেখার প্রতিষ্ঠানের কর্মী শর্মি চরিত্রে পাওয়া যাবে দর্শনা বণিককে, পিকে বোহেমিয়ান তরুণের ভূমিকায় রয়েছেন ঢাকার অভিনয়শিল্পী সিফাত আমিন।
‘কলকাতা ডায়েরিজ’ প্রযোজনা করছে বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান বিগ আর এন্টারটেইনমেন্ট।
এর আগে, রাশেদ রাহা ও খায়রুল বাসারের ‘দার্জিলিংয়ে ভালোবাসা’ নামে এক টেলিছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। বছর তিনেক আগে টেলিছবিটি ঢাকার একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়েছিল।

বাংলাদেশের ওয়েব সিনেমায় অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘কলকাতা ডায়েরিজ’ নামক সিনেমাটি বানাচ্ছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। গতকাল কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে ওয়েব সিনেমায় অভিনয় করার বিষয়টি জানিয়েছেন শ্রীলেখা মিত্র। শ্রীলেখা ছাড়াও এতে রয়েছেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী দর্শনা বণিক। ইতিমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
ওয়েব সিনেমাটির শুটিং শুরু হয়েছিল গত ২৫ ফেব্রুয়ারি। শ্রীলেখা ও দর্শনার সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা সিফাত আমিন। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর।
নির্মাতা রাশেদ রাহা আজকের পত্রিকাকে বলেন, ‘দার্জিলিংয়ে ভালোবাসা–এর পর শ্রীলেখা মিত্রের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। ৯০ মিনিটের ওয়েব সিনেমাটিতে অনামিকা সাহা চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র।’
গল্পে শ্রীলেখাকে অনামিকা সাহা চরিত্রে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেখা যাবে। যিনি নিজের শর্তে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসে। বৈবাহিক জীবনে ভাঙচুর হলেও নিজের জীবনকে তিনি ভেঙে যেতে দেননি। নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। সিনেমাটিতে শ্রীলেখার প্রতিষ্ঠানের কর্মী শর্মি চরিত্রে পাওয়া যাবে দর্শনা বণিককে, পিকে বোহেমিয়ান তরুণের ভূমিকায় রয়েছেন ঢাকার অভিনয়শিল্পী সিফাত আমিন।
‘কলকাতা ডায়েরিজ’ প্রযোজনা করছে বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান বিগ আর এন্টারটেইনমেন্ট।
এর আগে, রাশেদ রাহা ও খায়রুল বাসারের ‘দার্জিলিংয়ে ভালোবাসা’ নামে এক টেলিছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। বছর তিনেক আগে টেলিছবিটি ঢাকার একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়েছিল।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
১৬ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
১৬ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
১৬ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
১৬ ঘণ্টা আগে