বিনোদন প্রতিবেদক

ঢাকা: ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জেতার পর ছোট পর্দায় অভিনয়ের অনেক প্রস্তাব পান জান্নাতুল ফেরদৌস ঐশী। কিন্তু ফিরিয়ে দেন সেসব প্রস্তাব। অপেক্ষা করতে থাকেন উপযুক্ত গল্প, কাঙ্ক্ষিত চিত্রনাট্য আর মনের মতো একটা সিনেমার জন্য। ২০১৯ সালে এসে সেই সুযোগটা পেয়ে যান।
একটা–দুটো নয়, পরপর তিনটি ছবিতে অভিনয় করছেন তিনি। ২০২০ সালে এই ছবিগুলো মুক্তি পাবে, পর্দায় অভিষেক হবে নায়িকা ঐশীর। কিন্তু সেই অপেক্ষার শেষ হয় না।
অনেক দিন হলো প্রথম ছবি মিশন এক্সট্রিম-এর কাজ শেষ। গত বছর মুক্তির কথা ছিল। এরপর শুটিং শেষ করেন ‘আদম’ ও ‘রাতজাগা ফুল’ নামের দুটি সিনেমায়। এই তিন সিনেমা ঐশীর দুই বছরের অপেক্ষার ফসল। তিন ছবি তিন ভিন্ন রূপে দেখা যাবে ঐশীকে। তিনটি ছবিতে তিন ধরনের চরিত্রে পরীক্ষা দিতে হয়েছে।
সিনেমার বাইরে ঐশী কাজ করেছেন কিছু বিজ্ঞাপনচিত্রে। এর বাইরে নাটক বা টেলিছবিতে অভিনয়ের আগ্রহ নেই ঐশীর। তবে ওয়েব সিরিজের প্রতি একটা আকর্ষণ আছে তাঁর। তিনি জানান- ভালো গল্প, ভালো পরিচালকের সঙ্গে ওয়েব সিরিজ করার ইচ্ছা তাঁর। এর মধ্যে দেশের বাইরে থেকে জনপ্রিয় এক তারকার বিপরীতে একটি ওয়েব প্রযোজনার কাজের প্রস্তাব এসেছে। কাজটি করার ইচ্ছাও আছে তাঁর।
ঐশী বলেন, ‘এখন তো দেশের, বলিউড, টালিউডের তারকারা ওয়েব সিরিজ করছেন। ভালো গল্প, ভালো পরিচালকের সঙ্গে আমিও ওয়েবের জন্য কাজ করতে চাই। দেশের বাইরে থেকে ওয়েব সিরিজের একটি কাজ এসেছিল। কথাবার্তা চূড়ান্ত হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসবে।’
করোনাকালীন শুটিং চলছে? ‘করোনার মধ্যে হিসাব করে কাজ করছি। আমি বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত। সেগুলোর প্রমেশনাল কাজ ছাড়া আর তেমন কিছু করিনি। তা ছাড়া আমি এখন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্ট সায়েন্সে পড়ছি। নিয়মিত পরীক্ষা নিয়ে ব্যস্ত। অবসর খুব একটা পাই না।’
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার আগে ঐশীর কাজ ছিল পড়াশোনা আর ঘোরাঘুরি। কোনো দায়িত্ব ছিল না। পরিবার, স্বজন, বন্ধুবান্ধবের বাইরে আলাদা জগৎ ছিল না। কিন্তু মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জেতার পর পাল্টে যায় তাঁর জীবন। পরিবারের গণ্ডি পেরিয়ে এখন ঐশী বিশ্বমঞ্চে বাংলাদেশের একজন প্রতিনিধি। জীবনে এখন যেমন খ্যাতি আছে, তেমনই আছে সীমাবদ্ধতা।
ঐশী জানান, এ জীবনটা আনন্দের, উপভোগ্যেরও। তবে মাঝেমধ্যে লজ্জায়ও পড়েন তিনি।
ঐশী বলেন,
‘আগের ঐশীকে তো সবাই চিনত না। এখন সবাই চেনে। একটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। অনেকেই যখন আমার সঙ্গে ছবি তুলতে চায়, আনন্দ লাগে। তবে মাঝেমধ্যে যখন বেশি করে কাজের প্রশংসা করেন, তখন লজ্জা লাগে।’

ঢাকা: ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জেতার পর ছোট পর্দায় অভিনয়ের অনেক প্রস্তাব পান জান্নাতুল ফেরদৌস ঐশী। কিন্তু ফিরিয়ে দেন সেসব প্রস্তাব। অপেক্ষা করতে থাকেন উপযুক্ত গল্প, কাঙ্ক্ষিত চিত্রনাট্য আর মনের মতো একটা সিনেমার জন্য। ২০১৯ সালে এসে সেই সুযোগটা পেয়ে যান।
একটা–দুটো নয়, পরপর তিনটি ছবিতে অভিনয় করছেন তিনি। ২০২০ সালে এই ছবিগুলো মুক্তি পাবে, পর্দায় অভিষেক হবে নায়িকা ঐশীর। কিন্তু সেই অপেক্ষার শেষ হয় না।
অনেক দিন হলো প্রথম ছবি মিশন এক্সট্রিম-এর কাজ শেষ। গত বছর মুক্তির কথা ছিল। এরপর শুটিং শেষ করেন ‘আদম’ ও ‘রাতজাগা ফুল’ নামের দুটি সিনেমায়। এই তিন সিনেমা ঐশীর দুই বছরের অপেক্ষার ফসল। তিন ছবি তিন ভিন্ন রূপে দেখা যাবে ঐশীকে। তিনটি ছবিতে তিন ধরনের চরিত্রে পরীক্ষা দিতে হয়েছে।
সিনেমার বাইরে ঐশী কাজ করেছেন কিছু বিজ্ঞাপনচিত্রে। এর বাইরে নাটক বা টেলিছবিতে অভিনয়ের আগ্রহ নেই ঐশীর। তবে ওয়েব সিরিজের প্রতি একটা আকর্ষণ আছে তাঁর। তিনি জানান- ভালো গল্প, ভালো পরিচালকের সঙ্গে ওয়েব সিরিজ করার ইচ্ছা তাঁর। এর মধ্যে দেশের বাইরে থেকে জনপ্রিয় এক তারকার বিপরীতে একটি ওয়েব প্রযোজনার কাজের প্রস্তাব এসেছে। কাজটি করার ইচ্ছাও আছে তাঁর।
ঐশী বলেন, ‘এখন তো দেশের, বলিউড, টালিউডের তারকারা ওয়েব সিরিজ করছেন। ভালো গল্প, ভালো পরিচালকের সঙ্গে আমিও ওয়েবের জন্য কাজ করতে চাই। দেশের বাইরে থেকে ওয়েব সিরিজের একটি কাজ এসেছিল। কথাবার্তা চূড়ান্ত হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসবে।’
করোনাকালীন শুটিং চলছে? ‘করোনার মধ্যে হিসাব করে কাজ করছি। আমি বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত। সেগুলোর প্রমেশনাল কাজ ছাড়া আর তেমন কিছু করিনি। তা ছাড়া আমি এখন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্ট সায়েন্সে পড়ছি। নিয়মিত পরীক্ষা নিয়ে ব্যস্ত। অবসর খুব একটা পাই না।’
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার আগে ঐশীর কাজ ছিল পড়াশোনা আর ঘোরাঘুরি। কোনো দায়িত্ব ছিল না। পরিবার, স্বজন, বন্ধুবান্ধবের বাইরে আলাদা জগৎ ছিল না। কিন্তু মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জেতার পর পাল্টে যায় তাঁর জীবন। পরিবারের গণ্ডি পেরিয়ে এখন ঐশী বিশ্বমঞ্চে বাংলাদেশের একজন প্রতিনিধি। জীবনে এখন যেমন খ্যাতি আছে, তেমনই আছে সীমাবদ্ধতা।
ঐশী জানান, এ জীবনটা আনন্দের, উপভোগ্যেরও। তবে মাঝেমধ্যে লজ্জায়ও পড়েন তিনি।
ঐশী বলেন,
‘আগের ঐশীকে তো সবাই চিনত না। এখন সবাই চেনে। একটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। অনেকেই যখন আমার সঙ্গে ছবি তুলতে চায়, আনন্দ লাগে। তবে মাঝেমধ্যে যখন বেশি করে কাজের প্রশংসা করেন, তখন লজ্জা লাগে।’

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১২ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১২ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১২ ঘণ্টা আগে