
আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ খুলবে কি না, এখনো অনিশ্চিত। তাই মুক্তির অপেক্ষায় থাকা একগুচ্ছ নতুন ছবির কী গতি হবে, এখনই বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে যদি নতুন ছবি না–ও আসে, তবে আক্ষেপ করার কিছু নেই। কারণ টিভির পর্দায় হাজির থাকবেন শাকিব খান, নিরব, মাহিয়া মাহির মতো তারকারা।
শাকিব–মাহির ‘নবাব এলএলবি’ এখনো হলে মুক্তি পায়নি। গত মাসের শেষ দিকে ছবিটি দিয়ে মধুমিতা হল খোলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক জটিলতা কাটিয়ে মধুমিতা খুলতে পারেনি কর্তৃপক্ষ। তাই বড় পর্দার মুখ দেখা হয়নি ‘নবাব এলএলবি’র। যদিও ওটিটি প্ল্যাটফর্মে অনেকে আগেই দেখেছেন নবাবকে।
কিন্তু টিভিতে এই প্রথম হচ্ছে ‘নবাব এলএলবি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার। ঈদে দেখাবে চ্যানেল আই। তবে শুধু এটি নয়, আরও ছয়টি ছবি দেখাবে চ্যানেলটি, যেগুলোর কোনোটাই এর আগে টিভিতে আসেনি। ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে ছবিগুলো।
কাজী হায়াতের পরিচালনায় ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ প্রচারিত হবে ঈদের দিন। এতে অভিনয় করেছেন কাজী মারুফ, অরীন, রুবেল, পুষ্পিতা, অমিত হাসান, রেবেকা, ইলিয়াস কোবরা ও কাজী হায়াৎ। ‘নবাব এলএলবি’ দেখা যাবে এর পরদিনই। শাকিবের সঙ্গে ছবিতে আছেন দুই নায়িকা–মাহিয়া মাহি ও অর্পিতা স্পর্শিয়া।
গাজী রাকায়েতের ‘গোর’ দেখা যাবে ঈদের তৃতীয় দিন। এতে আছেন মৌসুমী হামিদ, দিলারা জামান, গাজী রাকায়েত, আশিউল ইসলাম, দীপান্বিতা মার্টিন ও সুষমা সরকার। গত ঈদের আলোচিত ছবি ‘কসাই’, এসেছিল ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। প্রেক্ষাগৃহের অপেক্ষা না করে ‘কসাই’ এবার টিভিতে। নিরব, রাশেদ মামুন অপু, প্রিয় মনি, এলিনা শাম্মীর এ ছবি দেখা যাবে ঈদের চতুর্থ দিন।
রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’–এর দেখা মিলবে ঈদের পঞ্চম দিন। অভিনয়ে আছেন রাহুল বোস, শাহানা গোস্বামী, রিকিতা শিমু ও মিতা চৌধুরী। ছিটমহলের গল্প নিয়ে বানানো ছবি ‘ছিটমহল’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন। এতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, জান্নাতুল ফেরদৌস প্রিয়া, মৌসুমী হামিদ ও শিমুল খান। সপ্তম দিন থাকবে ‘সুতপার ঠিকানা’। প্রসূন রহমানের বানানো ছবিতে দেখা যাবে অপর্ণা ঘোষ, শাহাদাত হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়ের মতো একঝাঁক প্রশংসিত অভিনয়শিল্পীকে।

আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ খুলবে কি না, এখনো অনিশ্চিত। তাই মুক্তির অপেক্ষায় থাকা একগুচ্ছ নতুন ছবির কী গতি হবে, এখনই বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে যদি নতুন ছবি না–ও আসে, তবে আক্ষেপ করার কিছু নেই। কারণ টিভির পর্দায় হাজির থাকবেন শাকিব খান, নিরব, মাহিয়া মাহির মতো তারকারা।
শাকিব–মাহির ‘নবাব এলএলবি’ এখনো হলে মুক্তি পায়নি। গত মাসের শেষ দিকে ছবিটি দিয়ে মধুমিতা হল খোলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক জটিলতা কাটিয়ে মধুমিতা খুলতে পারেনি কর্তৃপক্ষ। তাই বড় পর্দার মুখ দেখা হয়নি ‘নবাব এলএলবি’র। যদিও ওটিটি প্ল্যাটফর্মে অনেকে আগেই দেখেছেন নবাবকে।
কিন্তু টিভিতে এই প্রথম হচ্ছে ‘নবাব এলএলবি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার। ঈদে দেখাবে চ্যানেল আই। তবে শুধু এটি নয়, আরও ছয়টি ছবি দেখাবে চ্যানেলটি, যেগুলোর কোনোটাই এর আগে টিভিতে আসেনি। ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে ছবিগুলো।
কাজী হায়াতের পরিচালনায় ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ প্রচারিত হবে ঈদের দিন। এতে অভিনয় করেছেন কাজী মারুফ, অরীন, রুবেল, পুষ্পিতা, অমিত হাসান, রেবেকা, ইলিয়াস কোবরা ও কাজী হায়াৎ। ‘নবাব এলএলবি’ দেখা যাবে এর পরদিনই। শাকিবের সঙ্গে ছবিতে আছেন দুই নায়িকা–মাহিয়া মাহি ও অর্পিতা স্পর্শিয়া।
গাজী রাকায়েতের ‘গোর’ দেখা যাবে ঈদের তৃতীয় দিন। এতে আছেন মৌসুমী হামিদ, দিলারা জামান, গাজী রাকায়েত, আশিউল ইসলাম, দীপান্বিতা মার্টিন ও সুষমা সরকার। গত ঈদের আলোচিত ছবি ‘কসাই’, এসেছিল ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। প্রেক্ষাগৃহের অপেক্ষা না করে ‘কসাই’ এবার টিভিতে। নিরব, রাশেদ মামুন অপু, প্রিয় মনি, এলিনা শাম্মীর এ ছবি দেখা যাবে ঈদের চতুর্থ দিন।
রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’–এর দেখা মিলবে ঈদের পঞ্চম দিন। অভিনয়ে আছেন রাহুল বোস, শাহানা গোস্বামী, রিকিতা শিমু ও মিতা চৌধুরী। ছিটমহলের গল্প নিয়ে বানানো ছবি ‘ছিটমহল’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন। এতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, জান্নাতুল ফেরদৌস প্রিয়া, মৌসুমী হামিদ ও শিমুল খান। সপ্তম দিন থাকবে ‘সুতপার ঠিকানা’। প্রসূন রহমানের বানানো ছবিতে দেখা যাবে অপর্ণা ঘোষ, শাহাদাত হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়ের মতো একঝাঁক প্রশংসিত অভিনয়শিল্পীকে।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
২০ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
২০ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
২০ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে