
২০১৯ সাল থেকেই আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’ আলোচনায়। প্রথমত, আমির খান কিছুটা বিরতি নিয়ে ফিরছিলেন, সেখানে আবার জুটি বেঁধেছেন কারিনা। ফলে ভক্তদের উত্তেজনার পারদ প্রথম থেকেই তুঙ্গে। তবে সেই ছবির শুটিংয়ে একাধিক বাধা, করোনা তো রয়েছেই, পাশাপাশি শুটিং পিছিয়ে যায় কারিনার কারণে। ছবির শুটিং চলাকালীন তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
দিনে দিনে বদলে যাচ্ছিল কারিনার চেনা লুক, ফলে আমির খান থামিয়ে দেন ছবির শুটিং। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ফিটনেস ঠিক করে আবার শুটিং করেছেন কারিনা। ভারতের শতাধিক শহরে এই ছবির শুটিং হয়েছে। সব মিলিয়ে ১৬৩ দিন সময় লেগেছে শুটিং পর্ব সম্পন্ন করতে।
টম হ্যাংকস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ ছবির রিমেক ‘লাল সিং চাড্ডা’। প্রায় চার বছর এই ছবির কাজ করেছেন আমির খান। আপাতত ছবির শুটিং সমাপ্তি ঘোষণা হলেও পাঁচটি দৃশ্যের কাজ কিছুটা বাকি রয়েছে। পোস্ট প্রোডাকশন তো বাকি আছেই। এই বড়দিনে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তির তারিখ পিছিয়ে আগামী বছরের মাঝামাঝি হতে পারে।
এরই মাঝে ছবিতে আমির খানের বেশ কিছু লুক ফাঁস হয়ে গেছে, যেগুলো ছবির প্রতি দর্শকদের আগ্রহ আরও অনেক মাত্রায় বাড়িয়ে দিয়েছে। যেমন এক ছবিতে দেখা যায় দাড়ি, গোঁফ, পাগড়ি পরা আমির। আর্মি অফিসারের লুকেও আমিরকে পাওয়া গেছে। এই লুকে আমিরকে ছোট চুল এবং ক্লিন শেভে দেখা গেছে। ঘন দাড়িতে আমিরের লুকটা এমন, যা আগে কখনো দেখা যায়নি, ঠিক তেমনি তাঁকে চেনাও কঠিন মনে হয়েছে।

২০১৯ সাল থেকেই আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’ আলোচনায়। প্রথমত, আমির খান কিছুটা বিরতি নিয়ে ফিরছিলেন, সেখানে আবার জুটি বেঁধেছেন কারিনা। ফলে ভক্তদের উত্তেজনার পারদ প্রথম থেকেই তুঙ্গে। তবে সেই ছবির শুটিংয়ে একাধিক বাধা, করোনা তো রয়েছেই, পাশাপাশি শুটিং পিছিয়ে যায় কারিনার কারণে। ছবির শুটিং চলাকালীন তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
দিনে দিনে বদলে যাচ্ছিল কারিনার চেনা লুক, ফলে আমির খান থামিয়ে দেন ছবির শুটিং। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ফিটনেস ঠিক করে আবার শুটিং করেছেন কারিনা। ভারতের শতাধিক শহরে এই ছবির শুটিং হয়েছে। সব মিলিয়ে ১৬৩ দিন সময় লেগেছে শুটিং পর্ব সম্পন্ন করতে।
টম হ্যাংকস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ ছবির রিমেক ‘লাল সিং চাড্ডা’। প্রায় চার বছর এই ছবির কাজ করেছেন আমির খান। আপাতত ছবির শুটিং সমাপ্তি ঘোষণা হলেও পাঁচটি দৃশ্যের কাজ কিছুটা বাকি রয়েছে। পোস্ট প্রোডাকশন তো বাকি আছেই। এই বড়দিনে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তির তারিখ পিছিয়ে আগামী বছরের মাঝামাঝি হতে পারে।
এরই মাঝে ছবিতে আমির খানের বেশ কিছু লুক ফাঁস হয়ে গেছে, যেগুলো ছবির প্রতি দর্শকদের আগ্রহ আরও অনেক মাত্রায় বাড়িয়ে দিয়েছে। যেমন এক ছবিতে দেখা যায় দাড়ি, গোঁফ, পাগড়ি পরা আমির। আর্মি অফিসারের লুকেও আমিরকে পাওয়া গেছে। এই লুকে আমিরকে ছোট চুল এবং ক্লিন শেভে দেখা গেছে। ঘন দাড়িতে আমিরের লুকটা এমন, যা আগে কখনো দেখা যায়নি, ঠিক তেমনি তাঁকে চেনাও কঠিন মনে হয়েছে।

মারা গেছেন বিশ্ব সিনেমার প্রখ্যাত পরিচালক বেলা তার। ৭০ বছর বয়সে প্রস্থান ঘটল এই হাঙ্গেরিয়ান পরিচালকের। ইউরোপিয়ান ফিল্ম একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বেলা তার।
৬ ঘণ্টা আগে
ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
১৮ ঘণ্টা আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
১৮ ঘণ্টা আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
১৮ ঘণ্টা আগে