বিনোদন ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশওয়ারের প্রাণকেন্দ্র কিসসা খাওয়ানি বাজার। দীলিপ কুমার, রাজ কাপুরসহ ভারতীয় সিনেমার বেশ কয়েকজন কিংবদন্তীর জন্ম এ এলাকায়। পাকিস্তান সরকার এ দুই অভিনেতার পৈতৃক বাড়িকে জাতীয় ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছিল ২০১৪ সালে। শতবর্ষী এ বাড়িগুলোকে এবার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। গত সোমবার থেকে শুরু হয়েছে সংস্কার কাজ।
১৯২২ সালে পেশওয়ারে কাপুর হাভেলি তৈরি করেছিলেন দেওয়ান বিশ্বেশ্বরনাথ কাপুর। তাঁর ছেলে পৃথ্বীরাজ কাপুর এ বংশের প্রথম সদস্য, যিনি সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখেন। পৃথ্বীরাজের সন্তান রাজ কাপুরেরও জন্ম এই কাপুর হাভেলিতে। দেশভাগের পর কাপুর পরিবার ভারতে পাড়ি জমায়। ১৯৮৮ সালে মৃত্যুর আগ পর্যন্ত রাজ কাপুর কয়েকবার চেষ্টা করেছেন পৈতৃক বাড়িতে যাওয়ার। কিন্তু সম্ভব হয়নি।

তবে ১৯৯০ সালে রণধীর কাপুর ও তাঁর ভাই ঋষি কাপুর গিয়েছিলেন পূর্বপুরুষের বাড়িতে। সেখানকার মাটিও সঙ্গে করে নিয়ে এসেছিলেন। রণধীর কাপুর বলেন, ‘পূর্বপুরুষদের জন্মভূমিতে গিয়ে আমরা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। ওই বাড়ির উঠোনের মাটি এনে ছড়িয়ে দিয়েছিলাম আমাদের খামারবাড়িতে।’
কাপুর হাভেলি যাতে ধ্বংস না করা হয়, যেন বাড়িটিকে সংরক্ষণ করে ধরে রাখা হয় কাপুর বংশের স্মৃতি; সে চেষ্টা করেছিলেন ঋষি কাপুর। পাকিস্তানের সরকারের পক্ষ থেকে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল, বাড়িটিকে সংস্কার করে জাদুঘরে রূপান্তরিত করা হবে। কয়েক বছর আগে নেওয়া সে উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু হলো সম্প্রতি।

কাপুর হাভেলির অদূরেই রয়েছে অভিনেতা দীলিপ কুমারের পৈতৃক বাড়ি। বাড়িটি তৈরি করেছিলেন তাঁর বাবা। ১৯২২ সালে ওই বাড়িতেই জন্ম দীলিপ কুমারের। তাঁর বাবা ফলের ব্যবসা করতেন। এক সময় ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ে ভাগ্যের সন্ধানে বোম্বাইয়ে পাড়ি জমান। ১৯৩০ সালে পেশোয়ারের বাড়িটি ৫ হাজার রুপিতে বিক্রি করে দেন দীলিপ কুমারের বাবা।
সেই থেকে বাড়িটি কয়েকবার হাতবদল হয়েছে। কয়েক বছর আগেও বাড়িটি গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছিল। পরে সরকার অধিগ্রহণ করে। এ বাড়িটিও সংস্কার করা হচ্ছে। জানা গেছে, রাজ কাপুর ও দিলীপ কুমারের পৈতৃক বাড়ির সংস্কার কাজের জন্য ৭ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে শেষ হবে এ কাজ।

খাইবার পাখতুনখোয়ার আর্কিওলোজি অ্যান্ড মিউজিয়াম বিভাগের পরিচালক ড. আব্দুস সামাদ জানিয়েছেন, মূল ডিজাইন অক্ষুণ্ন রেখেই বাড়িগুলো সংস্কার করা হবে। তাই খুব যত্ন করে সংস্কারের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে এমন স্থাপত্যশৈলী নষ্ট না হয়।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশওয়ারের প্রাণকেন্দ্র কিসসা খাওয়ানি বাজার। দীলিপ কুমার, রাজ কাপুরসহ ভারতীয় সিনেমার বেশ কয়েকজন কিংবদন্তীর জন্ম এ এলাকায়। পাকিস্তান সরকার এ দুই অভিনেতার পৈতৃক বাড়িকে জাতীয় ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছিল ২০১৪ সালে। শতবর্ষী এ বাড়িগুলোকে এবার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। গত সোমবার থেকে শুরু হয়েছে সংস্কার কাজ।
১৯২২ সালে পেশওয়ারে কাপুর হাভেলি তৈরি করেছিলেন দেওয়ান বিশ্বেশ্বরনাথ কাপুর। তাঁর ছেলে পৃথ্বীরাজ কাপুর এ বংশের প্রথম সদস্য, যিনি সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখেন। পৃথ্বীরাজের সন্তান রাজ কাপুরেরও জন্ম এই কাপুর হাভেলিতে। দেশভাগের পর কাপুর পরিবার ভারতে পাড়ি জমায়। ১৯৮৮ সালে মৃত্যুর আগ পর্যন্ত রাজ কাপুর কয়েকবার চেষ্টা করেছেন পৈতৃক বাড়িতে যাওয়ার। কিন্তু সম্ভব হয়নি।

তবে ১৯৯০ সালে রণধীর কাপুর ও তাঁর ভাই ঋষি কাপুর গিয়েছিলেন পূর্বপুরুষের বাড়িতে। সেখানকার মাটিও সঙ্গে করে নিয়ে এসেছিলেন। রণধীর কাপুর বলেন, ‘পূর্বপুরুষদের জন্মভূমিতে গিয়ে আমরা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। ওই বাড়ির উঠোনের মাটি এনে ছড়িয়ে দিয়েছিলাম আমাদের খামারবাড়িতে।’
কাপুর হাভেলি যাতে ধ্বংস না করা হয়, যেন বাড়িটিকে সংরক্ষণ করে ধরে রাখা হয় কাপুর বংশের স্মৃতি; সে চেষ্টা করেছিলেন ঋষি কাপুর। পাকিস্তানের সরকারের পক্ষ থেকে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল, বাড়িটিকে সংস্কার করে জাদুঘরে রূপান্তরিত করা হবে। কয়েক বছর আগে নেওয়া সে উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু হলো সম্প্রতি।

কাপুর হাভেলির অদূরেই রয়েছে অভিনেতা দীলিপ কুমারের পৈতৃক বাড়ি। বাড়িটি তৈরি করেছিলেন তাঁর বাবা। ১৯২২ সালে ওই বাড়িতেই জন্ম দীলিপ কুমারের। তাঁর বাবা ফলের ব্যবসা করতেন। এক সময় ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ে ভাগ্যের সন্ধানে বোম্বাইয়ে পাড়ি জমান। ১৯৩০ সালে পেশোয়ারের বাড়িটি ৫ হাজার রুপিতে বিক্রি করে দেন দীলিপ কুমারের বাবা।
সেই থেকে বাড়িটি কয়েকবার হাতবদল হয়েছে। কয়েক বছর আগেও বাড়িটি গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছিল। পরে সরকার অধিগ্রহণ করে। এ বাড়িটিও সংস্কার করা হচ্ছে। জানা গেছে, রাজ কাপুর ও দিলীপ কুমারের পৈতৃক বাড়ির সংস্কার কাজের জন্য ৭ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে শেষ হবে এ কাজ।

খাইবার পাখতুনখোয়ার আর্কিওলোজি অ্যান্ড মিউজিয়াম বিভাগের পরিচালক ড. আব্দুস সামাদ জানিয়েছেন, মূল ডিজাইন অক্ষুণ্ন রেখেই বাড়িগুলো সংস্কার করা হবে। তাই খুব যত্ন করে সংস্কারের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে এমন স্থাপত্যশৈলী নষ্ট না হয়।

মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১৭ ঘণ্টা আগে
আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
১ দিন আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
১ দিন আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
১ দিন আগে