
‘অ্যানিমেল’ সিনেমার জোয়া চরিত্র ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে তৃপ্তি দিমরির। রণবীর কাপুরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হতেই আলোচনার কেন্দ্রে চলে আসেন তৃপ্তি। এবার বছর না ঘুরতেই সবাইকে টেক্কা দিয়ে দেশসেরা হয়েছেন এই অভিনেত্রী। পেছনে ফেলেছেন শাহরুখ, আলিয়া, দীপিকা ও ঐশ্বরিয়ার মতো দাপুটে তরকাদের।
আইএমডিবি অনুযায়ী, ২০২৪ সালে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা হিসেবে জায়গা করে নিয়েছেন তৃপ্তি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা। চলতি বছর গুরুত্বপূর্ণ ছিল তাঁর জন্য। পর্দায় ‘লেডি সিংহম’ হিসেবে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনয় করে আলোচনার কেন্দ্রে ছিলেন দীপিকা।
আইএমডিবির জনপ্রিয় তারকাদের তালিকায় তৃতীয় স্থান দখলে নেন ঈশান খট্টর। ‘দ্য পারফেক্ট কাপল’ ওয়েব সিরিজ়ে অভিনয় করে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত হয়েছেন তিনি।
তালিকায় চতুর্থ স্থানেই রয়েছেন শাহরুখ খান। চলতি বছর কিং খানের কোনো সিনেমা মুক্তি না পেলেও তালিকায় রয়েছেন অভিনেতা। নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক নিয়ে এ বছর আলোচনার কেন্দ্রে ছিলেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। তিনি রয়েছেন পঞ্চম স্থানে। এ বছর হলিউডে পা রেখেছেন অভিনেত্রী। ‘মাঙ্কি ম্যান’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে শর্বরী ও ঐশ্বরিয়া রাই বচ্চন। অষ্টম স্থানে রয়েছেন নাগা চৈতন্যের সাবেক স্ত্রী সামান্থা রুথ প্রভু। নবম স্থানে আলিয়া ভাট ও দশম স্থানে প্রভাস।
২০১৭ সালে ‘পোস্টার বয়েজ’-এ অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন তৃপ্তি। লায়লা-মজনুতে নজর কেড়েছিলেন তিনি। ‘বুলবুল’ ওয়েব সিরিজে সাবলীল অভিনয় মন কাড়ে দর্শকদের। তবে আলোচনায় আসেন অ্যানিমেল সিনেমায়। রাতারাতি বনে যান ‘ন্যাশনাল ক্রাশ’। এর পর থেকেই একের পর এক বিগ বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হন।

‘অ্যানিমেল’ সিনেমার জোয়া চরিত্র ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে তৃপ্তি দিমরির। রণবীর কাপুরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হতেই আলোচনার কেন্দ্রে চলে আসেন তৃপ্তি। এবার বছর না ঘুরতেই সবাইকে টেক্কা দিয়ে দেশসেরা হয়েছেন এই অভিনেত্রী। পেছনে ফেলেছেন শাহরুখ, আলিয়া, দীপিকা ও ঐশ্বরিয়ার মতো দাপুটে তরকাদের।
আইএমডিবি অনুযায়ী, ২০২৪ সালে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা হিসেবে জায়গা করে নিয়েছেন তৃপ্তি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা। চলতি বছর গুরুত্বপূর্ণ ছিল তাঁর জন্য। পর্দায় ‘লেডি সিংহম’ হিসেবে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনয় করে আলোচনার কেন্দ্রে ছিলেন দীপিকা।
আইএমডিবির জনপ্রিয় তারকাদের তালিকায় তৃতীয় স্থান দখলে নেন ঈশান খট্টর। ‘দ্য পারফেক্ট কাপল’ ওয়েব সিরিজ়ে অভিনয় করে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত হয়েছেন তিনি।
তালিকায় চতুর্থ স্থানেই রয়েছেন শাহরুখ খান। চলতি বছর কিং খানের কোনো সিনেমা মুক্তি না পেলেও তালিকায় রয়েছেন অভিনেতা। নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক নিয়ে এ বছর আলোচনার কেন্দ্রে ছিলেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। তিনি রয়েছেন পঞ্চম স্থানে। এ বছর হলিউডে পা রেখেছেন অভিনেত্রী। ‘মাঙ্কি ম্যান’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে শর্বরী ও ঐশ্বরিয়া রাই বচ্চন। অষ্টম স্থানে রয়েছেন নাগা চৈতন্যের সাবেক স্ত্রী সামান্থা রুথ প্রভু। নবম স্থানে আলিয়া ভাট ও দশম স্থানে প্রভাস।
২০১৭ সালে ‘পোস্টার বয়েজ’-এ অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন তৃপ্তি। লায়লা-মজনুতে নজর কেড়েছিলেন তিনি। ‘বুলবুল’ ওয়েব সিরিজে সাবলীল অভিনয় মন কাড়ে দর্শকদের। তবে আলোচনায় আসেন অ্যানিমেল সিনেমায়। রাতারাতি বনে যান ‘ন্যাশনাল ক্রাশ’। এর পর থেকেই একের পর এক বিগ বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হন।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
৩ ঘণ্টা আগে