
সালমান খান ও ক্যাটরিনা কাইফ যে পর্দায় বেশ শক্তিশালী জুটি তা অনেক আগেই প্রমাণ করেছেন। পর্দায় তাঁদের রসায়ন বেশ জনপ্রিয় বলিউডপ্রেমীদের কাছে। তাইতো সালমান-ক্যাটরিনা জুটির পরবর্তী ছবি ‘টাইগার থ্রি’ নিয়ে একটু বেশিই আগ্রহ সবার। সালমান খানের ছবি মানেই ভরপুর অ্যাকশন। সম্প্রতি প্রকাশ পাওয়া ‘টাইগার থ্রি’ ছবির টিজারেও এর ইঙ্গিত মিলেছে। এই জুটির ভক্তদের জন্য নতুন খবর হলো, ক্যাটরিনাকে ছবিতে অ্যাকশনের ট্রেনিং দিয়েছেন স্বয়ং সালমান!
প্রোডাকশনের ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানায়, ছবির একটি বিশেষ দৃশ্যের শুটিংয়ের সময় অ্যাকশন ডিরেক্টরের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সালমান। এ ছাড়া ছবির কিছু অ্যাকশন দৃশ্যে ক্যাটরিনা ডাবল ফ্লিপ করেছেন। আর সেসব দৃশ্যে অ্যাকশন ডিরেক্টরের অবতারে ছিলেন ভাইজান। ক্যাটরিনা যাতে দৃশ্যগুলোতে একদম নিখুঁত থাকেন—এটাই লক্ষ্য ছিল তাঁর।
‘টাইগার থ্রি’ ছবিতে সালমান খান ও ক্যাটরিনা কাইফ ছড়াও ভিলেনের চরিত্রে ইমরান হাশমিরও একাধিক অ্যাকশন দৃশ্য রয়েছে। ছবিটি নির্মাণ করছেন মনীশ শর্মা। ২০২৩ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা ছবিটি।
ছবিতে অ্যাকশনের যাতে কোনো কমতি না হয়, সেদিকে বিশেষ নজর রেখেছেন সংশ্লিষ্টরা। পূর্ব ইউরোপের এমন সব জায়গায় অ্যাকশন দৃশ্যের শুটিং হয়েছে ছবির, যা দর্শক আগে কখনো দেখেনি। সেই সঙ্গে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাকশন ডিরেক্টরকে নিয়োগ করা হয়েছে। প্রায় ৩০০ কোটি রুপির বাজেটে তৈরি হচ্ছে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার থ্রি’।
২০১২ সালে মুক্তি পায় টাইগার ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘এক থা টাইগার’। সালমান খান ও ক্যাটরিনা কাইফ জুটি রেকর্ড সাফল্য পেয়েছিল বক্স অফিসে। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। বক্স অফিসে সাফল্য পায় সেই ছবিও। এরই ধারাবাহিকতায় এবার আসছে ‘টাইগার থ্রি’। ছবিতে সালমান-ক্যাটরিনা জুটি কতটা জাদু দেখাতে পারবে, এখন সেটিই দেখার অপেক্ষা।

সালমান খান ও ক্যাটরিনা কাইফ যে পর্দায় বেশ শক্তিশালী জুটি তা অনেক আগেই প্রমাণ করেছেন। পর্দায় তাঁদের রসায়ন বেশ জনপ্রিয় বলিউডপ্রেমীদের কাছে। তাইতো সালমান-ক্যাটরিনা জুটির পরবর্তী ছবি ‘টাইগার থ্রি’ নিয়ে একটু বেশিই আগ্রহ সবার। সালমান খানের ছবি মানেই ভরপুর অ্যাকশন। সম্প্রতি প্রকাশ পাওয়া ‘টাইগার থ্রি’ ছবির টিজারেও এর ইঙ্গিত মিলেছে। এই জুটির ভক্তদের জন্য নতুন খবর হলো, ক্যাটরিনাকে ছবিতে অ্যাকশনের ট্রেনিং দিয়েছেন স্বয়ং সালমান!
প্রোডাকশনের ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানায়, ছবির একটি বিশেষ দৃশ্যের শুটিংয়ের সময় অ্যাকশন ডিরেক্টরের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সালমান। এ ছাড়া ছবির কিছু অ্যাকশন দৃশ্যে ক্যাটরিনা ডাবল ফ্লিপ করেছেন। আর সেসব দৃশ্যে অ্যাকশন ডিরেক্টরের অবতারে ছিলেন ভাইজান। ক্যাটরিনা যাতে দৃশ্যগুলোতে একদম নিখুঁত থাকেন—এটাই লক্ষ্য ছিল তাঁর।
‘টাইগার থ্রি’ ছবিতে সালমান খান ও ক্যাটরিনা কাইফ ছড়াও ভিলেনের চরিত্রে ইমরান হাশমিরও একাধিক অ্যাকশন দৃশ্য রয়েছে। ছবিটি নির্মাণ করছেন মনীশ শর্মা। ২০২৩ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা ছবিটি।
ছবিতে অ্যাকশনের যাতে কোনো কমতি না হয়, সেদিকে বিশেষ নজর রেখেছেন সংশ্লিষ্টরা। পূর্ব ইউরোপের এমন সব জায়গায় অ্যাকশন দৃশ্যের শুটিং হয়েছে ছবির, যা দর্শক আগে কখনো দেখেনি। সেই সঙ্গে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাকশন ডিরেক্টরকে নিয়োগ করা হয়েছে। প্রায় ৩০০ কোটি রুপির বাজেটে তৈরি হচ্ছে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার থ্রি’।
২০১২ সালে মুক্তি পায় টাইগার ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘এক থা টাইগার’। সালমান খান ও ক্যাটরিনা কাইফ জুটি রেকর্ড সাফল্য পেয়েছিল বক্স অফিসে। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। বক্স অফিসে সাফল্য পায় সেই ছবিও। এরই ধারাবাহিকতায় এবার আসছে ‘টাইগার থ্রি’। ছবিতে সালমান-ক্যাটরিনা জুটি কতটা জাদু দেখাতে পারবে, এখন সেটিই দেখার অপেক্ষা।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১২ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৩ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৩ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১৩ ঘণ্টা আগে