বিনোদন ডেস্ক
লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। কিন্তু নির্বাচনের ফলাফলের পরেও বলিউডের মোদিভক্তরা চুপ। ইনস্টাগ্রাম, এক্স—কোথাও কোনো শুভেচ্ছাবার্তা নেই। নির্বাচনে জয়লাভ করলেও গেরুয়া শিবির যে বিপাকে, তা স্পষ্ট। তাই কি সরাসরি আনুগত্য দেখাতে অস্বস্তি হচ্ছে হিন্দি ইন্ডাস্ট্রির তারকাদের?
গত দুবারের লোকসভা নির্বাচন, ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন কিংবা অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে যেভাবে সোশ্যাল মিডিয়ায় বলিউড তারকাদের পোস্টের ঢল নেমেছিল, এবার তা এখনো দেখা যায়নি। অনুপম খের, পরেশ রাওয়াল ও ভূমি পেডনেকরের মতো দুই-চারজন ছাড়া অধিকাংশ তারকাই চুপ।
কঙ্গনা রনৌত বিজেপির হয়ে নির্বাচনে জয়লাভ করেছেন। এই নব্য সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাতেও দেখা যায়নি বলিউডের তেমন কাউকে। ব্যতিক্রম অনুপম খের; তিনি অভিনেত্রীকে নেত্রী হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন। কঙ্গনার সঙ্গে না হয় ইন্ডাস্ট্রির অধিকাংশের সম্পর্ক ভালো নয়, কিন্তু মোদির সেলফি-ফ্রেমে যেসব বলিউড তারকাকে দেখা গিয়েছে বিভিন্ন সময়, কিংবা মোদির প্রশংসা যাঁরা সরব হয়েছেন; তাঁরা সবাই চুপ। মাস কয়েক আগেও যাঁরা রামমন্দিরের উদ্বোধনে অংশ নিয়েছিলেন, সেই আলিয়া ভাট, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ কিংবা অমিতাভ বচ্চনের পক্ষ থেকেও কোনো উচ্চবাচ্য চোখে পড়েনি।
অক্ষয় কুমারের বিজেপি ঘনিষ্ঠতার কথা সবার জানা। অভিনেতা নিজেও কোনো দিন তা গোপন করেননি। রামমন্দির উদ্বোধনে তিনি অযোধ্যায় যেতে পারেননি। জর্ডানে সিনেমার শুটিংয়ে ছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত পোস্ট, রিল সবই করেছিলেন। এই প্রথমবার ভারতীয় হিসেবে ভোট দিয়েছেন অক্ষয়। ফলে তাঁর চুপ থাকা অবাক করেছে অনেককেই।
পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা ক্যারিয়ারের ক্ষেত্রে বাড়তি সুবিধাও দিয়েছে অক্ষয়কে। ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘মিশন মঙ্গল’, ‘প্যাডম্যান’, ‘কেশরী’, ‘রামসেতু’—অক্ষয়ের সিনেমার তালিকায় চোখ বোলালেই সরকারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা স্পষ্ট হয়। একের পর এক সিনেমা ফ্লপ করেছে অক্ষয়ের, তবুও তাঁর কাজের অভাব হয়নি। সিনেমা ফ্লপ করায় শাহরুখ খানকে পর্যন্ত তিন বছরের বিরতিতে যেতে হয়েছিল। ফ্লপের কারণে নাকাল রণবীর সিং। তাঁর সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন বিনিয়োগকারীরা। অক্ষয়কে এমন প্রতিকূল অবস্থায় পড়তে হয়নি সরকারঘনিষ্ঠ হওয়ার কারণে।
হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে কোন বিষয় নিয়ে সিনেমা হবে, কোন অভিনেতা সেখানে থাকবেন—এসবের নানা সমীকরণ রয়েছে। অভিনেতার হিট-ফ্লপের হিসাব, ব্যক্তিগত ইমেজ, সমাজমাধ্যমের জনপ্রিয়তা—সবকিছুই খতিয়ে দেখা হয়। এর সঙ্গে রাজনৈতিক যোগও রয়েছে। ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের রোষে যদি কোনো অভিনেতা পড়েন, তাহলে কাজের ক্ষেত্রে তাঁর সমস্যা হয়।
লোকসভা নির্বাচনের জন্য বলিউডের অনেক সিনেমার কাজ আটকে ছিল। এখন হাওয়া বুঝে সেসব সিনেমা নিয়ে মাঠে নামবেন প্রযোজকেরা। নির্বাচনের আগে ‘আর্টিকেল ৩৭০’ কিংবা ‘ম্যায় অটল হু’র মুক্তি—সবই ছিল পরিকল্পিত। শোনা যায়, সৌরভ গাঙ্গুলির বায়োপিক পিছিয়ে যাওয়ার নেপথ্যেও নাকি বলিউডের রাজনৈতিক যোগ রয়েছে। ‘পাঠান’ মুক্তির আগে শাহরুখের বিরুদ্ধে যে বয়কটের ডাক উঠেছিল, সেটিও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলে মত অনেকের। কিন্তু শাহরুখ-ম্যাজিক সেই উদ্দেশ্যকে ব্যর্থ করে। সব মিলিয়ে মোদির জয়ে তাঁর সমর্থক বলিউড তারকাদের এমন নীরবতায় বিস্মিত সবাই।
লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। কিন্তু নির্বাচনের ফলাফলের পরেও বলিউডের মোদিভক্তরা চুপ। ইনস্টাগ্রাম, এক্স—কোথাও কোনো শুভেচ্ছাবার্তা নেই। নির্বাচনে জয়লাভ করলেও গেরুয়া শিবির যে বিপাকে, তা স্পষ্ট। তাই কি সরাসরি আনুগত্য দেখাতে অস্বস্তি হচ্ছে হিন্দি ইন্ডাস্ট্রির তারকাদের?
গত দুবারের লোকসভা নির্বাচন, ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন কিংবা অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে যেভাবে সোশ্যাল মিডিয়ায় বলিউড তারকাদের পোস্টের ঢল নেমেছিল, এবার তা এখনো দেখা যায়নি। অনুপম খের, পরেশ রাওয়াল ও ভূমি পেডনেকরের মতো দুই-চারজন ছাড়া অধিকাংশ তারকাই চুপ।
কঙ্গনা রনৌত বিজেপির হয়ে নির্বাচনে জয়লাভ করেছেন। এই নব্য সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাতেও দেখা যায়নি বলিউডের তেমন কাউকে। ব্যতিক্রম অনুপম খের; তিনি অভিনেত্রীকে নেত্রী হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন। কঙ্গনার সঙ্গে না হয় ইন্ডাস্ট্রির অধিকাংশের সম্পর্ক ভালো নয়, কিন্তু মোদির সেলফি-ফ্রেমে যেসব বলিউড তারকাকে দেখা গিয়েছে বিভিন্ন সময়, কিংবা মোদির প্রশংসা যাঁরা সরব হয়েছেন; তাঁরা সবাই চুপ। মাস কয়েক আগেও যাঁরা রামমন্দিরের উদ্বোধনে অংশ নিয়েছিলেন, সেই আলিয়া ভাট, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ কিংবা অমিতাভ বচ্চনের পক্ষ থেকেও কোনো উচ্চবাচ্য চোখে পড়েনি।
অক্ষয় কুমারের বিজেপি ঘনিষ্ঠতার কথা সবার জানা। অভিনেতা নিজেও কোনো দিন তা গোপন করেননি। রামমন্দির উদ্বোধনে তিনি অযোধ্যায় যেতে পারেননি। জর্ডানে সিনেমার শুটিংয়ে ছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত পোস্ট, রিল সবই করেছিলেন। এই প্রথমবার ভারতীয় হিসেবে ভোট দিয়েছেন অক্ষয়। ফলে তাঁর চুপ থাকা অবাক করেছে অনেককেই।
পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা ক্যারিয়ারের ক্ষেত্রে বাড়তি সুবিধাও দিয়েছে অক্ষয়কে। ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘মিশন মঙ্গল’, ‘প্যাডম্যান’, ‘কেশরী’, ‘রামসেতু’—অক্ষয়ের সিনেমার তালিকায় চোখ বোলালেই সরকারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা স্পষ্ট হয়। একের পর এক সিনেমা ফ্লপ করেছে অক্ষয়ের, তবুও তাঁর কাজের অভাব হয়নি। সিনেমা ফ্লপ করায় শাহরুখ খানকে পর্যন্ত তিন বছরের বিরতিতে যেতে হয়েছিল। ফ্লপের কারণে নাকাল রণবীর সিং। তাঁর সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন বিনিয়োগকারীরা। অক্ষয়কে এমন প্রতিকূল অবস্থায় পড়তে হয়নি সরকারঘনিষ্ঠ হওয়ার কারণে।
হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে কোন বিষয় নিয়ে সিনেমা হবে, কোন অভিনেতা সেখানে থাকবেন—এসবের নানা সমীকরণ রয়েছে। অভিনেতার হিট-ফ্লপের হিসাব, ব্যক্তিগত ইমেজ, সমাজমাধ্যমের জনপ্রিয়তা—সবকিছুই খতিয়ে দেখা হয়। এর সঙ্গে রাজনৈতিক যোগও রয়েছে। ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের রোষে যদি কোনো অভিনেতা পড়েন, তাহলে কাজের ক্ষেত্রে তাঁর সমস্যা হয়।
লোকসভা নির্বাচনের জন্য বলিউডের অনেক সিনেমার কাজ আটকে ছিল। এখন হাওয়া বুঝে সেসব সিনেমা নিয়ে মাঠে নামবেন প্রযোজকেরা। নির্বাচনের আগে ‘আর্টিকেল ৩৭০’ কিংবা ‘ম্যায় অটল হু’র মুক্তি—সবই ছিল পরিকল্পিত। শোনা যায়, সৌরভ গাঙ্গুলির বায়োপিক পিছিয়ে যাওয়ার নেপথ্যেও নাকি বলিউডের রাজনৈতিক যোগ রয়েছে। ‘পাঠান’ মুক্তির আগে শাহরুখের বিরুদ্ধে যে বয়কটের ডাক উঠেছিল, সেটিও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলে মত অনেকের। কিন্তু শাহরুখ-ম্যাজিক সেই উদ্দেশ্যকে ব্যর্থ করে। সব মিলিয়ে মোদির জয়ে তাঁর সমর্থক বলিউড তারকাদের এমন নীরবতায় বিস্মিত সবাই।
বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের একটি আদালত। একটি প্রতারণা মামলা ঘিরে এই গ্রেপ্তারি পরোয়ানা। কিন্তু এই মামলায় সোনু প্রতারক কিংবা প্রতারিত—কোনোটিই নন, সাক্ষী। মামলায় ১ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য গ্রহণের জন্য আদালত কয়েকবার...
১২ ঘণ্টা আগে২০২৩ সালের শেষ দিকে ‘যন্ত্রণা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সায়মা স্মৃতির। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাঁকে। সায়মা জানালেন নতুন সিনেমা মুক্তি না পেলেও ইতিমধ্যে শেষ করেছেন চার সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত অপূর্ব রানার ‘জলরঙ’, আবু সাঈদের ‘সংযোগ’, এইচ আর হাবিবের
১৬ ঘণ্টা আগেনতুন বছরের শুরু থেকেই দেশের হলে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। সেই ধারাবাহিকতায় আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনুদানের দুই সিনেমা। অনুদানের সাত বছর পর আলোর মুখ দেখছে ‘দায়মুক্তি’, অন্যদিকে বিভিন্ন উৎসবে প্রদর্শন ও কানাডায় মুক্তির পর দেশের হলে আসছে ‘বলী’।
১৬ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১৬ ঘণ্টা আগে