
পাঁচ বছর পর চলচ্চিত্র পরিচালকের আসনে করণ জোহর। ছবির নাম ‘রকি অওর রানি কি প্রেমকাহানি’। সিনেমার নায়ক রণবীর সিং ও নায়িকা আলিয়া ভাট। এই ছবির মাধ্যমে আবারও দর্শকের সামনে হাজির হতে চলেছেন ‘গল্লি বয়’ জুটি। করণের প্রযোজনায় ‘তখ্ত’ ছবিতেও তাঁদের একসঙ্গে কাজ করার কথা রয়েছে। রণবীরের জন্মদিনেই এমন খবর জানানো হলো।
সিনেমার চিত্রনাট্য লিখেছেন ইশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান ও সুমিত রায়। করণ পরিচালিত এই ছবি পুরোপুরি রোমান্টিক ঘরানার। ‘রকি’র চরিত্রে দেখা যাবে রণবীরকে এবং ‘রানি’র চরিত্রে আলিয়াকে। তবে করণের অন্যান্য ছবির মতো এ ছবিতেও চোখ কপালে তোলার মতো রয়েছে বলিউডের বড় তারকারা। রণবীর-আলিয়া ছাড়াও ছবিতে থাকবেন শাবানা আজমি ও ধর্মেন্দ্র। আলিয়ার দাদা-দাদির চরিত্রে পর্দায় হাজির হবেন তাঁরা। দীর্ঘ ২৩ বছর পর একসঙ্গে ক্যামেরার সামনে হাজির হতে চলেছেন শাবানা ও ধর্মেন্দ্র। শেষবার এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘মার্দওয়ালি বাঁত’ ছবিতে। এখানেই শেষ নয়। রয়েছেন জয়া বচ্চনও। শাবানা আজমির সঙ্গে নাকি জয়া বচ্চনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে, যা ছবিকে অন্য মাত্রা এনে দেবে। ‘রকি’র দাদি হিসেবেই দর্শকের সামনে হাজির হবেন জয়া বচ্চন। হিন্দি ছবির ইতিহাসে এই প্রথমবার পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন শাবানা ও জয়া!
করণ জানিয়েছিলেন, বরাবরই তাঁর প্রিয় কাজ নির্দেশকের আসন সামলানো। তবে বছর পাঁচেক ধরে নিজের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনে সময় দিয়েছেন তিনি। এবার ফের সময় হয়েছে তাঁর ‘প্রিয় কাজ’ করার। অর্থাৎ ক্যামেরার পেছনে দাঁড়িয়ে পর্দায় ভালোবাসার গল্প বলা।
২০১৬ সালে ‘এ দিল হ্যায় মুশকিল’ ছবিতে সর্বশেষ নির্দেশকের আসনে বসেছিলেন করণ। গত এক বছরে ওয়েব সিরিজে দুটি গল্প পরিচালনা করেছেন—‘লাস্ট স্টোরিজ’, ‘ঘোস্ট স্টোরিজ’। এর আগে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘মাই নেম ইজ খান’–এর মতো হিট ছবি উপহার দিয়েছেন।
২০১০ সালে মুক্তি পেয়েছিল রণবীর সিংয়ের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে জানেন কি, এই রণবীরকেই প্রথমবার যশরাজ ফিল্মস স্টুডিওতে দেখে হতাশ হয়েছিলেন করণ? সে কথা প্রকাশ্যে স্বীকারও করেছেন। ‘ব্যান্ড বাজা বারাত’ মুক্তি পাওয়ার পর নিজের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন রণবীর সিং ও আনুশকা শর্মাকে। সেখানেই বলেন কীভাবে ‘ব্যান্ড বাজা বারাত’–এর প্রযোজক আদিত্য চোপড়ার পছন্দের ওপর সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। শুধু তাই নয়, রণবীরকে সেই ছবিতে যেন না নেওয়া হয়, সে ব্যাপারেও পরামর্শ দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ‘ব্যান্ড বাজা বারাত’–এ রণবীরের অভিনয় দেখে নিজের মত পাল্টাতে বাধ্য হয়েছিলেন করণ।

পাঁচ বছর পর চলচ্চিত্র পরিচালকের আসনে করণ জোহর। ছবির নাম ‘রকি অওর রানি কি প্রেমকাহানি’। সিনেমার নায়ক রণবীর সিং ও নায়িকা আলিয়া ভাট। এই ছবির মাধ্যমে আবারও দর্শকের সামনে হাজির হতে চলেছেন ‘গল্লি বয়’ জুটি। করণের প্রযোজনায় ‘তখ্ত’ ছবিতেও তাঁদের একসঙ্গে কাজ করার কথা রয়েছে। রণবীরের জন্মদিনেই এমন খবর জানানো হলো।
সিনেমার চিত্রনাট্য লিখেছেন ইশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান ও সুমিত রায়। করণ পরিচালিত এই ছবি পুরোপুরি রোমান্টিক ঘরানার। ‘রকি’র চরিত্রে দেখা যাবে রণবীরকে এবং ‘রানি’র চরিত্রে আলিয়াকে। তবে করণের অন্যান্য ছবির মতো এ ছবিতেও চোখ কপালে তোলার মতো রয়েছে বলিউডের বড় তারকারা। রণবীর-আলিয়া ছাড়াও ছবিতে থাকবেন শাবানা আজমি ও ধর্মেন্দ্র। আলিয়ার দাদা-দাদির চরিত্রে পর্দায় হাজির হবেন তাঁরা। দীর্ঘ ২৩ বছর পর একসঙ্গে ক্যামেরার সামনে হাজির হতে চলেছেন শাবানা ও ধর্মেন্দ্র। শেষবার এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘মার্দওয়ালি বাঁত’ ছবিতে। এখানেই শেষ নয়। রয়েছেন জয়া বচ্চনও। শাবানা আজমির সঙ্গে নাকি জয়া বচ্চনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে, যা ছবিকে অন্য মাত্রা এনে দেবে। ‘রকি’র দাদি হিসেবেই দর্শকের সামনে হাজির হবেন জয়া বচ্চন। হিন্দি ছবির ইতিহাসে এই প্রথমবার পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন শাবানা ও জয়া!
করণ জানিয়েছিলেন, বরাবরই তাঁর প্রিয় কাজ নির্দেশকের আসন সামলানো। তবে বছর পাঁচেক ধরে নিজের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনে সময় দিয়েছেন তিনি। এবার ফের সময় হয়েছে তাঁর ‘প্রিয় কাজ’ করার। অর্থাৎ ক্যামেরার পেছনে দাঁড়িয়ে পর্দায় ভালোবাসার গল্প বলা।
২০১৬ সালে ‘এ দিল হ্যায় মুশকিল’ ছবিতে সর্বশেষ নির্দেশকের আসনে বসেছিলেন করণ। গত এক বছরে ওয়েব সিরিজে দুটি গল্প পরিচালনা করেছেন—‘লাস্ট স্টোরিজ’, ‘ঘোস্ট স্টোরিজ’। এর আগে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘মাই নেম ইজ খান’–এর মতো হিট ছবি উপহার দিয়েছেন।
২০১০ সালে মুক্তি পেয়েছিল রণবীর সিংয়ের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে জানেন কি, এই রণবীরকেই প্রথমবার যশরাজ ফিল্মস স্টুডিওতে দেখে হতাশ হয়েছিলেন করণ? সে কথা প্রকাশ্যে স্বীকারও করেছেন। ‘ব্যান্ড বাজা বারাত’ মুক্তি পাওয়ার পর নিজের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন রণবীর সিং ও আনুশকা শর্মাকে। সেখানেই বলেন কীভাবে ‘ব্যান্ড বাজা বারাত’–এর প্রযোজক আদিত্য চোপড়ার পছন্দের ওপর সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। শুধু তাই নয়, রণবীরকে সেই ছবিতে যেন না নেওয়া হয়, সে ব্যাপারেও পরামর্শ দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ‘ব্যান্ড বাজা বারাত’–এ রণবীরের অভিনয় দেখে নিজের মত পাল্টাতে বাধ্য হয়েছিলেন করণ।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
৮ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
৮ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে