তারকার পছন্দ
বিনোদন ডেস্ক

ডার্ক কনটেন্ট পছন্দ অভিনেত্রী খুশি কাপুরের। ওটিটিতে যেসব অপরাধমূলক সিনেমা-সিরিজ মুক্তি পায়, সেসবের নিয়মিত দর্শক তিনি। দেখেন অপরাধমূলক তথ্যচিত্রও। বোম্বে টাইমসকে খুশি কাপুর জানালেন ইদানীং দেখা কোন সিনেমা-সিরিজ বেশি ভালো লেগেছে তাঁর।

ব্ল্যাক ওয়ারেন্ট
এক জেলের অন্দরের গল্প। ভারতের তিহার জেলে দীর্ঘ ৩৫ বছর ধরে জেলার হিসেবে কাজ করেছেন সুনীল গুপ্তা। তাঁর বয়ানে উঠে এসেছে জেলের ভেতরের নানা গল্প। একজন সৎ কর্মকর্তা হিসেবে জেলে চাকরি নেওয়ার পর তাঁকে অনেক প্রতিকূলতার মুখে পড়তে হয়। সত্য ঘটনা অবলম্বনে ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ সিরিজটি বানিয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। অভিনয়ে জাহান কাপুর, রাহুল ভাট, সিদ্ধান্ত গুপ্তা, টোটা রায় চৌধুরী প্রমুখ। গত জানুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। ব্ল্যাক ওয়ারেন্ট নিয়ে খুশি কাপুর বলেন, ‘ব্ল্যাক ওয়ারেন্ট আমার খুব ভালো লেগেছে। অপরাধমূলক ডার্ক কনটেন্ট পছন্দ করি আমি। এ ধরনের বিভিন্ন তথ্যচিত্রও নিয়মিত দেখি।’

নকটারনাল অ্যানিমেলস
২০১৬ সালে মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা। দেখা যাবে নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি, ম্যাক্সসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে। টম ফোর্ড পরিচালিত নকটারনাল অ্যানিমেলস সিনেমায় অভিনয় করেছেন এমি অ্যাডামস, জ্যাক গিলেনহাল, মাইকেল শ্যানন, অ্যারন টেলর-জনসন প্রমুখ। গল্পে দেখা যায়, সুসান তার সাবেক স্বামী এডওয়ার্ডের একটি উপন্যাসের পাণ্ডুলিপি হাতে পায়। কাহিনি খুবই ভালো লাগে তার। তবে এ কাহিনির সঙ্গে তাদের বৈবাহিক জীবনের অনেক কিছুর মিল খুঁজে পায়, যা তাকে অস্বস্তিতে ফেলে দেয়। সিনেমাটি নিয়ে খুশি কাপুর বলেন, ‘এটিও দেখার অনুরোধ করব সবাইকে। এটিও ডার্ক কনটেন্ট। এ ধরনের গল্পের প্রতি দিন দিন আগ্রহ বাড়ছে আমার।’

ডার্ক কনটেন্ট পছন্দ অভিনেত্রী খুশি কাপুরের। ওটিটিতে যেসব অপরাধমূলক সিনেমা-সিরিজ মুক্তি পায়, সেসবের নিয়মিত দর্শক তিনি। দেখেন অপরাধমূলক তথ্যচিত্রও। বোম্বে টাইমসকে খুশি কাপুর জানালেন ইদানীং দেখা কোন সিনেমা-সিরিজ বেশি ভালো লেগেছে তাঁর।

ব্ল্যাক ওয়ারেন্ট
এক জেলের অন্দরের গল্প। ভারতের তিহার জেলে দীর্ঘ ৩৫ বছর ধরে জেলার হিসেবে কাজ করেছেন সুনীল গুপ্তা। তাঁর বয়ানে উঠে এসেছে জেলের ভেতরের নানা গল্প। একজন সৎ কর্মকর্তা হিসেবে জেলে চাকরি নেওয়ার পর তাঁকে অনেক প্রতিকূলতার মুখে পড়তে হয়। সত্য ঘটনা অবলম্বনে ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ সিরিজটি বানিয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। অভিনয়ে জাহান কাপুর, রাহুল ভাট, সিদ্ধান্ত গুপ্তা, টোটা রায় চৌধুরী প্রমুখ। গত জানুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। ব্ল্যাক ওয়ারেন্ট নিয়ে খুশি কাপুর বলেন, ‘ব্ল্যাক ওয়ারেন্ট আমার খুব ভালো লেগেছে। অপরাধমূলক ডার্ক কনটেন্ট পছন্দ করি আমি। এ ধরনের বিভিন্ন তথ্যচিত্রও নিয়মিত দেখি।’

নকটারনাল অ্যানিমেলস
২০১৬ সালে মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা। দেখা যাবে নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি, ম্যাক্সসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে। টম ফোর্ড পরিচালিত নকটারনাল অ্যানিমেলস সিনেমায় অভিনয় করেছেন এমি অ্যাডামস, জ্যাক গিলেনহাল, মাইকেল শ্যানন, অ্যারন টেলর-জনসন প্রমুখ। গল্পে দেখা যায়, সুসান তার সাবেক স্বামী এডওয়ার্ডের একটি উপন্যাসের পাণ্ডুলিপি হাতে পায়। কাহিনি খুবই ভালো লাগে তার। তবে এ কাহিনির সঙ্গে তাদের বৈবাহিক জীবনের অনেক কিছুর মিল খুঁজে পায়, যা তাকে অস্বস্তিতে ফেলে দেয়। সিনেমাটি নিয়ে খুশি কাপুর বলেন, ‘এটিও দেখার অনুরোধ করব সবাইকে। এটিও ডার্ক কনটেন্ট। এ ধরনের গল্পের প্রতি দিন দিন আগ্রহ বাড়ছে আমার।’

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
২ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
২ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
৪ ঘণ্টা আগে