বিনোদন ডেস্ক

কাঁধে কাঁটাতার জড়ানো হাতিয়ার। কপাল ফেটে রক্ত বের হচ্ছে। গায়ে সৈনিকের পোশাক। কয়েক দিন আগে এমন লুকে চমকে দিয়েছিলেন সালমান খান। নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এ একজন সৈনিকের ভূমিকায় দেখা যাবে সালমানকে। ২০২০ সালের গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে সিনেমাটি।
অপূর্ব লাখিয়া পরিচালিত ‘ব্যাটল অব গালওয়ান’-এ সালমান অভিনয় করবেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে। এ সিনেমার জন্য আদা-জল খেয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন সালমান। চলছে কড়া প্রস্তুতি। নিয়ম করে দুই বেলা জিম করছেন। বাদ দিয়েছেন মদ্যপানও।
জানা গেছে, এ মাস থেকে রিয়েল লোকেশনে শুরু হবে শুটিং। কয়েক ভাগে শুটিং চলবে নভেম্বর পর্যন্ত। যেহেতু লাদাখের রুক্ষ পার্বত্য অঞ্চলে লম্বা শিডিউলে শুটিং করতে হবে, তাই অতিরিক্ত ফিটনেস প্রয়োজন। সে জন্যই ব্যক্তিগত ট্রেনার নিয়োগ করে জিমে দুই বেলা ঘাম ঝরাচ্ছেন সালমান। উচ্চ পার্বত্য অঞ্চলের চাপ সামলানোর জন্য জিমেই উচ্চচাপের চেম্বারে অনুশীলন করছেন।

এ ছাড়া খাদ্যাভ্যাসেও বদল এনেছেন সালমান। মদ্যপান, ফাস্ট ফুড, এমনকি সফট ড্রিংকসও ত্যাগ করেছেন। মেনুতে যোগ হয়েছে হালকা খাবার। সৈনিকের মতোই ডায়েট মেনে চলছেন।

ব্যাটল অব গালওয়ানে সালমানের নায়িকা হিসেবে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। সালমানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ইনস্টাগ্রাম পেজ থেকে চিত্রাঙ্গদার একটি ছবি শেয়ার করে তাঁকে ব্যাটল অব গালওয়ান টিমে স্বাগত জানানো হয়েছে। পোস্টটি শেয়ার করে চিত্রাঙ্গদা লিখেছেন, ‘এই সিনেমায় আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। এটা সত্যিই আমার জন্য বিশেষ কিছু। এই টিমের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় আছি।’
ব্যাটল অব গালওয়ানের পরিচালক অপূর্ব লাখিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা তাঁর অনেক দিনের। ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’, ‘বব বিশ্বাস’-এর মতো সিনেমায় চিত্রাঙ্গদার দুর্দান্ত অভিনয় দেখেছেন। পরিচালকের আশা, ব্যাটল অব গালওয়ান সিনেমায়ও চিত্রাঙ্গদা চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলবেন।

কাঁধে কাঁটাতার জড়ানো হাতিয়ার। কপাল ফেটে রক্ত বের হচ্ছে। গায়ে সৈনিকের পোশাক। কয়েক দিন আগে এমন লুকে চমকে দিয়েছিলেন সালমান খান। নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এ একজন সৈনিকের ভূমিকায় দেখা যাবে সালমানকে। ২০২০ সালের গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে সিনেমাটি।
অপূর্ব লাখিয়া পরিচালিত ‘ব্যাটল অব গালওয়ান’-এ সালমান অভিনয় করবেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে। এ সিনেমার জন্য আদা-জল খেয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন সালমান। চলছে কড়া প্রস্তুতি। নিয়ম করে দুই বেলা জিম করছেন। বাদ দিয়েছেন মদ্যপানও।
জানা গেছে, এ মাস থেকে রিয়েল লোকেশনে শুরু হবে শুটিং। কয়েক ভাগে শুটিং চলবে নভেম্বর পর্যন্ত। যেহেতু লাদাখের রুক্ষ পার্বত্য অঞ্চলে লম্বা শিডিউলে শুটিং করতে হবে, তাই অতিরিক্ত ফিটনেস প্রয়োজন। সে জন্যই ব্যক্তিগত ট্রেনার নিয়োগ করে জিমে দুই বেলা ঘাম ঝরাচ্ছেন সালমান। উচ্চ পার্বত্য অঞ্চলের চাপ সামলানোর জন্য জিমেই উচ্চচাপের চেম্বারে অনুশীলন করছেন।

এ ছাড়া খাদ্যাভ্যাসেও বদল এনেছেন সালমান। মদ্যপান, ফাস্ট ফুড, এমনকি সফট ড্রিংকসও ত্যাগ করেছেন। মেনুতে যোগ হয়েছে হালকা খাবার। সৈনিকের মতোই ডায়েট মেনে চলছেন।

ব্যাটল অব গালওয়ানে সালমানের নায়িকা হিসেবে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। সালমানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ইনস্টাগ্রাম পেজ থেকে চিত্রাঙ্গদার একটি ছবি শেয়ার করে তাঁকে ব্যাটল অব গালওয়ান টিমে স্বাগত জানানো হয়েছে। পোস্টটি শেয়ার করে চিত্রাঙ্গদা লিখেছেন, ‘এই সিনেমায় আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। এটা সত্যিই আমার জন্য বিশেষ কিছু। এই টিমের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় আছি।’
ব্যাটল অব গালওয়ানের পরিচালক অপূর্ব লাখিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা তাঁর অনেক দিনের। ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’, ‘বব বিশ্বাস’-এর মতো সিনেমায় চিত্রাঙ্গদার দুর্দান্ত অভিনয় দেখেছেন। পরিচালকের আশা, ব্যাটল অব গালওয়ান সিনেমায়ও চিত্রাঙ্গদা চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলবেন।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১৪ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৪ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
১৪ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
১৪ ঘণ্টা আগে