
প্রয়াত পাঞ্জাবি গায়ক অমর সিং চমকিলার জীবনের গল্পে সিনেমা বানিয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা ইমতিয়াজ আলি। ‘অমর সিং চমকিলা’ শিরোনামের সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ। আর তাঁর স্ত্রী অমরজিৎ কৌরের চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছেন পরিণীতি চোপড়া। তবে জানেন কি, সিনেমাটির জন্য অভিনেত্রীকে দিতে হয়েছে অডিশন? আর তাঁর অডিশন নেন স্বয়ং অস্কার বিজয়ী সুরকার এ আর রাহমান।
মুম্বাইয়ের রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে থাকাকালীন জুম কলে এ আর রহমানের কাছে অডিশন দিতে হয়েছিল পরিণীতি চোপড়াকে। সিনেমাটির জন্য এমন অভিজ্ঞতাই হয়েছিল পরিণীতির, জানালেন অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে পরিণীতি বলেন, ‘আমি তো ধরেই নিয়েছিলাম ছবিটা হাত থেকে ফসকে যেতে চলেছে! জুম কলে অডিশন দিতে হবে, তা-ও আবার এ আর রাহমানের সামনে! সেই সময় মুম্বাইয়ের ট্রাফিকে আটকে গাড়িতে বসে ঘামছিলাম!’
সেদিনের ঘটনার বর্ণনায় পরিণীতি বলেন, ‘দুই বছর আগে আমি গাড়িতে করে করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলাম। এমন সময় ইমতিয়াজ আলি স্যারের কল পাই। তিনি জানতে চান আমি ফ্রি আছি কি না। তখন তিনি আমাকে জুম কলে যুক্ত করেন। সেখানে আগে থেকেই এ আর রহমান স্যার ও দিলজিৎ যুক্ত ছিলেন। তখন আমি সঙ্গে সঙ্গে চালককে গাড়িটি পার্ক করতে বলি।’
পরিণীতি আরও বলেন, ‘আমি ভাবছিলাম হয়তো এখানে শুধু আমাদের নিজেদের মধ্যে পরিচিত হওয়া হবে। কিন্তু এর পরই এ আর রাহমান স্যার জানতে চান, আমি গান গাইতে পারি কি না। তাঁকে তখন জানাই, হ্যাঁ স্যার আমি গাইতে পারি। তখন তিনি আমাকে গাইতে বলেন। আর আমি ভাবি, ছবিটা হাত থেকে এই বুঝি ফসকে গেল।’
পরিণীতি বলেন, ‘এটি একটি মিউজিক্যাল অডিশন ছিল, যদিও ততক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমি ছবিটি করছি। তাই আমি এ আর রাহমান স্যারকে বলেছিলাম যে, আমি সিনেমাটির সব গানই গাইতে চাই। সিনেমাটিতে আমি আর দিলজিৎ অমরজিৎ কৌর ও চমকিলার মৌলিক গানের পাশাপাশি এ আর রাহমান স্যারের গানও গেয়েছি। সে জন্যই আমাকে অডিশন দিতে হয়েছিল।’
প্রসঙ্গত, গতকাল প্রকাশ্যে আসার পর প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটি আগামী ১২ এপ্রিল মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে একাধিক চিত্রনাট্য তৈরি হয়েছে বলিউডে। এবার সেই তালিকার নতুন সংযোজন আটের দশকের জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী অমর সিং চমকিলা। ‘এলভিস প্রিসলি অব পাঞ্জাব’ বলা হতো অমর সিং চমকিলাকে। ২৭ বছর বয়সেই গুলিবিদ্ধ হয়ে প্রয়াত হন গায়ক। শূন্য থেকে শুরু করা চমকিলা কীভাবে পাঞ্জাবি ইন্ডাস্ট্রির একজন স্তম্ভ হয়ে উঠেছিলেন, সেই কাহিনিই আবর্তিত হবে ইমতিয়াজের নতুন সিনেমা ‘অমর সিং চমকিলা’য়।

প্রয়াত পাঞ্জাবি গায়ক অমর সিং চমকিলার জীবনের গল্পে সিনেমা বানিয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা ইমতিয়াজ আলি। ‘অমর সিং চমকিলা’ শিরোনামের সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ। আর তাঁর স্ত্রী অমরজিৎ কৌরের চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছেন পরিণীতি চোপড়া। তবে জানেন কি, সিনেমাটির জন্য অভিনেত্রীকে দিতে হয়েছে অডিশন? আর তাঁর অডিশন নেন স্বয়ং অস্কার বিজয়ী সুরকার এ আর রাহমান।
মুম্বাইয়ের রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে থাকাকালীন জুম কলে এ আর রহমানের কাছে অডিশন দিতে হয়েছিল পরিণীতি চোপড়াকে। সিনেমাটির জন্য এমন অভিজ্ঞতাই হয়েছিল পরিণীতির, জানালেন অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে পরিণীতি বলেন, ‘আমি তো ধরেই নিয়েছিলাম ছবিটা হাত থেকে ফসকে যেতে চলেছে! জুম কলে অডিশন দিতে হবে, তা-ও আবার এ আর রাহমানের সামনে! সেই সময় মুম্বাইয়ের ট্রাফিকে আটকে গাড়িতে বসে ঘামছিলাম!’
সেদিনের ঘটনার বর্ণনায় পরিণীতি বলেন, ‘দুই বছর আগে আমি গাড়িতে করে করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলাম। এমন সময় ইমতিয়াজ আলি স্যারের কল পাই। তিনি জানতে চান আমি ফ্রি আছি কি না। তখন তিনি আমাকে জুম কলে যুক্ত করেন। সেখানে আগে থেকেই এ আর রহমান স্যার ও দিলজিৎ যুক্ত ছিলেন। তখন আমি সঙ্গে সঙ্গে চালককে গাড়িটি পার্ক করতে বলি।’
পরিণীতি আরও বলেন, ‘আমি ভাবছিলাম হয়তো এখানে শুধু আমাদের নিজেদের মধ্যে পরিচিত হওয়া হবে। কিন্তু এর পরই এ আর রাহমান স্যার জানতে চান, আমি গান গাইতে পারি কি না। তাঁকে তখন জানাই, হ্যাঁ স্যার আমি গাইতে পারি। তখন তিনি আমাকে গাইতে বলেন। আর আমি ভাবি, ছবিটা হাত থেকে এই বুঝি ফসকে গেল।’
পরিণীতি বলেন, ‘এটি একটি মিউজিক্যাল অডিশন ছিল, যদিও ততক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমি ছবিটি করছি। তাই আমি এ আর রাহমান স্যারকে বলেছিলাম যে, আমি সিনেমাটির সব গানই গাইতে চাই। সিনেমাটিতে আমি আর দিলজিৎ অমরজিৎ কৌর ও চমকিলার মৌলিক গানের পাশাপাশি এ আর রাহমান স্যারের গানও গেয়েছি। সে জন্যই আমাকে অডিশন দিতে হয়েছিল।’
প্রসঙ্গত, গতকাল প্রকাশ্যে আসার পর প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটি আগামী ১২ এপ্রিল মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে একাধিক চিত্রনাট্য তৈরি হয়েছে বলিউডে। এবার সেই তালিকার নতুন সংযোজন আটের দশকের জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী অমর সিং চমকিলা। ‘এলভিস প্রিসলি অব পাঞ্জাব’ বলা হতো অমর সিং চমকিলাকে। ২৭ বছর বয়সেই গুলিবিদ্ধ হয়ে প্রয়াত হন গায়ক। শূন্য থেকে শুরু করা চমকিলা কীভাবে পাঞ্জাবি ইন্ডাস্ট্রির একজন স্তম্ভ হয়ে উঠেছিলেন, সেই কাহিনিই আবর্তিত হবে ইমতিয়াজের নতুন সিনেমা ‘অমর সিং চমকিলা’য়।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৬ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৬ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৬ ঘণ্টা আগে