বিনোদন ডেস্ক

দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল বলিউডে। করোনার প্রভাব কমে যাওয়ায় ভারতের মহারাষ্ট্রে আবারও শুটিং শুরু হয়েছে। স্বস্তি ফিরে এসেছে সিনেমা ও টেলিভিশনে। তারকারা, যাদের এতদিন ঘরেই কাটছিল সময়, তারা আবারও সেটে ফিরতে পারায় দারুণ উচ্ছ্বসিত। খুশি আলিয়া ভাটও।
শনিবার ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন আলিয়া। সাদাকালো ছবি। ভ্যানিটি ভ্যানে বসে আছেন। হাতে স্ক্রিপ্ট। শটের আগে মনোযোগ দিয়ে সংলাপে চোখ বুলিয়ে নিচ্ছেন। ছবিগুলো তাঁর নতুন সিনেমা ‘ডার্লিং’–এর। শনিবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং।
‘ডার্লিং’ দিয়ে নতুন যাত্রা শুরু হচ্ছে আলিয়ার। এ ছবিতে তিনি শুধু অভিনেত্রী নন, প্রযোজকও। প্রথমবারের মতো সহ–প্রযোজক হিসেবে কাজ করছেন আলিয়া। এ ছবি তৈরি হচ্ছে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট–এর প্রযোজনায়। শাহরুখ প্রযোজক, আর সহ–প্রযোজক আলিয়া।

অভিনেত্রী বলছেন, ‘ডার্লিং–এর প্রথম দিন। প্রযোজক হিসেবে এটাই আমার প্রথম কাজ। কিন্তু অভিনয়ই আমার কাছে সবকিছুর আগে। যে কোনো নতুন ছবির শুটিংয়ের আগের রাতে খুব নার্ভাস বোধ করতে থাকি। সারা রাত খারাপ খারাপ স্বপ্ন দেখি, সংলাপ গুলিয়ে ফেলছি। অস্থির হয়ে যাচ্ছি। এটা সেটা। সেটে ১৫ মিনিট আগেই পৌঁছে যাই এই ভেবে যে, বোধহয় বড্ড দেরি করে ফেলব।’

আলিয়ার আশা, হয়তো তিনি একদিন এই নার্ভাস বোধ হওয়া থেকে মুক্তি পাবেন। কিন্তু অভিনেত্রী আবার এটাও বলছেন, ‘নার্ভাস বোধ করছি, অস্থির হচ্ছি মানে ছবিটা নিয়ে আমি সত্যিই সিরিয়াস।’

প্রযোজক হিসেবে ‘ডার্লিং’ শুধু আলিয়ারই প্রথম নয়। নির্মাতার জন্যও প্রথম। ‘ডার্লিং’–এর পরিচালক জেসমিত কে রিন। এটা তাঁর প্রথম সিনেমা। ডার্ক কমেডি গল্প। দুজন নারী, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তারা কীভাবে সাহস সঞ্চয় করে, ভালোবাসা জয় করে– সে গল্পই বলবে ‘ডার্লিং’।
এতে আরও অভিনয় করছেন শেফালি শাহ, বিজয় ভার্মা ও রোশান ম্যাথুউ।

দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল বলিউডে। করোনার প্রভাব কমে যাওয়ায় ভারতের মহারাষ্ট্রে আবারও শুটিং শুরু হয়েছে। স্বস্তি ফিরে এসেছে সিনেমা ও টেলিভিশনে। তারকারা, যাদের এতদিন ঘরেই কাটছিল সময়, তারা আবারও সেটে ফিরতে পারায় দারুণ উচ্ছ্বসিত। খুশি আলিয়া ভাটও।
শনিবার ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন আলিয়া। সাদাকালো ছবি। ভ্যানিটি ভ্যানে বসে আছেন। হাতে স্ক্রিপ্ট। শটের আগে মনোযোগ দিয়ে সংলাপে চোখ বুলিয়ে নিচ্ছেন। ছবিগুলো তাঁর নতুন সিনেমা ‘ডার্লিং’–এর। শনিবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং।
‘ডার্লিং’ দিয়ে নতুন যাত্রা শুরু হচ্ছে আলিয়ার। এ ছবিতে তিনি শুধু অভিনেত্রী নন, প্রযোজকও। প্রথমবারের মতো সহ–প্রযোজক হিসেবে কাজ করছেন আলিয়া। এ ছবি তৈরি হচ্ছে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট–এর প্রযোজনায়। শাহরুখ প্রযোজক, আর সহ–প্রযোজক আলিয়া।

অভিনেত্রী বলছেন, ‘ডার্লিং–এর প্রথম দিন। প্রযোজক হিসেবে এটাই আমার প্রথম কাজ। কিন্তু অভিনয়ই আমার কাছে সবকিছুর আগে। যে কোনো নতুন ছবির শুটিংয়ের আগের রাতে খুব নার্ভাস বোধ করতে থাকি। সারা রাত খারাপ খারাপ স্বপ্ন দেখি, সংলাপ গুলিয়ে ফেলছি। অস্থির হয়ে যাচ্ছি। এটা সেটা। সেটে ১৫ মিনিট আগেই পৌঁছে যাই এই ভেবে যে, বোধহয় বড্ড দেরি করে ফেলব।’

আলিয়ার আশা, হয়তো তিনি একদিন এই নার্ভাস বোধ হওয়া থেকে মুক্তি পাবেন। কিন্তু অভিনেত্রী আবার এটাও বলছেন, ‘নার্ভাস বোধ করছি, অস্থির হচ্ছি মানে ছবিটা নিয়ে আমি সত্যিই সিরিয়াস।’

প্রযোজক হিসেবে ‘ডার্লিং’ শুধু আলিয়ারই প্রথম নয়। নির্মাতার জন্যও প্রথম। ‘ডার্লিং’–এর পরিচালক জেসমিত কে রিন। এটা তাঁর প্রথম সিনেমা। ডার্ক কমেডি গল্প। দুজন নারী, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তারা কীভাবে সাহস সঞ্চয় করে, ভালোবাসা জয় করে– সে গল্পই বলবে ‘ডার্লিং’।
এতে আরও অভিনয় করছেন শেফালি শাহ, বিজয় ভার্মা ও রোশান ম্যাথুউ।

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির নিজ বাসভবনে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত।
৬ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
১৮ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৮ ঘণ্টা আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
১৮ ঘণ্টা আগে