
২০১৫ সালে বলিউডে অভিষেক হয় সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠির। বাবা ও বোনের পর এবার বলিউডে অভিষেক হবে সুনীলপুত্র আহান শেঠির। সাজিদ নাদিয়াওয়ালার রোমান্টিক অ্যাকশন ঘরানার ‘তাড়াপ’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। প্রথম ছবিতে আহানের নায়িকা হিসেবে দেখা মিলবে তারা সুতারিয়ার। লুক, ফিটনেস দিয়ে আহান ইতিমধ্যে নতুন প্রজন্মের সম্ভাবনাময় নাম হিসেবে আলোচনায়।
গত মার্চেই ‘তাড়াপ’ ছবির শুটিং শেষ করেছেন আহান। এবার মুক্তি পেল ছবির ট্রেইলার। ‘তাড়াপ’-এর ট্রেইলার যতটা প্রশংসিত হচ্ছে, তার চেয়ে বেশি অভিবাদন পাচ্ছেন আহান। ট্রেইলারেই মন জয় করে নিয়েছেন আহান। তারকাদের পাশাপাশি সমালোচকদের রিভিউ—সব জায়গায় প্রশংসায় ভাসছেন। গভীর চাহনি, চমৎকার অভিব্যক্তি, ফাইটিং—সবকিছুই দুর্দান্ত ছিল আহানের। ট্রেইলারে যতবার আহান এসেছেন, ততবার মুগ্ধ করেছেন।
‘তাড়াপ’-এ ঈশান ও রামিশা নামে এক জুটির গল্প বলা হয়েছে। ট্রেলারে দেখা যায়, রামিশার সঙ্গে পরিচয়ের পর থেকে ঈশান বদলে যেতে শুরু করে। রামিশা যখন তার জীবন থেকে চলে যায়, ঈশান ফের নিজের পুরোনো জীবনে ফিরে যেতে শুরু করে।
ট্রেলারে যেভাবে আহান ও তারার রসায়ন তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে গল্পের বুনন যেদিকে এগিয়েছে, তাতে দর্শকের আগ্রহ ধরে রাখা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। তবে রামিশা ও ঈশানের কি শেষ পর্যন্ত মিল হবে? গল্প কোন দিকে মোড় নেবে? এসব তথ্য জানতে হলে অপেক্ষা করতে হবে ‘তাড়াপ’ মুক্তি পাওয়ার দিন পর্যন্ত। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।
প্রথম ছবি মুক্তির আগেই সুনীলপুত্রে মুগ্ধ বলিউডের অন্যতম প্রযোজক ভূষণ কুমার। গুঞ্জন রয়েছে, টি সিরিজের বিখ্যাত ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে আহানের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আহানের প্রথম ছবির কিছু অংশ দেখার পর তাঁর সঙ্গে কাজের কথা পাকা করে ফেলেন ভূষণ।
যদিও এই ছবির গুঞ্জনের রেশ কাটতে না-কাটতে নতুন গুঞ্জন, অক্ষয় কুমারের সঙ্গে সাজিদ নাদিওয়ালার পরবর্তী অ্যাকশন কমেডিতেও দেখা যাবে আহানকে। বাবার বন্ধু হওয়ায় অক্ষয় কুমারের সঙ্গে এমনিতেই পারিবারিকভাবে ভালো সম্পর্ক রয়েছে। যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে সেলুলয়েডে অক্ষয়-আহানের উপস্থিতি ছবির আকর্ষণ আরও বাড়িয়ে দেবে, তা বলার অপেক্ষা রাখে না।

২০১৫ সালে বলিউডে অভিষেক হয় সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠির। বাবা ও বোনের পর এবার বলিউডে অভিষেক হবে সুনীলপুত্র আহান শেঠির। সাজিদ নাদিয়াওয়ালার রোমান্টিক অ্যাকশন ঘরানার ‘তাড়াপ’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। প্রথম ছবিতে আহানের নায়িকা হিসেবে দেখা মিলবে তারা সুতারিয়ার। লুক, ফিটনেস দিয়ে আহান ইতিমধ্যে নতুন প্রজন্মের সম্ভাবনাময় নাম হিসেবে আলোচনায়।
গত মার্চেই ‘তাড়াপ’ ছবির শুটিং শেষ করেছেন আহান। এবার মুক্তি পেল ছবির ট্রেইলার। ‘তাড়াপ’-এর ট্রেইলার যতটা প্রশংসিত হচ্ছে, তার চেয়ে বেশি অভিবাদন পাচ্ছেন আহান। ট্রেইলারেই মন জয় করে নিয়েছেন আহান। তারকাদের পাশাপাশি সমালোচকদের রিভিউ—সব জায়গায় প্রশংসায় ভাসছেন। গভীর চাহনি, চমৎকার অভিব্যক্তি, ফাইটিং—সবকিছুই দুর্দান্ত ছিল আহানের। ট্রেইলারে যতবার আহান এসেছেন, ততবার মুগ্ধ করেছেন।
‘তাড়াপ’-এ ঈশান ও রামিশা নামে এক জুটির গল্প বলা হয়েছে। ট্রেলারে দেখা যায়, রামিশার সঙ্গে পরিচয়ের পর থেকে ঈশান বদলে যেতে শুরু করে। রামিশা যখন তার জীবন থেকে চলে যায়, ঈশান ফের নিজের পুরোনো জীবনে ফিরে যেতে শুরু করে।
ট্রেলারে যেভাবে আহান ও তারার রসায়ন তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে গল্পের বুনন যেদিকে এগিয়েছে, তাতে দর্শকের আগ্রহ ধরে রাখা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। তবে রামিশা ও ঈশানের কি শেষ পর্যন্ত মিল হবে? গল্প কোন দিকে মোড় নেবে? এসব তথ্য জানতে হলে অপেক্ষা করতে হবে ‘তাড়াপ’ মুক্তি পাওয়ার দিন পর্যন্ত। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।
প্রথম ছবি মুক্তির আগেই সুনীলপুত্রে মুগ্ধ বলিউডের অন্যতম প্রযোজক ভূষণ কুমার। গুঞ্জন রয়েছে, টি সিরিজের বিখ্যাত ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে আহানের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আহানের প্রথম ছবির কিছু অংশ দেখার পর তাঁর সঙ্গে কাজের কথা পাকা করে ফেলেন ভূষণ।
যদিও এই ছবির গুঞ্জনের রেশ কাটতে না-কাটতে নতুন গুঞ্জন, অক্ষয় কুমারের সঙ্গে সাজিদ নাদিওয়ালার পরবর্তী অ্যাকশন কমেডিতেও দেখা যাবে আহানকে। বাবার বন্ধু হওয়ায় অক্ষয় কুমারের সঙ্গে এমনিতেই পারিবারিকভাবে ভালো সম্পর্ক রয়েছে। যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে সেলুলয়েডে অক্ষয়-আহানের উপস্থিতি ছবির আকর্ষণ আরও বাড়িয়ে দেবে, তা বলার অপেক্ষা রাখে না।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
২১ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
২১ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
২১ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে