Ajker Patrika

শাহরুখের যে ছবি সাড়া ফেলেছে নেট দুনিয়ায়

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৫: ২৩
শাহরুখের যে ছবি সাড়া ফেলেছে নেট দুনিয়ায়

বলিউড বাদশাহ শাহরুখ খানের সাদা-কালো একটি ছবি হঠাৎ ভাইরাল নেট দুনিয়ায়। ছবিটি প্রথমে শেয়ার করা হয়েছিল শাহরুখের ম্যানেজার পূজা দাদলানির অ্যাকাউন্ট থেকে। সম্প্রতি ছবিটি তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ছবি দেখে যেন নতুন করে শাহরুখের প্রেমে পড়ছেন ভক্তরা। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, শাহরুখের ছবিটিতে মন্তব্য করছেন বলিউড তারকা থেকে শুরু করে সাধারণ ভক্ত সবাই। ছবিতে দেখা যাচ্ছে ক্যামেরার দিকে বেশ একটা দুষ্টুমিষ্টি হাসি নিয়ে তাকিয়ে আছেন শাহরুখ। ছবি শেয়ার করে শাহরুখের ম্যানেজার পূজা ক্যাপশনে লিখেছেন, ‘নতুন নতুন ট্রেন্ডের মধ্যে একটি ক্ল্যাসিক, যা কখনো পুরোনো হয় না’। 

পূজা ছবিটা আপলোড করার পর যেন হামলে পড়েছেন ভক্ত-অনুরাগীরা। অনেকের মনে প্রশ্ন, এটা কি তবে শাহরুখের নতুন ছবির লুক! একজন লিখেছেন, ‘এত ভালো উপহারের জন্য ধন্যবাদ’। কেউ দিয়েছেন ভালোবাসার ইমোটিকন, কেউ আবার আগুনের। অভিনেত্রী রিচা চাড্ডাও শাহরুখের খুব বড় ভক্ত। ছবিতে মন্তব্য করতে তাই তিনিও দেরি করেননি। লিখেছেন, ‘হায়ে’। 

চলতি বছর শাহরুখ একাধিক নতুন ছবির সুখবর দিয়েছেন ভক্তদের২০১৮ সালে ‘জিরো’ সিনেমার পর দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত শাহরুখ খান। বিরতি কাটিয়ে বাদশাহি স্টাইলেই প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি। চলতি বছর একাধিক নতুন ছবির সুখবর দিয়েছেন ভক্তদের। ২০২৩ সালে তিন ঘরানার তিন পরিচালকের তিনটি ছবিতে দেখা যাবে শাহরুখকে। ছবি তিনটি হলো—যশরাজ ফিল্মসের ব্যানারে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’, রাজকুমার হিরানীর ‘ডাংকি’ ও দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের ‘জওয়ান’। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত