
গত সপ্তাহে নিজের নতুন লুকে সমালোচিত হয়েছিলেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন। যুক্তরাজ্যের জনপ্রিয় পারফেক্ট ম্যাগাজিনের পার্টিতে নতুন লুকে অংশ নিয়েছিলেন এমি। তবে এই লুকের জন্য এমি প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হচ্ছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন সার্জারি করেই এই হাল এমির, আবার অনেকের মতে ডায়েট করে এই হাল হয়েছে ব্রিটিশ মডেল-অভিনেত্রীর।
নতুন লুকে অনেকে এমিকে তুলনা করছেন জনপ্রিয় আইরিশ অভিনেতা কিলিয়ান মারফির সঙ্গে আবার অনেকে মনে করছে অ্যাঞ্জেলিনা জোলির লুক নিতে গিয়ে এই হাল এমির। নেটিজেনদের কাছে এ যেন লেডি কিলিয়ান মারফি। এই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়াকে এমি বলেন, ‘আমি একজন অভিনেত্রী, আমার কাজ আমি বুঝেই করি। গত এক মাস ধরে আমি আমার নতুন একটি প্রোজেক্টের শুটিং করছি যুক্তরাজ্যে। যেই চরিত্রটিতে অভিনয় করছি, সেটার জন্য আমাকে ওজন কমাতে হয়েছে এবং সেই চরিত্রের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ।’
তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়টি দুঃখজনক। আমার সঙ্গে কাজ করা পুরুষ সহকর্মীরা সিনেমার জন্য নিজেদের লুক পুরোপুরি বদলে ফেলে প্রশংসিত হয়েছেন। যখন কোনো নারী কাজটি করেন, তখন তাকে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা হয়। তারা মনে করেন আপনাকে নিয়ে ট্রোল করার অধিকার তাদের আছে।’
কিলিয়ান মারফির সঙ্গে তুলনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি এই আনন্দে আকাশে উঠে গেছি। তিনি নিখুঁত।’
২০১২ সালে ‘এক থা দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন এমি। এরপর ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’-তে দেখা যায় তাঁকে। এরপর রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ ছবিতে দেখা গেছে তাঁকে।

গত সপ্তাহে নিজের নতুন লুকে সমালোচিত হয়েছিলেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন। যুক্তরাজ্যের জনপ্রিয় পারফেক্ট ম্যাগাজিনের পার্টিতে নতুন লুকে অংশ নিয়েছিলেন এমি। তবে এই লুকের জন্য এমি প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হচ্ছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন সার্জারি করেই এই হাল এমির, আবার অনেকের মতে ডায়েট করে এই হাল হয়েছে ব্রিটিশ মডেল-অভিনেত্রীর।
নতুন লুকে অনেকে এমিকে তুলনা করছেন জনপ্রিয় আইরিশ অভিনেতা কিলিয়ান মারফির সঙ্গে আবার অনেকে মনে করছে অ্যাঞ্জেলিনা জোলির লুক নিতে গিয়ে এই হাল এমির। নেটিজেনদের কাছে এ যেন লেডি কিলিয়ান মারফি। এই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়াকে এমি বলেন, ‘আমি একজন অভিনেত্রী, আমার কাজ আমি বুঝেই করি। গত এক মাস ধরে আমি আমার নতুন একটি প্রোজেক্টের শুটিং করছি যুক্তরাজ্যে। যেই চরিত্রটিতে অভিনয় করছি, সেটার জন্য আমাকে ওজন কমাতে হয়েছে এবং সেই চরিত্রের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ।’
তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়টি দুঃখজনক। আমার সঙ্গে কাজ করা পুরুষ সহকর্মীরা সিনেমার জন্য নিজেদের লুক পুরোপুরি বদলে ফেলে প্রশংসিত হয়েছেন। যখন কোনো নারী কাজটি করেন, তখন তাকে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা হয়। তারা মনে করেন আপনাকে নিয়ে ট্রোল করার অধিকার তাদের আছে।’
কিলিয়ান মারফির সঙ্গে তুলনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি এই আনন্দে আকাশে উঠে গেছি। তিনি নিখুঁত।’
২০১২ সালে ‘এক থা দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন এমি। এরপর ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’-তে দেখা যায় তাঁকে। এরপর রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ ছবিতে দেখা গেছে তাঁকে।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১ দিন আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১ দিন আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১ দিন আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে