
ঢাকা: ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’–এর ইতিহাসে সেরা গুপ্তচর হিসেবে মনে করা হয় রবীন্দ্র কৌশিককে। সাধারণ থিয়েটারকর্মী থেকে গুপ্তচর হয়ে পাকিস্তানে প্রবেশ। তারপর পাকিস্তানের ‘ল’ কলেজে পড়াশোনা। সে দেশের সেনাবাহিনীর ক্লার্ক থেকে চাকরি শুরু করে মেজর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ‘র’–এর নিজেদের ভুলে ধরা পড়ে যান রবীন্দ্র কৌশিক। শেষ পর্যন্ত ২০০১ সালে কারাগারেই বিভিন্ন রোগে ভুগে মারা যান তিনি। রবীন্দ্র ছিলেন ‘র’–এর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিক্রেট এজেন্ট, যিনি তাঁর সারা জীবন উৎসর্গ করেছিলেন নিজের দেশ ভারতের জন্য।
ভারতীয় সরকারের নীতি অনুযায়ী, কোনো গুপ্তচর কোথাও ধরা পড়লে তাকে স্বীকৃতি না দেওয়ার নিয়ম আছে। পাকিস্তানে ধরা পড়ে মৃত্যুর পূর্বে তিনি গোপনে ভারতে তাঁর পরিবারকে চিঠি দেন। জানান তাঁর প্রকৃত অবস্থা। সেখানে তাঁর সঙ্গে যে নির্দয় আচরণ করা হয়েছে, তার বিবরণ ছিল সেই চিঠিতে।
লিখেছিলেন, ‘ক্যায়া ভারত য্যায়ছে বাড়ে দেশকে লিয়ে কোরবানি দেনেওয়ালো কা এহি মিলতা হ্যায়’ অর্থাৎ ভারতের মত বড় দেশের জন্য নিজের জীবন উৎসর্গকারীর কি এই পুরস্কার?
এভাবেই সমাপ্ত হয় শ্রেষ্ঠ একজন গুপ্তচরের জীবন। তাঁর মৃত্যুর পর ভারতীয় মিডিয়া সরকারকে তুলোধুনো করে ছাড়ে।
সেই রবীন্দ্র কৌশিক, যাঁকে ‘ব্ল্যাক টাইগার’ হিসেবে ডাকা হয়, তাঁর বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। সালমানের ৩২ বছরের ক্যারিয়ারে এই প্রথম কোনো বায়োপিকে অভিনয় করছেন। সিনেমাটি বানাবেন রাজকুমার গুপ্তা। তিনি জানিয়েছেন, এটি হবে থ্রিলারধর্মী সিনেমা। স্ক্রিপ্টের কাজ প্রায় শেষ। সালমান খানেরও সম্মতি পাওয়া গেছে।
এর আগে পরিচালক রাজকুমার গুপ্তা ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘রেইড’, ‘ঘনচক্কর’–এর মতো সিনেমা বানিয়েছেন। গত পাঁচ বছর ধরে এই ‘র’–এর এজেন্টকে নিয়ে গবেষণা করছেন বলে জানিয়েছেন নির্মাতা।

ঢাকা: ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’–এর ইতিহাসে সেরা গুপ্তচর হিসেবে মনে করা হয় রবীন্দ্র কৌশিককে। সাধারণ থিয়েটারকর্মী থেকে গুপ্তচর হয়ে পাকিস্তানে প্রবেশ। তারপর পাকিস্তানের ‘ল’ কলেজে পড়াশোনা। সে দেশের সেনাবাহিনীর ক্লার্ক থেকে চাকরি শুরু করে মেজর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ‘র’–এর নিজেদের ভুলে ধরা পড়ে যান রবীন্দ্র কৌশিক। শেষ পর্যন্ত ২০০১ সালে কারাগারেই বিভিন্ন রোগে ভুগে মারা যান তিনি। রবীন্দ্র ছিলেন ‘র’–এর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিক্রেট এজেন্ট, যিনি তাঁর সারা জীবন উৎসর্গ করেছিলেন নিজের দেশ ভারতের জন্য।
ভারতীয় সরকারের নীতি অনুযায়ী, কোনো গুপ্তচর কোথাও ধরা পড়লে তাকে স্বীকৃতি না দেওয়ার নিয়ম আছে। পাকিস্তানে ধরা পড়ে মৃত্যুর পূর্বে তিনি গোপনে ভারতে তাঁর পরিবারকে চিঠি দেন। জানান তাঁর প্রকৃত অবস্থা। সেখানে তাঁর সঙ্গে যে নির্দয় আচরণ করা হয়েছে, তার বিবরণ ছিল সেই চিঠিতে।
লিখেছিলেন, ‘ক্যায়া ভারত য্যায়ছে বাড়ে দেশকে লিয়ে কোরবানি দেনেওয়ালো কা এহি মিলতা হ্যায়’ অর্থাৎ ভারতের মত বড় দেশের জন্য নিজের জীবন উৎসর্গকারীর কি এই পুরস্কার?
এভাবেই সমাপ্ত হয় শ্রেষ্ঠ একজন গুপ্তচরের জীবন। তাঁর মৃত্যুর পর ভারতীয় মিডিয়া সরকারকে তুলোধুনো করে ছাড়ে।
সেই রবীন্দ্র কৌশিক, যাঁকে ‘ব্ল্যাক টাইগার’ হিসেবে ডাকা হয়, তাঁর বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। সালমানের ৩২ বছরের ক্যারিয়ারে এই প্রথম কোনো বায়োপিকে অভিনয় করছেন। সিনেমাটি বানাবেন রাজকুমার গুপ্তা। তিনি জানিয়েছেন, এটি হবে থ্রিলারধর্মী সিনেমা। স্ক্রিপ্টের কাজ প্রায় শেষ। সালমান খানেরও সম্মতি পাওয়া গেছে।
এর আগে পরিচালক রাজকুমার গুপ্তা ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘রেইড’, ‘ঘনচক্কর’–এর মতো সিনেমা বানিয়েছেন। গত পাঁচ বছর ধরে এই ‘র’–এর এজেন্টকে নিয়ে গবেষণা করছেন বলে জানিয়েছেন নির্মাতা।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
২০ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
২০ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
২০ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে