বলিউড তারকা সালমান খানকে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে ২ কোটি রুপির মুক্তিপণ। এই মুক্তিপণ না দেওয়া হলে তাঁকে মেরে ফেলা হবে। এমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশের একটি সূত্র। তবে কে বা কারা এই হুমকি দিয়েছে, তা এখনো জানতে পারেনি পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সালমান খানের কাছে ২ কোটি রুপি মুক্তিপণ চেয়ে মুম্বাই ট্রাফিক পুলিশ কন্ট্রোলরুমে একটি বার্তা পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই বার্তা পাঠিয়েছে তাদের পরিচয় উদ্ধার করা যায়নি। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলমান।
এদিকে, গত সোমবার সালমান খানকে আবারও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ২০ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। সালমান খানের পাশাপাশি একই ধরনের হুমকি দেওয়া হয় মহারাষ্ট্রের বিধায়ক ও কিছুদিন আগে গুপ্তহত্যার শিকার বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকেও। গ্রেপ্তার ওই তরুণের নাম গোফরান খান। তাঁকে উত্তর প্রদেশের নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে হেফাজতে নেয় মুম্বাই পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গোফরান খানকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়াও চলছে।
পুলিশ সূত্র জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের বান্দ্রায় জিশান সিদ্দিকির অফিসে একটি বার্তা পাঠানো হয়। সেখানে সালমান খান ও মহারাষ্ট্রের বিধায়ক জিশানকে হত্যার হুমকি দেওয়া হয় এবং মুক্তিপণ দাবি করা হয়। জিশান সিদ্দিকির অফিসের এক কর্মচারী এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন এবং একটি এফআইআর দায়ের করা হয়। পুলিশ পরে হুমকির মূল হোতা হিসেবে মোহাম্মদ তৈয়ব নামে একজনকে শনাক্ত এবং তাঁকে গ্রেপ্তার করে।
এর আগে, মুম্বাই পুলিশ জামশেদপুরের ২৪ বছর বয়সী সবজি বিক্রেতা শেখ হুসেন শেখ মহসিনকে গ্রেপ্তার করে সালমান খানকে হুমকি দেওয়ার অভিযোগে। মহসিন মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে হুমকির বার্তা পাঠিয়েছি ৫ কোটি রুপি মুক্তিপণ দাবি করেন।
সালমান খান এর আগে লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। বিষ্ণোই গ্যাংয়ের সন্দেহভাজন সদস্যরা গত এপ্রিলে দাবাং খানের বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালিয়েছিল। একের পর এক হুমকির পর তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, চলতি মাসের শুরুর দিকে সালমান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক বিধায়ক এবং ন্যাশনাল কংগ্রেস পার্টি (অজিত পাওয়ার) শিবিরের নেতা বাবা সিদ্দিকি মুম্বাইয়ে তাঁর ছেলে জিশানের অফিসের কাছে গুলিবিদ্ধ হন। তাঁর হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ পরে জিশান ও সালমান খানকে নতুন করে এই হুমকি দেওয়া হলো।
বলিউড তারকা সালমান খানকে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে ২ কোটি রুপির মুক্তিপণ। এই মুক্তিপণ না দেওয়া হলে তাঁকে মেরে ফেলা হবে। এমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশের একটি সূত্র। তবে কে বা কারা এই হুমকি দিয়েছে, তা এখনো জানতে পারেনি পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সালমান খানের কাছে ২ কোটি রুপি মুক্তিপণ চেয়ে মুম্বাই ট্রাফিক পুলিশ কন্ট্রোলরুমে একটি বার্তা পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই বার্তা পাঠিয়েছে তাদের পরিচয় উদ্ধার করা যায়নি। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলমান।
এদিকে, গত সোমবার সালমান খানকে আবারও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ২০ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। সালমান খানের পাশাপাশি একই ধরনের হুমকি দেওয়া হয় মহারাষ্ট্রের বিধায়ক ও কিছুদিন আগে গুপ্তহত্যার শিকার বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকেও। গ্রেপ্তার ওই তরুণের নাম গোফরান খান। তাঁকে উত্তর প্রদেশের নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে হেফাজতে নেয় মুম্বাই পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গোফরান খানকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়াও চলছে।
পুলিশ সূত্র জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের বান্দ্রায় জিশান সিদ্দিকির অফিসে একটি বার্তা পাঠানো হয়। সেখানে সালমান খান ও মহারাষ্ট্রের বিধায়ক জিশানকে হত্যার হুমকি দেওয়া হয় এবং মুক্তিপণ দাবি করা হয়। জিশান সিদ্দিকির অফিসের এক কর্মচারী এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন এবং একটি এফআইআর দায়ের করা হয়। পুলিশ পরে হুমকির মূল হোতা হিসেবে মোহাম্মদ তৈয়ব নামে একজনকে শনাক্ত এবং তাঁকে গ্রেপ্তার করে।
এর আগে, মুম্বাই পুলিশ জামশেদপুরের ২৪ বছর বয়সী সবজি বিক্রেতা শেখ হুসেন শেখ মহসিনকে গ্রেপ্তার করে সালমান খানকে হুমকি দেওয়ার অভিযোগে। মহসিন মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে হুমকির বার্তা পাঠিয়েছি ৫ কোটি রুপি মুক্তিপণ দাবি করেন।
সালমান খান এর আগে লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। বিষ্ণোই গ্যাংয়ের সন্দেহভাজন সদস্যরা গত এপ্রিলে দাবাং খানের বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালিয়েছিল। একের পর এক হুমকির পর তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, চলতি মাসের শুরুর দিকে সালমান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক বিধায়ক এবং ন্যাশনাল কংগ্রেস পার্টি (অজিত পাওয়ার) শিবিরের নেতা বাবা সিদ্দিকি মুম্বাইয়ে তাঁর ছেলে জিশানের অফিসের কাছে গুলিবিদ্ধ হন। তাঁর হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ পরে জিশান ও সালমান খানকে নতুন করে এই হুমকি দেওয়া হলো।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে শুরু থেকেই সরব হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের সঙ্গে ঘটে চলা অমানবিক ঘটনার বিরুদ্ধে...
১ ঘণ্টা আগেনতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা...
১ ঘণ্টা আগেদোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
১২ ঘণ্টা আগেবরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
১৪ ঘণ্টা আগে