বিনোদন ডেস্ক

সালমান খানের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে ঈদে। ‘সিকান্দার’ নামের এ সিনেমার প্রচারে এগিয়ে এলেন আমির খান। সিকান্দারের একটি প্রমোশনাল ভিডিওতে পাশাপাশি দেখা গেল দুই বন্ধুকে। সঙ্গে রয়েছেন এ সিনেমার পরিচালক এ আর মুরুগাদোস। এর আগে আমিরকে নিয়ে ‘গজনি’ বানিয়েছিলেন এ পরিচালক। ইনস্টাগ্রামে প্রমোশনাল ভিডিওর টিজার আপলোড করে সালমান তাই হ্যাশট্যাগ দিয়েছেন ‘সিকান্দার মিটস গজনি’। পুরো ভিডিও আসবে শিগগির।
এ প্রমোশনাল ভিডিও দিয়ে ভক্তদের স্মৃতি উসকে দিয়েছেন আমির-সালমান। নব্বইয়ের দশকে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এটাই একত্রে তাঁদের একমাত্র সিনেমা। তাতে অমর ও প্রেম নামের দুই চরিত্রে ছিলেন আমির-সালমান। এ ভিডিওর মাধ্যমে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন তাঁরা। এটা যেন তাঁদের সেই আইকনিক জুটির প্রতি এক টুকরো শ্রদ্ধাঞ্জলি।
বলিউডে বেশির ভাগ সিনেমা মুক্তির আগে জোর দেওয়া হয় প্রচারে। বিচিত্র উপায়ে প্রচারণা চালানো হয়। এ কাজে সাধারণত সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট অভিনয়শিল্পী ও কুশলীরা যুক্ত থাকেন। এমনও হয়, এক তারকার সিনেমার প্রচারে এগিয়ে আসেন আরেক তারকা। তবে সিকান্দারকে সামনে রেখে আমির-সালমানের এই ক্রসওভার দর্শকদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল।
রোজার ঈদ উপলক্ষে সিকান্দার মুক্তি পাবে ৩০ মার্চ। এতে প্রথমবারের মতো সালমানের নায়িকা হয়েছেন রাশমিকা মান্দানা। সিকান্দারে সালমানকে দেখা যাচ্ছে বিপদগ্রস্ত মানুষের উদ্ধারকর্তা হিসেবে। গরিবের রবিনহুড তিনি। এতে নানা পরিচয় সিকান্দারের। কেউ তাকে বলে ‘রাজা সাহেব’, কেউ ‘সঞ্জয় সাহেব’, কেউবা ডাকে ‘সিকান্দার সাহেব’। একটি ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মুম্বাইয়ে পৌঁছায় সিকান্দার, সেখানে এক সাবেক মন্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়।
এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিকান্দার সিনেমার ট্রেলার ও গান। নজর কেড়েছে রাশমিকার সঙ্গে সালমানের দুর্দান্ত রসায়ন। সালমান, রাশমিকা ছাড়া এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা।

সালমান খানের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে ঈদে। ‘সিকান্দার’ নামের এ সিনেমার প্রচারে এগিয়ে এলেন আমির খান। সিকান্দারের একটি প্রমোশনাল ভিডিওতে পাশাপাশি দেখা গেল দুই বন্ধুকে। সঙ্গে রয়েছেন এ সিনেমার পরিচালক এ আর মুরুগাদোস। এর আগে আমিরকে নিয়ে ‘গজনি’ বানিয়েছিলেন এ পরিচালক। ইনস্টাগ্রামে প্রমোশনাল ভিডিওর টিজার আপলোড করে সালমান তাই হ্যাশট্যাগ দিয়েছেন ‘সিকান্দার মিটস গজনি’। পুরো ভিডিও আসবে শিগগির।
এ প্রমোশনাল ভিডিও দিয়ে ভক্তদের স্মৃতি উসকে দিয়েছেন আমির-সালমান। নব্বইয়ের দশকে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এটাই একত্রে তাঁদের একমাত্র সিনেমা। তাতে অমর ও প্রেম নামের দুই চরিত্রে ছিলেন আমির-সালমান। এ ভিডিওর মাধ্যমে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন তাঁরা। এটা যেন তাঁদের সেই আইকনিক জুটির প্রতি এক টুকরো শ্রদ্ধাঞ্জলি।
বলিউডে বেশির ভাগ সিনেমা মুক্তির আগে জোর দেওয়া হয় প্রচারে। বিচিত্র উপায়ে প্রচারণা চালানো হয়। এ কাজে সাধারণত সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট অভিনয়শিল্পী ও কুশলীরা যুক্ত থাকেন। এমনও হয়, এক তারকার সিনেমার প্রচারে এগিয়ে আসেন আরেক তারকা। তবে সিকান্দারকে সামনে রেখে আমির-সালমানের এই ক্রসওভার দর্শকদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল।
রোজার ঈদ উপলক্ষে সিকান্দার মুক্তি পাবে ৩০ মার্চ। এতে প্রথমবারের মতো সালমানের নায়িকা হয়েছেন রাশমিকা মান্দানা। সিকান্দারে সালমানকে দেখা যাচ্ছে বিপদগ্রস্ত মানুষের উদ্ধারকর্তা হিসেবে। গরিবের রবিনহুড তিনি। এতে নানা পরিচয় সিকান্দারের। কেউ তাকে বলে ‘রাজা সাহেব’, কেউ ‘সঞ্জয় সাহেব’, কেউবা ডাকে ‘সিকান্দার সাহেব’। একটি ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মুম্বাইয়ে পৌঁছায় সিকান্দার, সেখানে এক সাবেক মন্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়।
এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিকান্দার সিনেমার ট্রেলার ও গান। নজর কেড়েছে রাশমিকার সঙ্গে সালমানের দুর্দান্ত রসায়ন। সালমান, রাশমিকা ছাড়া এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১৫ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৫ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১৫ ঘণ্টা আগে