বিনোদন ডেস্ক
সালমান খানের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে ঈদে। ‘সিকান্দার’ নামের এ সিনেমার প্রচারে এগিয়ে এলেন আমির খান। সিকান্দারের একটি প্রমোশনাল ভিডিওতে পাশাপাশি দেখা গেল দুই বন্ধুকে। সঙ্গে রয়েছেন এ সিনেমার পরিচালক এ আর মুরুগাদোস। এর আগে আমিরকে নিয়ে ‘গজনি’ বানিয়েছিলেন এ পরিচালক। ইনস্টাগ্রামে প্রমোশনাল ভিডিওর টিজার আপলোড করে সালমান তাই হ্যাশট্যাগ দিয়েছেন ‘সিকান্দার মিটস গজনি’। পুরো ভিডিও আসবে শিগগির।
এ প্রমোশনাল ভিডিও দিয়ে ভক্তদের স্মৃতি উসকে দিয়েছেন আমির-সালমান। নব্বইয়ের দশকে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এটাই একত্রে তাঁদের একমাত্র সিনেমা। তাতে অমর ও প্রেম নামের দুই চরিত্রে ছিলেন আমির-সালমান। এ ভিডিওর মাধ্যমে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন তাঁরা। এটা যেন তাঁদের সেই আইকনিক জুটির প্রতি এক টুকরো শ্রদ্ধাঞ্জলি।
বলিউডে বেশির ভাগ সিনেমা মুক্তির আগে জোর দেওয়া হয় প্রচারে। বিচিত্র উপায়ে প্রচারণা চালানো হয়। এ কাজে সাধারণত সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট অভিনয়শিল্পী ও কুশলীরা যুক্ত থাকেন। এমনও হয়, এক তারকার সিনেমার প্রচারে এগিয়ে আসেন আরেক তারকা। তবে সিকান্দারকে সামনে রেখে আমির-সালমানের এই ক্রসওভার দর্শকদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল।
রোজার ঈদ উপলক্ষে সিকান্দার মুক্তি পাবে ৩০ মার্চ। এতে প্রথমবারের মতো সালমানের নায়িকা হয়েছেন রাশমিকা মান্দানা। সিকান্দারে সালমানকে দেখা যাচ্ছে বিপদগ্রস্ত মানুষের উদ্ধারকর্তা হিসেবে। গরিবের রবিনহুড তিনি। এতে নানা পরিচয় সিকান্দারের। কেউ তাকে বলে ‘রাজা সাহেব’, কেউ ‘সঞ্জয় সাহেব’, কেউবা ডাকে ‘সিকান্দার সাহেব’। একটি ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মুম্বাইয়ে পৌঁছায় সিকান্দার, সেখানে এক সাবেক মন্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়।
এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিকান্দার সিনেমার ট্রেলার ও গান। নজর কেড়েছে রাশমিকার সঙ্গে সালমানের দুর্দান্ত রসায়ন। সালমান, রাশমিকা ছাড়া এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা।
সালমান খানের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে ঈদে। ‘সিকান্দার’ নামের এ সিনেমার প্রচারে এগিয়ে এলেন আমির খান। সিকান্দারের একটি প্রমোশনাল ভিডিওতে পাশাপাশি দেখা গেল দুই বন্ধুকে। সঙ্গে রয়েছেন এ সিনেমার পরিচালক এ আর মুরুগাদোস। এর আগে আমিরকে নিয়ে ‘গজনি’ বানিয়েছিলেন এ পরিচালক। ইনস্টাগ্রামে প্রমোশনাল ভিডিওর টিজার আপলোড করে সালমান তাই হ্যাশট্যাগ দিয়েছেন ‘সিকান্দার মিটস গজনি’। পুরো ভিডিও আসবে শিগগির।
এ প্রমোশনাল ভিডিও দিয়ে ভক্তদের স্মৃতি উসকে দিয়েছেন আমির-সালমান। নব্বইয়ের দশকে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এটাই একত্রে তাঁদের একমাত্র সিনেমা। তাতে অমর ও প্রেম নামের দুই চরিত্রে ছিলেন আমির-সালমান। এ ভিডিওর মাধ্যমে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন তাঁরা। এটা যেন তাঁদের সেই আইকনিক জুটির প্রতি এক টুকরো শ্রদ্ধাঞ্জলি।
বলিউডে বেশির ভাগ সিনেমা মুক্তির আগে জোর দেওয়া হয় প্রচারে। বিচিত্র উপায়ে প্রচারণা চালানো হয়। এ কাজে সাধারণত সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট অভিনয়শিল্পী ও কুশলীরা যুক্ত থাকেন। এমনও হয়, এক তারকার সিনেমার প্রচারে এগিয়ে আসেন আরেক তারকা। তবে সিকান্দারকে সামনে রেখে আমির-সালমানের এই ক্রসওভার দর্শকদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল।
রোজার ঈদ উপলক্ষে সিকান্দার মুক্তি পাবে ৩০ মার্চ। এতে প্রথমবারের মতো সালমানের নায়িকা হয়েছেন রাশমিকা মান্দানা। সিকান্দারে সালমানকে দেখা যাচ্ছে বিপদগ্রস্ত মানুষের উদ্ধারকর্তা হিসেবে। গরিবের রবিনহুড তিনি। এতে নানা পরিচয় সিকান্দারের। কেউ তাকে বলে ‘রাজা সাহেব’, কেউ ‘সঞ্জয় সাহেব’, কেউবা ডাকে ‘সিকান্দার সাহেব’। একটি ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মুম্বাইয়ে পৌঁছায় সিকান্দার, সেখানে এক সাবেক মন্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়।
এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিকান্দার সিনেমার ট্রেলার ও গান। নজর কেড়েছে রাশমিকার সঙ্গে সালমানের দুর্দান্ত রসায়ন। সালমান, রাশমিকা ছাড়া এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৪ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২০ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২০ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২০ ঘণ্টা আগে