
চার সপ্তাহ পূর্ণ করে বক্স অফিসে পঞ্চম সপ্তাহে পা দিল ‘শয়তান’। আর দেখতে দেখতেই সিনেমাটি ১৪১ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে। বলিউড বাণিজ্য বিশ্লেষকদের অনুমান, সিনেমাটির লাইফটাইম কালেকশন ১৫০ কোটি পার হবে। সিনেমাটি অজয় দেবগনের ক্যারিয়ারের অন্যতম বড় হিট হবে বলেই মনে করা হচ্ছে।
প্রথম সপ্তাহে সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে ৭৯ কোটি ৭৫ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ ৫৬ শতাংশ কমে হয় ৩৪ কোটি ৫৫ লাখ রুপি। তৃতীয় সপ্তাহে শয়তান মোট ১৯ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে। ফলে এই তিন সপ্তাহে শয়তানের মোট বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়ায় ১৩৪ কোটি ১৫ লাখ রুপি।
চতুর্থ সপ্তাহে আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে যায়। পঞ্চম সপ্তাহের শুরুতে এটি মাত্র ৪৩ লাখ রুপি আয় করেছে। ফলে এখন ২৯ দিন পর শয়তানের বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ১৪১ কোটি ২০ লাখ রুপি।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ এবং অজয় দেবগনের পরের সিনেমা ‘ময়দান’। ফলে তখন ‘শয়তান’ এর আয় যে আরও কমবে সেটা বলার অপেক্ষা রাখে না। সিনেমা দুটো মুক্তির আগে মাত্র কয়েকটি দিন বাকি। এই কদিনে শয়তান বড় জোর ১৪৫ কোটি বা ১৫০ কোটি রুপি আয় করবে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা।
উল্লেখ্য, ‘শয়তান’ সিনেমাটি পরিচালনা করেছেন বিকাশ বহেল। জিও স্টুডিয়োজ, দেবগন ফিল্মস, প্যানোরমা স্টুডিওজ নিবেদন করেছে সিনেমাটি। প্রযোজনার দায়িত্ব সামলেছেন জ্যোতি দেশপান্ডে, অজয় দেবগন, অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক। সিনেমাটি আসলে একটি গুজরাটি ছবির রিমেক। কৃষ্ণদেব ইয়াগ্নিক পরিচালিত সেই ছবিটির নাম ‘ব্যাস’। ‘শয়তান’ সিনেমায় অজয় দেবগন, আর মাধবন ছাড়াও আছেন জ্যোতিকা, জানকী বোডিওয়ালা, প্রমুখ।

চার সপ্তাহ পূর্ণ করে বক্স অফিসে পঞ্চম সপ্তাহে পা দিল ‘শয়তান’। আর দেখতে দেখতেই সিনেমাটি ১৪১ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে। বলিউড বাণিজ্য বিশ্লেষকদের অনুমান, সিনেমাটির লাইফটাইম কালেকশন ১৫০ কোটি পার হবে। সিনেমাটি অজয় দেবগনের ক্যারিয়ারের অন্যতম বড় হিট হবে বলেই মনে করা হচ্ছে।
প্রথম সপ্তাহে সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে ৭৯ কোটি ৭৫ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ ৫৬ শতাংশ কমে হয় ৩৪ কোটি ৫৫ লাখ রুপি। তৃতীয় সপ্তাহে শয়তান মোট ১৯ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে। ফলে এই তিন সপ্তাহে শয়তানের মোট বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়ায় ১৩৪ কোটি ১৫ লাখ রুপি।
চতুর্থ সপ্তাহে আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে যায়। পঞ্চম সপ্তাহের শুরুতে এটি মাত্র ৪৩ লাখ রুপি আয় করেছে। ফলে এখন ২৯ দিন পর শয়তানের বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ১৪১ কোটি ২০ লাখ রুপি।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ এবং অজয় দেবগনের পরের সিনেমা ‘ময়দান’। ফলে তখন ‘শয়তান’ এর আয় যে আরও কমবে সেটা বলার অপেক্ষা রাখে না। সিনেমা দুটো মুক্তির আগে মাত্র কয়েকটি দিন বাকি। এই কদিনে শয়তান বড় জোর ১৪৫ কোটি বা ১৫০ কোটি রুপি আয় করবে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা।
উল্লেখ্য, ‘শয়তান’ সিনেমাটি পরিচালনা করেছেন বিকাশ বহেল। জিও স্টুডিয়োজ, দেবগন ফিল্মস, প্যানোরমা স্টুডিওজ নিবেদন করেছে সিনেমাটি। প্রযোজনার দায়িত্ব সামলেছেন জ্যোতি দেশপান্ডে, অজয় দেবগন, অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক। সিনেমাটি আসলে একটি গুজরাটি ছবির রিমেক। কৃষ্ণদেব ইয়াগ্নিক পরিচালিত সেই ছবিটির নাম ‘ব্যাস’। ‘শয়তান’ সিনেমায় অজয় দেবগন, আর মাধবন ছাড়াও আছেন জ্যোতিকা, জানকী বোডিওয়ালা, প্রমুখ।

মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
৬ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
৬ ঘণ্টা আগে