
ইসরায়েল-হামাসের রক্তক্ষয়ী যুদ্ধে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে বেশির ভাগ ইসরায়েলি, পাল্টা হামলায় শ’ চারেক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। চলমান এই সংঘাতে ইসরায়েলের পক্ষে সরব হয়েছেন হলিউড ও বলিউডের বেশ কয়েকজন তারকা।
‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাদতও ইসরায়েলের প্রতি সমবেদনা জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেছেন তিনি। যার একটিতে তিনি লিখেছেন, ‘ইসরায়েলের পাশে আছি, আপনাদেরও থাকা উচিত। এই ভয়ংকর সন্ত্রাসী-কাণ্ডের সময় বিশ্ব চুপচাপ বসে থাকতে পারে না!’
এ ছাড়া বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ইসরায়েলি নারীদের ছবিগুলো দেখে প্রবল আঘাত কিংবা ভয় না পেয়ে স্ক্রল করা অসম্ভব। এমনকি তাদের মৃতদেহ পর্যন্ত জঙ্গিদের দ্বারা ধর্ষণ ও শ্লীলতাহানির শিকার হচ্ছে। এটা আমার মনকে ভেঙে চুরমার করে দিচ্ছে। ইসরায়েল এবং সেখানকার নারীদের জন্য মন কাঁদছে।’
মার্কিন অভিনেত্রী জেমি লি কার্টিস ও কমেডিয়ান এমি স্কামবারও ইসরায়েলিদের প্রতি সমর্থন জানিয়েছেন। এক ইসরায়েলি নারীকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার ভিডিও শেয়ার করে এমি স্কামবার বলেছেন, ‘হামাস চাচ্ছে ইসরায়েলকে নির্মূল করে দিতে।’
এবার কঙ্গনা–গল গ্যাদতদের তিরস্কার করে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। অতীত স্মরণ করিয়ে স্বরা বলেন, ‘ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সীমাহীন নৃশংসতা, জোর করে তাদের বাড়িঘর দখল ও জোরপূর্বক উচ্ছেদ করা, ইসরায়েলিদের ধর্মান্ধতা ও সহিংসতা, ফিলিস্তিনি শিশু-কিশোরদের হত্যা করা, গত কয়েক দশক ধরে গাজায় অবরোধ ও ইসরায়েলের বোমাবর্ষণ, বোমা ফেলে গাজার বেসামরিক মানুষ, স্কুল ও হাসপাতাল উড়িয়ে দেওয়ার ঘটনাও যদি আপনাকে না নাড়া দেয়, তাহলে ইসরায়েলের ওপর হামাসের এই আক্রমণে আপনার মর্মাহত হওয়ার বিষয়টা আমার ভণ্ডামি বলেই মনে হচ্ছে।’
উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত শনিবার সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। তারা মাত্র ২০ মিনিটে দেশটির দিকে ৫ হাজার রকেট ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে ইসরায়েলে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। এই পরিস্থিতিতে হামাসের বিরুদ্ধে পাল্টা যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল।

ইসরায়েল-হামাসের রক্তক্ষয়ী যুদ্ধে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে বেশির ভাগ ইসরায়েলি, পাল্টা হামলায় শ’ চারেক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। চলমান এই সংঘাতে ইসরায়েলের পক্ষে সরব হয়েছেন হলিউড ও বলিউডের বেশ কয়েকজন তারকা।
‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাদতও ইসরায়েলের প্রতি সমবেদনা জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেছেন তিনি। যার একটিতে তিনি লিখেছেন, ‘ইসরায়েলের পাশে আছি, আপনাদেরও থাকা উচিত। এই ভয়ংকর সন্ত্রাসী-কাণ্ডের সময় বিশ্ব চুপচাপ বসে থাকতে পারে না!’
এ ছাড়া বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ইসরায়েলি নারীদের ছবিগুলো দেখে প্রবল আঘাত কিংবা ভয় না পেয়ে স্ক্রল করা অসম্ভব। এমনকি তাদের মৃতদেহ পর্যন্ত জঙ্গিদের দ্বারা ধর্ষণ ও শ্লীলতাহানির শিকার হচ্ছে। এটা আমার মনকে ভেঙে চুরমার করে দিচ্ছে। ইসরায়েল এবং সেখানকার নারীদের জন্য মন কাঁদছে।’
মার্কিন অভিনেত্রী জেমি লি কার্টিস ও কমেডিয়ান এমি স্কামবারও ইসরায়েলিদের প্রতি সমর্থন জানিয়েছেন। এক ইসরায়েলি নারীকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার ভিডিও শেয়ার করে এমি স্কামবার বলেছেন, ‘হামাস চাচ্ছে ইসরায়েলকে নির্মূল করে দিতে।’
এবার কঙ্গনা–গল গ্যাদতদের তিরস্কার করে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। অতীত স্মরণ করিয়ে স্বরা বলেন, ‘ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সীমাহীন নৃশংসতা, জোর করে তাদের বাড়িঘর দখল ও জোরপূর্বক উচ্ছেদ করা, ইসরায়েলিদের ধর্মান্ধতা ও সহিংসতা, ফিলিস্তিনি শিশু-কিশোরদের হত্যা করা, গত কয়েক দশক ধরে গাজায় অবরোধ ও ইসরায়েলের বোমাবর্ষণ, বোমা ফেলে গাজার বেসামরিক মানুষ, স্কুল ও হাসপাতাল উড়িয়ে দেওয়ার ঘটনাও যদি আপনাকে না নাড়া দেয়, তাহলে ইসরায়েলের ওপর হামাসের এই আক্রমণে আপনার মর্মাহত হওয়ার বিষয়টা আমার ভণ্ডামি বলেই মনে হচ্ছে।’
উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত শনিবার সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। তারা মাত্র ২০ মিনিটে দেশটির দিকে ৫ হাজার রকেট ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে ইসরায়েলে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। এই পরিস্থিতিতে হামাসের বিরুদ্ধে পাল্টা যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
২১ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
২১ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
২১ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে