
দুই বছর আগে মারা গেছেন কিংবদন্তি অভিনেতা ‘ট্র্যাজেডি কিং’ খ্যাত দিলীপ কুমার। এবার কিংবদন্তি অভিনেতার স্মৃতিবিজড়িত পালি হিলসের বাংলোও অতীত হতে চলেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পঞ্চাশের দশকে মুম্বাইয়ের পালি হিলে নির্মিত বাড়িটি ভেঙে সেখানে তৈরি হবে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, অভিনেতার পরিবারের পক্ষে আসার গ্রুপ নামে এক সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে। ইতিমধ্যেই দিলীপ কুমারের বাংলো ভাঙার কাজ শুরু হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৭ সাল নাগাদ শেষ হবে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরির কাজ।
বাড়িটিতে মোট ১.৭৫ লাখ বর্গফুট জায়গা রয়েছে। সেখানেই তৈরি হবে ১১ তলা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যেটির মোট বাজেট ৯০০ কোটি রুপি।
বহুতল এই আবাসিকের একেবারে গ্রাউন্ড ফ্লোরে দিলীপ কুমারের নামে একটি জাদুঘরও তৈরি হবে বলে জানা গেছে। যেখানে অভিনেতার ব্যবহৃত পোশাক, জিনিসসহ বহু দুর্মূল্য ছবিও থাকবে। জাদুঘরে আগত অতিথিদের জন্য আলাদা প্রবেশদ্বারও থাকছে।
দিলীপ কুমারের এই পালি হিলস বাংলোর জমি নিয়ে একটি আইনি জটিলতা চলছিল বছর পাঁচেক ধরে। এ নিয়ে আদালতে এক সংস্থার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছিলেন দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু। সেসব আইনি জটিলতা কাটিয়ে এবার অন্য এক সংস্থার হাত ধরে বিলাসবহুল আবাসিক তৈরি হচ্ছে সেখানে।
দিলীপ কুমারকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চসংখ্যক পুরস্কার বিজয়ী হওয়ায় তাঁর নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয়।
১৯৯৭ সালে দিলীপ কুমারকে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘নিশান-ই-ইমতিয়াজ’-এ ভূষিত করা হয়। ১৯৯১ সালে পদ্মভূষণ ও ২০১৫ সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে।
বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ২০২১ সালের ৭ জুলাই ৯৮ বছর বয়সে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান এই কিংবদন্তি।

দুই বছর আগে মারা গেছেন কিংবদন্তি অভিনেতা ‘ট্র্যাজেডি কিং’ খ্যাত দিলীপ কুমার। এবার কিংবদন্তি অভিনেতার স্মৃতিবিজড়িত পালি হিলসের বাংলোও অতীত হতে চলেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পঞ্চাশের দশকে মুম্বাইয়ের পালি হিলে নির্মিত বাড়িটি ভেঙে সেখানে তৈরি হবে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, অভিনেতার পরিবারের পক্ষে আসার গ্রুপ নামে এক সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে। ইতিমধ্যেই দিলীপ কুমারের বাংলো ভাঙার কাজ শুরু হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৭ সাল নাগাদ শেষ হবে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরির কাজ।
বাড়িটিতে মোট ১.৭৫ লাখ বর্গফুট জায়গা রয়েছে। সেখানেই তৈরি হবে ১১ তলা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যেটির মোট বাজেট ৯০০ কোটি রুপি।
বহুতল এই আবাসিকের একেবারে গ্রাউন্ড ফ্লোরে দিলীপ কুমারের নামে একটি জাদুঘরও তৈরি হবে বলে জানা গেছে। যেখানে অভিনেতার ব্যবহৃত পোশাক, জিনিসসহ বহু দুর্মূল্য ছবিও থাকবে। জাদুঘরে আগত অতিথিদের জন্য আলাদা প্রবেশদ্বারও থাকছে।
দিলীপ কুমারের এই পালি হিলস বাংলোর জমি নিয়ে একটি আইনি জটিলতা চলছিল বছর পাঁচেক ধরে। এ নিয়ে আদালতে এক সংস্থার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছিলেন দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু। সেসব আইনি জটিলতা কাটিয়ে এবার অন্য এক সংস্থার হাত ধরে বিলাসবহুল আবাসিক তৈরি হচ্ছে সেখানে।
দিলীপ কুমারকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চসংখ্যক পুরস্কার বিজয়ী হওয়ায় তাঁর নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয়।
১৯৯৭ সালে দিলীপ কুমারকে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘নিশান-ই-ইমতিয়াজ’-এ ভূষিত করা হয়। ১৯৯১ সালে পদ্মভূষণ ও ২০১৫ সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে।
বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ২০২১ সালের ৭ জুলাই ৯৮ বছর বয়সে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান এই কিংবদন্তি।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১ দিন আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১ দিন আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১ দিন আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে