
সালমান মানেই যেন অ্যাকশন। গত কয়েক বছরে সালমান খান বেছে নিয়েছেন একের পর এক অ্যাকশনধর্মী ছবি। দর্শক মিস করছিলেন সালমান খানের কমেডি ছবি। তিনি নিজেও হয়তো মিস করছিলেন। আর তাই তো নতুন ছবি নিয়ে ভিন্নভাবে পরিকল্পনা সাজাচ্ছেন সালমান।
সম্প্রতি সালমান খানের দুটি ছবির কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। একটি ‘অ্যাডভেঞ্চার’ ঘরানার। ৩০০ কোটি বাজেটের এই ছবির প্রযোজক হিসেবেও থাকছেন সালমান খান। অন্যটি নির্মাতা আনিস বাজমীর নতুন কমেডি ছবি। আগামী বছরের শুরুতে এই সিনেমার শুটিং শুরু হবে। পুরোদস্তুর কমেডি ধাঁচের হবে ছবিটি।
সালমান এর আগে আনিসের ‘নো এন্ট্রি’ এবং ‘রেডি’ ছবিতে অভিনয় করেছেন। দুটো ছবিই ব্যাপক ব্যবসাসফল হয়। ছবি দুটোতে সালমানের নাম ছিল প্রেম। মজার ব্যাপার হলো, এই ছবিতেও সালমান খানের চরিত্রের নাম থাকবে প্রেম। এই ছবির প্রযোজনায়ও থাকবেন সালমান। ছবিটি নিয়ে সালমান নিজেও বেশ আশাবাদী। কারণ, তাঁর ক্যারিয়ারের অন্যতম সফল ছবিগুলো কমেডি। এর মধ্যে রয়েছে ‘আন্দাজ আপনা আপনা’, ‘বিবি নম্বর ওয়ান’,‘জুড়ওয়া’, ‘মুঝসে শাদি করোগি’, ‘নো এন্ট্রি’, ‘মেইনে পেয়ার কিউ কিয়া’, ‘পার্টনার’ ও ‘রেডি’।
সালমান খান বর্তমানে ‘টাইগার থ্রি’, ‘ভাইজান’ ও রবীন্দ্র কৌশিকের বায়োপিকে অভিনয় করছেন। তামিল ছবি ‘মাস্টার’-এর রিমেকে সালমানের কাজ করার কথা শোনা গিয়েছিল। কিন্তু সালমান জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে রিমেক করতে আগ্রহী নন তিনি। প্রযোজক মুরাদ খাতানির একটা কোরিয়ান ছবির রিমেকেরও কথা ছিল। সেটাও ‘না’ করে দিয়েছেন; বরং মুরাদ খাতানিকে প্রযোজনায় রেখেছেন আনিসের ছবিটির জন্য।
তেলুগু মেগাস্টার চিরঞ্জীবী তাঁর ১৫৩তম ছবির শুটিং শুরু করেছেন। মালয়ালম মেগাস্টার মোহনলাল অভিনীত ‘লুসিফার’ ছবির রিমেক এটি। বলিউড বাবল, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস, লাইভ মিররসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে সালমানকে। এরই মধ্যে নাকি সালমান তাঁর দিনক্ষণ চূড়ান্ত করেছেন। এ-ও গুঞ্জন, শিগগিরই সাড়ম্বরে সালমানের নাম ঘোষণা করবেন চিরঞ্জীবী। যদি এ খবর সত্য হয়, তবে এটিই হবে সালমান-চিরঞ্জীবীর প্রথম কাজ।
সর্বশেষ খবর, এ সপ্তাহেই ‘টাইগার থ্রি’ ছবির শুটিং শুরু করবেন সালমান খান। টানা ৪০ দিন শুটিং করবেন তুরস্ক, রাশিয়াসহ ইউরোপের আরও কয়েকটি দেশে।

সালমান মানেই যেন অ্যাকশন। গত কয়েক বছরে সালমান খান বেছে নিয়েছেন একের পর এক অ্যাকশনধর্মী ছবি। দর্শক মিস করছিলেন সালমান খানের কমেডি ছবি। তিনি নিজেও হয়তো মিস করছিলেন। আর তাই তো নতুন ছবি নিয়ে ভিন্নভাবে পরিকল্পনা সাজাচ্ছেন সালমান।
সম্প্রতি সালমান খানের দুটি ছবির কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। একটি ‘অ্যাডভেঞ্চার’ ঘরানার। ৩০০ কোটি বাজেটের এই ছবির প্রযোজক হিসেবেও থাকছেন সালমান খান। অন্যটি নির্মাতা আনিস বাজমীর নতুন কমেডি ছবি। আগামী বছরের শুরুতে এই সিনেমার শুটিং শুরু হবে। পুরোদস্তুর কমেডি ধাঁচের হবে ছবিটি।
সালমান এর আগে আনিসের ‘নো এন্ট্রি’ এবং ‘রেডি’ ছবিতে অভিনয় করেছেন। দুটো ছবিই ব্যাপক ব্যবসাসফল হয়। ছবি দুটোতে সালমানের নাম ছিল প্রেম। মজার ব্যাপার হলো, এই ছবিতেও সালমান খানের চরিত্রের নাম থাকবে প্রেম। এই ছবির প্রযোজনায়ও থাকবেন সালমান। ছবিটি নিয়ে সালমান নিজেও বেশ আশাবাদী। কারণ, তাঁর ক্যারিয়ারের অন্যতম সফল ছবিগুলো কমেডি। এর মধ্যে রয়েছে ‘আন্দাজ আপনা আপনা’, ‘বিবি নম্বর ওয়ান’,‘জুড়ওয়া’, ‘মুঝসে শাদি করোগি’, ‘নো এন্ট্রি’, ‘মেইনে পেয়ার কিউ কিয়া’, ‘পার্টনার’ ও ‘রেডি’।
সালমান খান বর্তমানে ‘টাইগার থ্রি’, ‘ভাইজান’ ও রবীন্দ্র কৌশিকের বায়োপিকে অভিনয় করছেন। তামিল ছবি ‘মাস্টার’-এর রিমেকে সালমানের কাজ করার কথা শোনা গিয়েছিল। কিন্তু সালমান জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে রিমেক করতে আগ্রহী নন তিনি। প্রযোজক মুরাদ খাতানির একটা কোরিয়ান ছবির রিমেকেরও কথা ছিল। সেটাও ‘না’ করে দিয়েছেন; বরং মুরাদ খাতানিকে প্রযোজনায় রেখেছেন আনিসের ছবিটির জন্য।
তেলুগু মেগাস্টার চিরঞ্জীবী তাঁর ১৫৩তম ছবির শুটিং শুরু করেছেন। মালয়ালম মেগাস্টার মোহনলাল অভিনীত ‘লুসিফার’ ছবির রিমেক এটি। বলিউড বাবল, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস, লাইভ মিররসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে সালমানকে। এরই মধ্যে নাকি সালমান তাঁর দিনক্ষণ চূড়ান্ত করেছেন। এ-ও গুঞ্জন, শিগগিরই সাড়ম্বরে সালমানের নাম ঘোষণা করবেন চিরঞ্জীবী। যদি এ খবর সত্য হয়, তবে এটিই হবে সালমান-চিরঞ্জীবীর প্রথম কাজ।
সর্বশেষ খবর, এ সপ্তাহেই ‘টাইগার থ্রি’ ছবির শুটিং শুরু করবেন সালমান খান। টানা ৪০ দিন শুটিং করবেন তুরস্ক, রাশিয়াসহ ইউরোপের আরও কয়েকটি দেশে।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৬ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৬ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৬ ঘণ্টা আগে