বিনোদন ডেস্ক

২০১৩ সালে মুক্তি পেয়েছিল আনন্দ এল রাই পরিচালিত ‘রানঝানা’। এ সিনেমায় এক নিবেদিতপ্রাণ প্রেমিকের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ধানুশ। তাঁর বিপরীতে ছিলেন সোনম কাপুর। সিনেমার শেষ দৃশ্যে দর্শকদের কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ধানুশ অভিনীত কুন্দন চরিত্রটি।
এক যুগ পর রানঝানা নতুনভাবে মুক্তি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইরোস ইন্টারন্যাশনাল। ১ আগস্ট থেকে তামিলনাড়ুর বেশ কিছু হলে চলছে সিনেমাটি। তবে রি-রিলিজে শেষ দৃশ্যে বদল আনা হয়েছে। এআই প্রযুক্তি ব্যবহার করে শেষ দৃশ্যে কুন্দন চরিত্রকে আবার জীবিত করে তোলা হয়েছে। অনেক দর্শক পছন্দ করেছেন রানঝানার এই নতুন ভার্সন, অনেকে সমালোচনাও করছেন। তবে বিষয়টিকে ভালোভাবে নেননি অভিনেতা ধানুশ।
এক্সে বিবৃতি দিয়ে প্রযোজকের এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন ধানুশ। এআইয়ের মাধ্যমে রানঝানার সমাপ্তি পরিবর্তন করায় তিনি বিরক্ত। ধানুশ লিখেছেন, ‘এআই ব্যবহার করে রানঝানার ক্লাইম্যাক্স পরিবর্তন করায় আমি খুবই বিরক্ত। এই আরোপিত সমাপ্তি সিনেমার গল্পটাই নষ্ট করে দিয়েছে। আমার আপত্তি উপেক্ষা করে প্রযোজক এ কাজটি করেছেন। এটা সেই সিনেমা নয়, যেটা ১২ বছর আগে আমি করেছিলাম।’

চলচ্চিত্রে এআইয়ের ব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ধানুশ। তাঁর মতে, ‘এআই ব্যবহার করে সিনেমা বা যে কোনো কনটেন্ট ইচ্ছামতো বদলে দেওয়ার এই প্রবণতা শিল্প ও শিল্পীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এটা সিনেমার ঐতিহ্য এবং গল্প বলার নির্ভরযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। আমি আশা করছি, ভবিষ্যতে এমন কাজ যাতে না হয়, সে জন্য কঠোর নিয়ম তৈরি হবে।’
এর আগে বিষয়টি নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন রানঝানা সিনেমার পরিচালক আনন্দ এল রাই। তিনি বলেন, ‘এটা অনৈতিক। আমি কিংবা আমার টিম—কারও কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। এটা আমাদের তৈরি সেই রানঝানা নয়। আমাদের কাজকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য়ে পরিবর্তন করা, তারপর সেটাকে নতুন উদ্ভাবন হিসাবে সামনে আনা অত্যন্ত অসম্মানজনক। এটা আমাদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা।’

২০১৩ সালে মুক্তি পেয়েছিল আনন্দ এল রাই পরিচালিত ‘রানঝানা’। এ সিনেমায় এক নিবেদিতপ্রাণ প্রেমিকের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ধানুশ। তাঁর বিপরীতে ছিলেন সোনম কাপুর। সিনেমার শেষ দৃশ্যে দর্শকদের কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ধানুশ অভিনীত কুন্দন চরিত্রটি।
এক যুগ পর রানঝানা নতুনভাবে মুক্তি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইরোস ইন্টারন্যাশনাল। ১ আগস্ট থেকে তামিলনাড়ুর বেশ কিছু হলে চলছে সিনেমাটি। তবে রি-রিলিজে শেষ দৃশ্যে বদল আনা হয়েছে। এআই প্রযুক্তি ব্যবহার করে শেষ দৃশ্যে কুন্দন চরিত্রকে আবার জীবিত করে তোলা হয়েছে। অনেক দর্শক পছন্দ করেছেন রানঝানার এই নতুন ভার্সন, অনেকে সমালোচনাও করছেন। তবে বিষয়টিকে ভালোভাবে নেননি অভিনেতা ধানুশ।
এক্সে বিবৃতি দিয়ে প্রযোজকের এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন ধানুশ। এআইয়ের মাধ্যমে রানঝানার সমাপ্তি পরিবর্তন করায় তিনি বিরক্ত। ধানুশ লিখেছেন, ‘এআই ব্যবহার করে রানঝানার ক্লাইম্যাক্স পরিবর্তন করায় আমি খুবই বিরক্ত। এই আরোপিত সমাপ্তি সিনেমার গল্পটাই নষ্ট করে দিয়েছে। আমার আপত্তি উপেক্ষা করে প্রযোজক এ কাজটি করেছেন। এটা সেই সিনেমা নয়, যেটা ১২ বছর আগে আমি করেছিলাম।’

চলচ্চিত্রে এআইয়ের ব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ধানুশ। তাঁর মতে, ‘এআই ব্যবহার করে সিনেমা বা যে কোনো কনটেন্ট ইচ্ছামতো বদলে দেওয়ার এই প্রবণতা শিল্প ও শিল্পীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এটা সিনেমার ঐতিহ্য এবং গল্প বলার নির্ভরযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। আমি আশা করছি, ভবিষ্যতে এমন কাজ যাতে না হয়, সে জন্য কঠোর নিয়ম তৈরি হবে।’
এর আগে বিষয়টি নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন রানঝানা সিনেমার পরিচালক আনন্দ এল রাই। তিনি বলেন, ‘এটা অনৈতিক। আমি কিংবা আমার টিম—কারও কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। এটা আমাদের তৈরি সেই রানঝানা নয়। আমাদের কাজকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য়ে পরিবর্তন করা, তারপর সেটাকে নতুন উদ্ভাবন হিসাবে সামনে আনা অত্যন্ত অসম্মানজনক। এটা আমাদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা।’

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
৭ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
৭ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৭ ঘণ্টা আগে