Ajker Patrika

বিরাট-আনুশকার ঘরে নতুন অতিথি আসছে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৪৯
বিরাট-আনুশকার ঘরে নতুন অতিথি আসছে

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি দম্পতির সংসারে আবারও নতুন অতিথি আসার সংবাদ শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে যাচ্ছেন বিরাট-আনুশকা। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আনুশকা অন্তঃসত্ত্বা হয়েছেন তিন মাসেরও বেশি হয়েছে।

কয়েক মাস ধরেই আনুশকা নিজেকে সবকিছু থেকে একপ্রকার আড়ালেই রেখেছেন। এমনকি স্বামী বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট ম্যাচেও দেখা যাচ্ছেন না তাঁকে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে বিরাট-আনুশকাকে দেখা গেছে। সে সময় বিরাট নিজে ফটো সাংবাদিকদের ছবি না ছাপার অনুরোধ করেন। পাশাপাশি এমনটাও নাকি জানান, খুব তাড়াতাড়ি তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তারপর থেকেই আনুশকার আবারও মা হতে যাওয়ার সংবাদ প্রকাশ্যে আসে।

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলিআনুশকা ও বিরাট কোহলি ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালে এই তারকা দম্পতির মেয়ে ভূমিকার জন্ম হয়। প্রায় দুই বছর হয়ে গেল এখনো মেয়েকে সেভাবে প্রকাশ্যে আনেননি তাঁরা। এরই মাঝে কোহলি পরিবারে খুশির খবর। এতে তাঁদের ভক্ত-অনুরাগীরাও বেশ আনন্দিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত