Ajker Patrika

মার্ফি না জোলি-কার চেহারা নিতে চেয়েছিলেন এমি জ্যাকসন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ০৮
মার্ফি না জোলি-কার চেহারা নিতে চেয়েছিলেন এমি জ্যাকসন

মাত্র ১৬ বছর বয়সে প্রথম পা রেখেছিলেন র‍্যাম্পে। তারপর আসা অভিনয়ের জগতে। ২০১০ থেকে তামিল, তেলুগু ও বেশ কয়েকটি হিন্দি ছবিতে ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন। তবে মডেল হিসাবেই তিনি বেশি পরিচিত মুখ। র‍্যাম্প থেকে শুরু করে সেনসেশনাল ফটোশুট সব জায়গায় সাড়া ফেলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই খোলামেলা ছবিতে উত্তাপ ছড়াতে দেখা যায় এমিকে।

গতকাল বুধবার এমি তাঁর ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নতুন কিছু ছবি। যুক্তরাজ্যের জনপ্রিয় পারফেক্ট ম্যাগাজিনের পার্টিতে অংশ নেওয়ার আগে নতুন লুকে ধরা দিয়েছেন এমি, যা রীতিমতো ভাইরাল হয়েছে।

তবে এই লুকের জন্য এমি প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হচ্ছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন সার্জারি করেই এই হাল এমির, আবার অনেকের মতে ডায়েট করে এই হাল হয়েছে ব্রিটিশ মডেল-অভিনেত্রীর।

ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসনএই লুকে অনেকে এমিকে তুলনা করছেন জনপ্রিয় আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফির সঙ্গে আবার অনেকে মনে করছে অ্যাঞ্জেলিনা জোলির লুক নিতে গিয়ে এই হাল এমির। নেটিজেনদের কাছে এ যেন লেডি কিলিয়ান মার্ফি।

 

ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন২০১২ সালে ‘এক থা দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন এমি। এরপর ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’-তে দেখা যায় তাঁকে। এরপর রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ ছবিতে দেখা গেছে তাঁকে।

ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত