
মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির মৃত্যুর পর বাড়ানো হয়েছে সালমান খানের নিরাপত্তা। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, সালমানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই হত্যা করা হয়েছে তাঁকে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হিটলিস্টে বহুদিন ধরেই আছেন বলিউড ভাইজান। বারবার তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা।
বাবা সিদ্দিকি হত্যার পর আরও সংকটের মুখে পড়েছে সালমানের নিরাপত্তা। নতুন নতুন হুমকি বার্তা দেওয়া হচ্ছে তাঁকে। বাবা সিদ্দিকির চেয়েও ভয়ংকর পরিণতি হবে সালমানের, এমন হুমকিও এসেছে। এ হুমকি বার্তায় সালমানের কাছ থেকে পাঁচ কোটি টাকা দাবি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে ওরলি পুলিশের ফোনে এই হুমকি বার্তা আসে। এ বার্তা পাওয়ার পর জোরালো তদন্ত শুরু করেছে পুলিশ।
হরিয়ানা থেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ধৃত ব্যক্তিকে সালমান খানকে খুনের কনট্রাক্ট দেওয়া হয়েছিল। সুপারস্টারকে খুনের চক্রান্ত সাজিয়ে প্রায় ৭০ জনকে কাজে লাগানো হচ্ছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানতে পেরেছে পুলিশ।
বাবা সিদ্দিকি খুনের আগে মুম্বাইয়ে এ আর মুরুগাদোসের ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছিলেন সালমান। কিন্তু এ পরিস্থিতিতে কি শুটিং অব্যাহত থাকবে? এই প্রশ্ন ঘুরছিল বলিউডের অন্দরে। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর শুটিংও পিছিয়ে যাচ্ছে, এমনটাও শোনা যাচ্ছিল।
তবে এসব হুমকিকে তেমন একটা পাত্তা দিচ্ছেন না সালমান। হুমকিতে ভয় পেয়ে কাজ বন্ধ রাখার পক্ষে নন তিনি। সালমানের ম্যানেজার জানিয়েছেন, কোনো শুটিংই পেছাবে না। ঠিক সময়ে সব শুটিং শেষ করবেন তিনি। তবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সালমানের ওয়াই প্লাস নিরাপত্তায় আরও আট-দশজনকে যোগ করা হয়েছে। তাঁদের কাজই হলো আগে থেকে শুটিংয়ের জায়গা রেকি করা। সর্বক্ষণ তাঁর নিরাপত্তা নিশ্চিত করা।
সালমানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তাও বাড়ানো হয়েছে কয়েক গুণ। আটতলা বিল্ডিংয়ে সারাক্ষণ পুলিশ সার্ভেলেন্স বসানো হয়েছে। অ্যাপার্টমেন্টের সামনে জমায়েত করা, সেখানে দাঁড়িয়ে সেলফি তোলা কিংবা অ্যাপার্টমেন্টের সামনে ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে। তাঁর ফার্মহাউসের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির মৃত্যুর পর বাড়ানো হয়েছে সালমান খানের নিরাপত্তা। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, সালমানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই হত্যা করা হয়েছে তাঁকে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হিটলিস্টে বহুদিন ধরেই আছেন বলিউড ভাইজান। বারবার তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা।
বাবা সিদ্দিকি হত্যার পর আরও সংকটের মুখে পড়েছে সালমানের নিরাপত্তা। নতুন নতুন হুমকি বার্তা দেওয়া হচ্ছে তাঁকে। বাবা সিদ্দিকির চেয়েও ভয়ংকর পরিণতি হবে সালমানের, এমন হুমকিও এসেছে। এ হুমকি বার্তায় সালমানের কাছ থেকে পাঁচ কোটি টাকা দাবি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে ওরলি পুলিশের ফোনে এই হুমকি বার্তা আসে। এ বার্তা পাওয়ার পর জোরালো তদন্ত শুরু করেছে পুলিশ।
হরিয়ানা থেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ধৃত ব্যক্তিকে সালমান খানকে খুনের কনট্রাক্ট দেওয়া হয়েছিল। সুপারস্টারকে খুনের চক্রান্ত সাজিয়ে প্রায় ৭০ জনকে কাজে লাগানো হচ্ছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানতে পেরেছে পুলিশ।
বাবা সিদ্দিকি খুনের আগে মুম্বাইয়ে এ আর মুরুগাদোসের ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছিলেন সালমান। কিন্তু এ পরিস্থিতিতে কি শুটিং অব্যাহত থাকবে? এই প্রশ্ন ঘুরছিল বলিউডের অন্দরে। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর শুটিংও পিছিয়ে যাচ্ছে, এমনটাও শোনা যাচ্ছিল।
তবে এসব হুমকিকে তেমন একটা পাত্তা দিচ্ছেন না সালমান। হুমকিতে ভয় পেয়ে কাজ বন্ধ রাখার পক্ষে নন তিনি। সালমানের ম্যানেজার জানিয়েছেন, কোনো শুটিংই পেছাবে না। ঠিক সময়ে সব শুটিং শেষ করবেন তিনি। তবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সালমানের ওয়াই প্লাস নিরাপত্তায় আরও আট-দশজনকে যোগ করা হয়েছে। তাঁদের কাজই হলো আগে থেকে শুটিংয়ের জায়গা রেকি করা। সর্বক্ষণ তাঁর নিরাপত্তা নিশ্চিত করা।
সালমানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তাও বাড়ানো হয়েছে কয়েক গুণ। আটতলা বিল্ডিংয়ে সারাক্ষণ পুলিশ সার্ভেলেন্স বসানো হয়েছে। অ্যাপার্টমেন্টের সামনে জমায়েত করা, সেখানে দাঁড়িয়ে সেলফি তোলা কিংবা অ্যাপার্টমেন্টের সামনে ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে। তাঁর ফার্মহাউসের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৭ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১৭ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৮ ঘণ্টা আগে