Ajker Patrika

পুত্রসন্তানের বাবা হলেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ৩২
পুত্রসন্তানের বাবা হলেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি

অভিনেতা বিক্রান্ত ম্যাসির সময়টা বেশ ভালোই যাচ্ছে। ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় মনোজ চরিত্রে প্রশংসা কুড়িয়েছে তাঁর অভিনয়। এবার ভক্তদের সঙ্গে তিনি ভাগ করেছেন আরও এক সুখবর। বাবা হলেন বিক্রান্ত ম্যাসি। ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী শীতল ঠাকুর।

গতকাল বুধবার রাতে ইনস্টাগ্রামে সুসংবাদ ভাগ করে নিয়েছে বিক্রান্ত ও শীতল। দুজনে একসঙ্গে একটি পোস্ট করেছেন। ৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখটি উল্লেখ করে লিখেছেন, ‘আমরা আজ এক হয়েছি। আমাদের কোল আলো করে এসেছে আমাদের ছেলে। আনন্দ আর ভালোবাসায় ভাসছি আমরা দুজন।’

উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন বিক্রান্ত ও শীতল। এরপর ১৮ জানুয়ারি হিমাচল প্রদেশে সব নিয়মনীতি মেনে হয় সামাজিক বিয়ে। ওয়েব সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এর প্রথম সিজনে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। সেখান থেকেই আলাপ। তারপর বন্ধুত্ব ও মন দেওয়া-নেওয়া। ২০১৯ সালে তাঁদের বাগদান হলেও করোনা মহামারির কারণে বিয়ে পিছিয়ে যায়।

প্রসঙ্গত, ওটিটির পর্দায় দীর্ঘদিন ধরেই প্রশংসা কুড়িয়েছেন বিক্রান্ত ম্যাসি। সর্বশেষ বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেল’ তাঁকে এনে দিয়েছে খ্যাতি। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত