
ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ছবি ‘কেজিএফ’-এর সাফল্যের পর দক্ষিণী তারকা যশ পৌঁছেছেন খ্যাতির চূড়ায়। সাফল্যের সঙ্গে সঙ্গে বেড়েছে তাঁর পারিশ্রমিকের পরিমাণও। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ রাবণ চরিত্রে অভিনয় করছেন যশ। এ খবর অবশ্য পুরোনো। তবে সিনেমার পারিশ্রমিক নিয়ে এখন যা শোনা যাচ্ছে, তা শুনলে আপনিও চোখ কপালে তুলবেন।
ভারতীয় সংবাদমাধ্যম কইমই জানিয়েছে, ‘রামায়ণ’-এ রাবণ সাজতে যশ নাকি ১৫০ কোটি রুপি নিচ্ছেন। সত্যিই চমকে যাওয়ার মতোই খবর বটে! বলিউডের জোর গুঞ্জন নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রাম হচ্ছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় থাকবেন দক্ষিণের সাই পল্লবী। এই ছবির জন্য নাকি চুক্তিতে সইও করে ফেলেছেন তারকারা। আগামী বছর (২০২৪) শুরু হবে রামায়ণের শুটিং।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ‘কেজিএফে যশের লুকের তুলনায় রামায়ণে এক্কেবারেই বদলে যাবে যশের চেহারা। রামায়ণে রাবণ হিসেবে যশকে ঠিক কেমন দেখতে হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। এদিকে রাবণ সাজতে যশও তাঁর শরীরের ভোল পাল্টে ফেলার প্রস্তুতি শুরু করেছেন, যে কারণে অনেক পরিশ্রম করতে হচ্ছে তাঁকে।’
এদিকে আবার কয়েক দিন আগেই খবর বেরিয়েছে, ‘রামায়ণ’-এর রাম হতে রণবীর কাপুর ছেড়ে দিচ্ছেন সিগারেট, অ্যালকোহল ও মাংস।
প্রসঙ্গত, ‘আদিপুরুষ’ বিতর্কের পর ভারতের যেকোনো পরিচালকের জন্যই যে ‘রামায়ণ’ অবলম্বনে ছবি তৈরি করা চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। এমন অবস্থায় পরিচালক নীতেশ কী ভাবছেন তাঁর ছবি নিয়ে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন পরিচালক। তাঁর সোজাসাপটা জবাব, ‘দেখুন, আমি যে কনটেন্ট তৈরি করছি, কোথাও গিয়ে সেটা আমাকেও দেখতে হবে। অতঃপর দর্শক হিসেবে যদি আমি আঘাতপ্রাপ্ত না হই, তাহলে অন্য কারও ভাবাবেগে যে সেটা আঘাত করবে না, তা নিয়ে আমি নিশ্চিত।’

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ছবি ‘কেজিএফ’-এর সাফল্যের পর দক্ষিণী তারকা যশ পৌঁছেছেন খ্যাতির চূড়ায়। সাফল্যের সঙ্গে সঙ্গে বেড়েছে তাঁর পারিশ্রমিকের পরিমাণও। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ রাবণ চরিত্রে অভিনয় করছেন যশ। এ খবর অবশ্য পুরোনো। তবে সিনেমার পারিশ্রমিক নিয়ে এখন যা শোনা যাচ্ছে, তা শুনলে আপনিও চোখ কপালে তুলবেন।
ভারতীয় সংবাদমাধ্যম কইমই জানিয়েছে, ‘রামায়ণ’-এ রাবণ সাজতে যশ নাকি ১৫০ কোটি রুপি নিচ্ছেন। সত্যিই চমকে যাওয়ার মতোই খবর বটে! বলিউডের জোর গুঞ্জন নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রাম হচ্ছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় থাকবেন দক্ষিণের সাই পল্লবী। এই ছবির জন্য নাকি চুক্তিতে সইও করে ফেলেছেন তারকারা। আগামী বছর (২০২৪) শুরু হবে রামায়ণের শুটিং।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ‘কেজিএফে যশের লুকের তুলনায় রামায়ণে এক্কেবারেই বদলে যাবে যশের চেহারা। রামায়ণে রাবণ হিসেবে যশকে ঠিক কেমন দেখতে হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। এদিকে রাবণ সাজতে যশও তাঁর শরীরের ভোল পাল্টে ফেলার প্রস্তুতি শুরু করেছেন, যে কারণে অনেক পরিশ্রম করতে হচ্ছে তাঁকে।’
এদিকে আবার কয়েক দিন আগেই খবর বেরিয়েছে, ‘রামায়ণ’-এর রাম হতে রণবীর কাপুর ছেড়ে দিচ্ছেন সিগারেট, অ্যালকোহল ও মাংস।
প্রসঙ্গত, ‘আদিপুরুষ’ বিতর্কের পর ভারতের যেকোনো পরিচালকের জন্যই যে ‘রামায়ণ’ অবলম্বনে ছবি তৈরি করা চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। এমন অবস্থায় পরিচালক নীতেশ কী ভাবছেন তাঁর ছবি নিয়ে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন পরিচালক। তাঁর সোজাসাপটা জবাব, ‘দেখুন, আমি যে কনটেন্ট তৈরি করছি, কোথাও গিয়ে সেটা আমাকেও দেখতে হবে। অতঃপর দর্শক হিসেবে যদি আমি আঘাতপ্রাপ্ত না হই, তাহলে অন্য কারও ভাবাবেগে যে সেটা আঘাত করবে না, তা নিয়ে আমি নিশ্চিত।’

এ বছর ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবর দেন তাহসান। এক বছর পার না হতেই তাহসান-রোজার সংসারে বেজে উঠেছে ভাঙনের সুর। আজকের পত্রিকাকে তাহসান নিজেই জানালেন, গত বছরের জুলাই মাস থেকে আলাদা থাকছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
উপকূলের মানুষের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হাঙর’ নামের সিনেমা। বানিয়েছেন তন্ময় সূর্য। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। হাঙর দিয়ে বাংলাদেশি সিনেমায় অভিষেক হচ্ছে প্রমোদের। রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।
২১ ঘণ্টা আগে
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে আজ থেকে শুরু হচ্ছে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
২১ ঘণ্টা আগে
এক টেকে পুরো গানের শুটিং করে রেকর্ড গড়ল ‘পিনিক’ সিনেমা। ‘আধাচাঁদ’ শিরোনামের এই রোমান্টিক গানটি দিয়ে শেষ হয়েছে সিনেমার শুটিং। গানটিতে অভিনয় করেছেন শবনম বুবলী ও আদর আজাদ।
২১ ঘণ্টা আগে