
বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহ বড় আকার ধারণ করেছে। কয়েক দিন আগেই নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন আলিয়া। নওয়াজের পরিবারের বিরুদ্ধে আলিয়াকে না খাইয়ে রাখা ও গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। এরই মধ্যে দ্বিতীয় সন্তানের ডিএনএ পরীক্ষার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন নওয়াজের স্ত্রী আলিয়া। তাঁর দাবি, ছোট ছেলেকে নিজের সন্তান বলে মানতে নারাজ নওয়াজুদ্দিন। এমনকি নওয়াজের মা-ও দ্বিতীয় সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তাই বাধ্য হয়েই আদালতে যেতে হয়েছে তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন খবর জানা যায়।
২০০৪ সালে নওয়াজের সঙ্গে প্রথম পরিচয় হয় আলিয়ার। মুম্বাইয়ে বছর ছয়েক একসঙ্গে থাকার পর ২০১০ সালে বিয়ে করেন তাঁরা। ২০১১ সালে প্রথম সন্তানের মা হন আলিয়া। নওয়াজের দাবি অনুযায়ী প্রথম সন্তান জন্মের পরই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তবে আলিয়ার দাবি, পরবর্তী সময়ে আবারও একসঙ্গে থাকা শুরু করেন দুজনে। এরপর আলিয়া দ্বিতীয় সন্তানের জন্ম দেন। আলিয়ার দাবি, ছোট ছেলেকে নিজের হিসেবে মানতে নারাজ নওয়াজুদ্দিন।
আলিয়া জানান, তাঁকে সব সময় শারীরিক নির্যাতন করতেন নওয়াজ। এমনকি স্ত্রী হিসেবে কোনো দিনই তাঁকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। আলিয়ার দাবি, ২০১৭ সাল থেকে তাঁরা দুজনে আলাদা থাকতে শুরু করেন। ২০২০ সালে নওয়াজুদ্দিনের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন আলিয়া। তবে ২০২১ সালে মামলাটি প্রত্যাহার করে নেন। ২০২২ সালের শেষের দিক থেকে আবারও বিচ্ছেদের খবর বের হয়।

বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহ বড় আকার ধারণ করেছে। কয়েক দিন আগেই নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন আলিয়া। নওয়াজের পরিবারের বিরুদ্ধে আলিয়াকে না খাইয়ে রাখা ও গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। এরই মধ্যে দ্বিতীয় সন্তানের ডিএনএ পরীক্ষার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন নওয়াজের স্ত্রী আলিয়া। তাঁর দাবি, ছোট ছেলেকে নিজের সন্তান বলে মানতে নারাজ নওয়াজুদ্দিন। এমনকি নওয়াজের মা-ও দ্বিতীয় সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তাই বাধ্য হয়েই আদালতে যেতে হয়েছে তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন খবর জানা যায়।
২০০৪ সালে নওয়াজের সঙ্গে প্রথম পরিচয় হয় আলিয়ার। মুম্বাইয়ে বছর ছয়েক একসঙ্গে থাকার পর ২০১০ সালে বিয়ে করেন তাঁরা। ২০১১ সালে প্রথম সন্তানের মা হন আলিয়া। নওয়াজের দাবি অনুযায়ী প্রথম সন্তান জন্মের পরই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তবে আলিয়ার দাবি, পরবর্তী সময়ে আবারও একসঙ্গে থাকা শুরু করেন দুজনে। এরপর আলিয়া দ্বিতীয় সন্তানের জন্ম দেন। আলিয়ার দাবি, ছোট ছেলেকে নিজের হিসেবে মানতে নারাজ নওয়াজুদ্দিন।
আলিয়া জানান, তাঁকে সব সময় শারীরিক নির্যাতন করতেন নওয়াজ। এমনকি স্ত্রী হিসেবে কোনো দিনই তাঁকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। আলিয়ার দাবি, ২০১৭ সাল থেকে তাঁরা দুজনে আলাদা থাকতে শুরু করেন। ২০২০ সালে নওয়াজুদ্দিনের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন আলিয়া। তবে ২০২১ সালে মামলাটি প্রত্যাহার করে নেন। ২০২২ সালের শেষের দিক থেকে আবারও বিচ্ছেদের খবর বের হয়।

ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
১০ ঘণ্টা আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
১০ ঘণ্টা আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
১০ ঘণ্টা আগে
ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার জিতে নিল লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা পরিচালক ও সেরা অভিযোজিত চিত্রনাট্য বিভাগেও পুরস্কৃত হলেন এ সিনেমার নির্মাতা পল থমাস অ্যান্ডারসন।
১০ ঘণ্টা আগে