
করোনায় যখন পুরো ভারত তছনছ, ঠিক তখন ‘মুশকিল আসান’ হয়ে দেখা দিলেন অভিনেতা সোনু সুদ। কোভিডে আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি, জরুরি অক্সিজেন সরবরাহ, চিকিৎসা খরচ, রোগীদের খাবার—সবকিছুতেই তাঁর উপস্থিতি মানুষের মনে আশার সঞ্চার করে। পরিযায়ী শ্রমিকদের বাসে করে বাড়ি পাঠানো থেকে শুরু করে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের লেখাপড়া করানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এই অভিনেতা।
কোভিডের পরও মানবিক সহায়তা অব্যাহত থেকেছে। মানবিক কাজে আবারও সংবাদের শিরোনাম হয়েছেন সোনু সুদ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজস্থান রাজ্যের জয়পুরের একটি ২২ মাস বয়সী শিশুর জীবন বাঁচানোর উদ্যোগ নিয়েছেন এই অভিনেতা। শিশুটির জীবন বাঁচাতে বিশ্বের সবচেয়ে দামি ইনজেকশনের ব্যবস্থা করেছেন তিনি। সেই ইনজেকশনের দাম ১৭ কোটি রুপি!
জয়পুরের শিশুটি ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ–২’ রোগে আক্রান্ত। পেশির সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে যে মোটর নিউরন, তা নষ্ট হওয়ার কারণেই মেরুদণ্ডের এই বিরল রোগ হয়। জিনগত এই রোগের চিকিৎসা খুবই ব্যয়সাপেক্ষ।
সেই শিশুর চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ। বিভিন্ন জায়গা থেকে অর্থের ব্যবস্থা (ক্রাউডফান্ডিং) করেন অভিনেতা। মাত্র তিন মাসের মধ্যে ৯ কোটি রুপির জোগাড় করেন। শিশুটিকে সুস্থ জীবন দিতে এভাবেই ১৭ কোটি রুপির ইনজেকশনের ব্যবস্থা করেন তিনি।
খুব অল্প সময়ের মধ্যে এই বড় অঙ্কের অর্থ জোগাড় করেছেন সোনু সুদ। আর তাই বরাবরের মতোই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসছেন অভিনেতা।
সোনু সুদ বর্তমানে ব্যস্ত আছেন ‘ফাতেহ’ সিনেমার কাজ নিয়ে। কয়েক দিন আগেই শেষ হয়েছে সিনেমাটির শুটিং। এতে আরও অভিনয় করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

করোনায় যখন পুরো ভারত তছনছ, ঠিক তখন ‘মুশকিল আসান’ হয়ে দেখা দিলেন অভিনেতা সোনু সুদ। কোভিডে আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি, জরুরি অক্সিজেন সরবরাহ, চিকিৎসা খরচ, রোগীদের খাবার—সবকিছুতেই তাঁর উপস্থিতি মানুষের মনে আশার সঞ্চার করে। পরিযায়ী শ্রমিকদের বাসে করে বাড়ি পাঠানো থেকে শুরু করে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের লেখাপড়া করানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এই অভিনেতা।
কোভিডের পরও মানবিক সহায়তা অব্যাহত থেকেছে। মানবিক কাজে আবারও সংবাদের শিরোনাম হয়েছেন সোনু সুদ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজস্থান রাজ্যের জয়পুরের একটি ২২ মাস বয়সী শিশুর জীবন বাঁচানোর উদ্যোগ নিয়েছেন এই অভিনেতা। শিশুটির জীবন বাঁচাতে বিশ্বের সবচেয়ে দামি ইনজেকশনের ব্যবস্থা করেছেন তিনি। সেই ইনজেকশনের দাম ১৭ কোটি রুপি!
জয়পুরের শিশুটি ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ–২’ রোগে আক্রান্ত। পেশির সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে যে মোটর নিউরন, তা নষ্ট হওয়ার কারণেই মেরুদণ্ডের এই বিরল রোগ হয়। জিনগত এই রোগের চিকিৎসা খুবই ব্যয়সাপেক্ষ।
সেই শিশুর চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ। বিভিন্ন জায়গা থেকে অর্থের ব্যবস্থা (ক্রাউডফান্ডিং) করেন অভিনেতা। মাত্র তিন মাসের মধ্যে ৯ কোটি রুপির জোগাড় করেন। শিশুটিকে সুস্থ জীবন দিতে এভাবেই ১৭ কোটি রুপির ইনজেকশনের ব্যবস্থা করেন তিনি।
খুব অল্প সময়ের মধ্যে এই বড় অঙ্কের অর্থ জোগাড় করেছেন সোনু সুদ। আর তাই বরাবরের মতোই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসছেন অভিনেতা।
সোনু সুদ বর্তমানে ব্যস্ত আছেন ‘ফাতেহ’ সিনেমার কাজ নিয়ে। কয়েক দিন আগেই শেষ হয়েছে সিনেমাটির শুটিং। এতে আরও অভিনয় করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৩ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৩ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৩ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৩ ঘণ্টা আগে