
পৌরাণিক চরিত্রে পর্দায় হাজির হবেন ভিকি কৌশল। আসন্ন নতুন সিনেমা ‘মহাবতার’–এর প্রথম পোস্টার শেয়ার করেছেন তিনি। এই সিনেমায় অভিনেতাকে চিরঞ্জীবী পরশুরামের চরিত্রে দেখা যাবে। পৌরাণিক যোদ্ধার কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমাটি ২০২৬ সালের বড়দিনে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করছেন অমর কৌশিক।
অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেছে পোস্টারের প্রথম ঝলক। পোস্টার দেখে ভিকিকে চিনতে পারা যাচ্ছে না! লম্বা চুল এবং ঘন দাঁড়ি। পোস্টারের পাশাপাশি একটি ছোট ক্লিপও পোস্ট করেছেন ভিকি। ক্লিপে তাঁকে মরিচা রঙের ধুতি ও বাহুতে রুদ্রাক্ষ পরা অবস্থায় একটি অস্ত্র হাতে দেখা যাচ্ছে। পরশুরামের শক্তিমত্তাই প্রতীকায়িত হয়েছে পোস্টার ও ক্লিপে।
পোস্টে ভিকি লিখেছেন, দিনেশ বিজন ধর্মের চিরন্তন যোদ্ধার কাহিনিকে জীবন্ত করে তুলছেন। ভিকি কৌশল চিরঞ্জীবী পরশুরামের ভূমিকায় অভিনয় করছেন। হ্যাশট্যাগ মহাবতার দিয়ে তিনি আরও লিখেছেন, এটি পরিচালনা করছেন অমর কৌশিক। ২০২৬ সালের বড়দিনে সিনেমাটি আসছে।
পরশুরাম, যিনি পরশুরাম অবতার নামেও পরিচিত। হিন্দুধর্মে ভগবান বিষ্ণুর ১০ অবতারের মধ্যে ষষ্ঠ অবতার মানা হয় তাঁকে। পুরাণ মতে, ভগবান বিষ্ণু মানব রূপে পৃথিবীতে এসেছিলেন অত্যাচারী সম্রাট কর্তাবীর্য অর্জুনের হাত থেকে মানুষের মুক্তির জন্য। এই ক্ষত্রিয় সম্রাট অহংকারী ছিলেন, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন। পরশুরামের উদ্দেশ্য ছিল ধর্মের পুনঃপ্রতিষ্ঠ করা।

ভিকি কৌশলকে শেষ দেখা গিয়েছিল তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্কের সঙ্গে ‘ব্যাড নিউজ’ সিনেমায়। তাঁকে পরবর্তীতে লাভ অ্যান্ড ওয়ার–এ দেখা যাবে সেলিব্রিটি দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে।

পৌরাণিক চরিত্রে পর্দায় হাজির হবেন ভিকি কৌশল। আসন্ন নতুন সিনেমা ‘মহাবতার’–এর প্রথম পোস্টার শেয়ার করেছেন তিনি। এই সিনেমায় অভিনেতাকে চিরঞ্জীবী পরশুরামের চরিত্রে দেখা যাবে। পৌরাণিক যোদ্ধার কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমাটি ২০২৬ সালের বড়দিনে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করছেন অমর কৌশিক।
অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেছে পোস্টারের প্রথম ঝলক। পোস্টার দেখে ভিকিকে চিনতে পারা যাচ্ছে না! লম্বা চুল এবং ঘন দাঁড়ি। পোস্টারের পাশাপাশি একটি ছোট ক্লিপও পোস্ট করেছেন ভিকি। ক্লিপে তাঁকে মরিচা রঙের ধুতি ও বাহুতে রুদ্রাক্ষ পরা অবস্থায় একটি অস্ত্র হাতে দেখা যাচ্ছে। পরশুরামের শক্তিমত্তাই প্রতীকায়িত হয়েছে পোস্টার ও ক্লিপে।
পোস্টে ভিকি লিখেছেন, দিনেশ বিজন ধর্মের চিরন্তন যোদ্ধার কাহিনিকে জীবন্ত করে তুলছেন। ভিকি কৌশল চিরঞ্জীবী পরশুরামের ভূমিকায় অভিনয় করছেন। হ্যাশট্যাগ মহাবতার দিয়ে তিনি আরও লিখেছেন, এটি পরিচালনা করছেন অমর কৌশিক। ২০২৬ সালের বড়দিনে সিনেমাটি আসছে।
পরশুরাম, যিনি পরশুরাম অবতার নামেও পরিচিত। হিন্দুধর্মে ভগবান বিষ্ণুর ১০ অবতারের মধ্যে ষষ্ঠ অবতার মানা হয় তাঁকে। পুরাণ মতে, ভগবান বিষ্ণু মানব রূপে পৃথিবীতে এসেছিলেন অত্যাচারী সম্রাট কর্তাবীর্য অর্জুনের হাত থেকে মানুষের মুক্তির জন্য। এই ক্ষত্রিয় সম্রাট অহংকারী ছিলেন, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন। পরশুরামের উদ্দেশ্য ছিল ধর্মের পুনঃপ্রতিষ্ঠ করা।

ভিকি কৌশলকে শেষ দেখা গিয়েছিল তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্কের সঙ্গে ‘ব্যাড নিউজ’ সিনেমায়। তাঁকে পরবর্তীতে লাভ অ্যান্ড ওয়ার–এ দেখা যাবে সেলিব্রিটি দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে।

২০১৭ সালের শেষ দিকে ‘দাহকাল’ সিনেমার শুটিং শুরু করেছিলেন নির্মাতা ধ্রুব হাসান। বিভিন্ন কারণে সে সময় কাজটি শেষ করতে পারেননি নির্মাতা। ২০২২ সালে আবার কাজ শুরু হয়। তবে বদলে যায় সিনেমার নাম ও গল্প। ২০২৪ সালে ‘ফাতিমা’ নামে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
৩ ঘণ্টা আগে
প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণ নাট্যকর্মীদের সম্মানিত করে নাট্যদল এথিক। কাজের স্বীকৃতি ও অনুপ্রেরণাস্বরূপ দেওয়া হয় ‘এথিক তারুণ্য সম্মাননা’। প্রতিষ্ঠার ১৭ বছর উদ্যাপন উপলক্ষে এ বছরও ১৭টি নাট্যদলের ১৭ নাট্যকর্মীকে সম্মাননা দিচ্ছে এথিক।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
২০১৮ সালে যাত্রা শুরু করে ব্যান্ড সোনার বাংলা সার্কাস। ২০২০ সালে ব্যান্ডটি প্রকাশ করে তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’। ছয় বছর পর নতুন অ্যালবাম নিয়ে এসেছে সোনার বাংলা সার্কাস। নাম ‘মহাশ্মশান’। গতকাল ইউটিউব ও স্পটিফাইতে প্রকাশ পেয়েছে নতুন এই অ্যালবাম।
৪ ঘণ্টা আগে