
হলিউডের কিংবদন্তি অভিনেত্রীদের একজন মেরিল স্ট্রিপ। বর্ণিল ক্যারিয়ারে অভিনয় দক্ষতা দিয়ে ২১ বার অস্কার মনোনয়ন এবং ৩২ বার গোল্ডেন গ্লোব মনোনয়নের রেকর্ড রয়েছে তাঁর দখলে। ক্যারিয়ারে সফলতার পাশাপাশি দাম্পত্য জীবনেও দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন মেরিল। মার্কিন ভাস্কর ডন গামারের সঙ্গে তাঁর দীর্ঘ ৪৫ বছরের সংসার। দুঃসংবাদ হলো— সেই সংসার ভেঙে গেছে।
পেজ সিক্সের প্রতিবেদনে বলা হয়েছে, ছয় বছর আগে থেকে আর এক সঙ্গে থাকছেন না মেরিল স্ট্রিপ ও ডন গামার। গতকাল শুক্রবার স্ট্রিপ ও গামারের এক ঘনিষ্ঠ সূত্রর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডন গামার ও মেরিল স্ট্রিপ ছয় বছরের বেশি সময় ধরে আলাদা থাকছেন। পরস্পরের প্রতি তাঁদের সম্মান অটুট রয়েছে, তবে তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
মেরিল ও গামারের চার সন্তান। তাঁরা হলেন—সংগীতশিল্পী হেনরি ওলফে, অভিনেত্রী ম্যামি গামার, গ্রেস গামার ও লুইসা জ্যাকবসন। তাঁদের পাঁচ নাতি–নাতনিও রয়েছে।
ঈর্ষণীয় তারকা দম্পতি হয়ে উঠেছিলেন মেরিল–গামার। ২০১২ সালে ‘দ্য আয়রন লেডি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পাওয়ার পর মেরিল স্ট্রিপ তাঁর সাফল্যে স্বামীর অবদান ও সহযোগিতার কথাও স্মরণ করেছিলেন। সেদিন মেরিল বলেছিলেন, ‘প্রথমত আমি ডনকে ধন্যবাদ দিতে চাই। আর আমি ডনকে জানাতে চাই যে, এই জীবনে তুমি আমাকে যা দিয়েছ, সবকিছুই আমার কাছে মহামূল্যবান।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্ম নেওয়া মেরিল স্ট্রিপ ১৯৭৫ সাল থেকে সিনেমায় কাজ করছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি তিনবার অস্কার, ৯ বার গোল্ডেন গ্লোব, তিনবার প্রাইমটাইম অ্যামি, দুইবার ব্রিটিশ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসহ দুই শতাধিক পুরস্কার জিতেছেন।

হলিউডের কিংবদন্তি অভিনেত্রীদের একজন মেরিল স্ট্রিপ। বর্ণিল ক্যারিয়ারে অভিনয় দক্ষতা দিয়ে ২১ বার অস্কার মনোনয়ন এবং ৩২ বার গোল্ডেন গ্লোব মনোনয়নের রেকর্ড রয়েছে তাঁর দখলে। ক্যারিয়ারে সফলতার পাশাপাশি দাম্পত্য জীবনেও দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন মেরিল। মার্কিন ভাস্কর ডন গামারের সঙ্গে তাঁর দীর্ঘ ৪৫ বছরের সংসার। দুঃসংবাদ হলো— সেই সংসার ভেঙে গেছে।
পেজ সিক্সের প্রতিবেদনে বলা হয়েছে, ছয় বছর আগে থেকে আর এক সঙ্গে থাকছেন না মেরিল স্ট্রিপ ও ডন গামার। গতকাল শুক্রবার স্ট্রিপ ও গামারের এক ঘনিষ্ঠ সূত্রর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডন গামার ও মেরিল স্ট্রিপ ছয় বছরের বেশি সময় ধরে আলাদা থাকছেন। পরস্পরের প্রতি তাঁদের সম্মান অটুট রয়েছে, তবে তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
মেরিল ও গামারের চার সন্তান। তাঁরা হলেন—সংগীতশিল্পী হেনরি ওলফে, অভিনেত্রী ম্যামি গামার, গ্রেস গামার ও লুইসা জ্যাকবসন। তাঁদের পাঁচ নাতি–নাতনিও রয়েছে।
ঈর্ষণীয় তারকা দম্পতি হয়ে উঠেছিলেন মেরিল–গামার। ২০১২ সালে ‘দ্য আয়রন লেডি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পাওয়ার পর মেরিল স্ট্রিপ তাঁর সাফল্যে স্বামীর অবদান ও সহযোগিতার কথাও স্মরণ করেছিলেন। সেদিন মেরিল বলেছিলেন, ‘প্রথমত আমি ডনকে ধন্যবাদ দিতে চাই। আর আমি ডনকে জানাতে চাই যে, এই জীবনে তুমি আমাকে যা দিয়েছ, সবকিছুই আমার কাছে মহামূল্যবান।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্ম নেওয়া মেরিল স্ট্রিপ ১৯৭৫ সাল থেকে সিনেমায় কাজ করছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি তিনবার অস্কার, ৯ বার গোল্ডেন গ্লোব, তিনবার প্রাইমটাইম অ্যামি, দুইবার ব্রিটিশ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসহ দুই শতাধিক পুরস্কার জিতেছেন।

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
১২ ঘণ্টা আগে
পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল...
১২ ঘণ্টা আগে
আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।
১২ ঘণ্টা আগে
২০২০ সালে একদল থিয়েটারকর্মীর উদ্যোগে নাট্যদল থিয়েটারিয়ানের যাত্রা শুরু হয়। বছর দুয়েক পর মঞ্চে আসে এ দলের প্রথম প্রযোজনা ‘ডেথ অব আ সেলসম্যান’। প্রশংসিত হয় তাদের প্রথম প্রযোজনা। এবার দ্বিতীয় প্রযোজনা নিয়ে আসছে থিয়েটারিয়ান। তাদের নতুন নাটকের নাম ‘তার্ত্যুফ’।
১২ ঘণ্টা আগে