
বলিউডের খরার মধ্যে গত বছরটি অজয় দেবগনের ক্যারিয়ারের জন্য ছিল উল্লেখযোগ্য। যেখানে বলিউডের সিনেমাগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ছিল, সেখানে অজয় দেবগন ‘দৃশ্যম–২’ দিয়ে সাফল্যের মুখ দেখেছেন।
অভিনেতা সম্প্রতি অমিত শর্মা পরিচালিত স্পোর্টস বায়োপিক ‘ময়দান’–এর শুটিং শেষ করেছেন। অজয় দেবগনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানায়, সিনেমাটি আগামী ১২ মে মুক্তি পাবে। যদিও ১৭ ফেব্রুয়ারি সিনেমাটির মুক্তির ঘোষিত তারিখ ছিল।
সাবেক ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আব্দুর রহিমের জীবনের ওপর বানানো হয়েছে এই চলচ্চিত্র। তাঁর হাত ধরে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের সূচনা। তাঁর হাত ধরেই ভারত অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল।
অজয় দেবগন পিঙ্কভিলাকে বলেন, ‘ময়দান আমার সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে। আমরা মনে করি সিনেমাটিকে বড় পরিসরে মুক্তি দেওয়া প্রয়োজন। সিনেমাটির ভিএফএক্স আন্তর্জাতিক স্টুডিওগুলোর মাধ্যমে সম্পাদন হচ্ছে। চলচ্চিত্রটির স্বার্থের কথা মাথায় রেখে, আমরা ১২ মে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ময়দানকে এখন পর্যন্ত অজয়ের সেরা পারফরম্যান্সের মধ্যে একটি বলে মনে করা হচ্ছে। গত বছরের শুরুতে পিঙ্কভিলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বনি কাপুর ‘ময়দান’ সম্পর্কে বলেছিলেন, ‘আমি মনে করি, এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি ল্যান্ডমার্ক সিনেমা হতে চলেছে। আমার মতে, এটি এখন পর্যন্ত তাঁর সেরা পারফরম্যান্স।’
জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক অমিত শর্মার ‘বাধাই হো’-এর পরবর্তী সিনেমা ‘ময়দান’। ‘ময়দানের’ মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন এ আর রহমান। গল্প লিখেছেন আকাশ চাওলা, অরুণাভা জয় সেনগুপ্ত এবং সাইভিন কোয়াড্রাস।

বলিউডের খরার মধ্যে গত বছরটি অজয় দেবগনের ক্যারিয়ারের জন্য ছিল উল্লেখযোগ্য। যেখানে বলিউডের সিনেমাগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ছিল, সেখানে অজয় দেবগন ‘দৃশ্যম–২’ দিয়ে সাফল্যের মুখ দেখেছেন।
অভিনেতা সম্প্রতি অমিত শর্মা পরিচালিত স্পোর্টস বায়োপিক ‘ময়দান’–এর শুটিং শেষ করেছেন। অজয় দেবগনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানায়, সিনেমাটি আগামী ১২ মে মুক্তি পাবে। যদিও ১৭ ফেব্রুয়ারি সিনেমাটির মুক্তির ঘোষিত তারিখ ছিল।
সাবেক ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আব্দুর রহিমের জীবনের ওপর বানানো হয়েছে এই চলচ্চিত্র। তাঁর হাত ধরে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের সূচনা। তাঁর হাত ধরেই ভারত অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল।
অজয় দেবগন পিঙ্কভিলাকে বলেন, ‘ময়দান আমার সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে। আমরা মনে করি সিনেমাটিকে বড় পরিসরে মুক্তি দেওয়া প্রয়োজন। সিনেমাটির ভিএফএক্স আন্তর্জাতিক স্টুডিওগুলোর মাধ্যমে সম্পাদন হচ্ছে। চলচ্চিত্রটির স্বার্থের কথা মাথায় রেখে, আমরা ১২ মে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ময়দানকে এখন পর্যন্ত অজয়ের সেরা পারফরম্যান্সের মধ্যে একটি বলে মনে করা হচ্ছে। গত বছরের শুরুতে পিঙ্কভিলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বনি কাপুর ‘ময়দান’ সম্পর্কে বলেছিলেন, ‘আমি মনে করি, এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি ল্যান্ডমার্ক সিনেমা হতে চলেছে। আমার মতে, এটি এখন পর্যন্ত তাঁর সেরা পারফরম্যান্স।’
জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক অমিত শর্মার ‘বাধাই হো’-এর পরবর্তী সিনেমা ‘ময়দান’। ‘ময়দানের’ মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন এ আর রহমান। গল্প লিখেছেন আকাশ চাওলা, অরুণাভা জয় সেনগুপ্ত এবং সাইভিন কোয়াড্রাস।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
১৫ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
১৫ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
১৬ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
১৬ ঘণ্টা আগে