Ajker Patrika

টেলিভিশনে মুক্তি পাচ্ছে ‘কুস্তিগীর’, জানেন না নায়ক বাপ্পী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘কুস্তিগীর’ সিনেমার দৃশ্য়ে বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু। ছবি: সংগৃহীত
‘কুস্তিগীর’ সিনেমার দৃশ্য়ে বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু। ছবি: সংগৃহীত

২০২২ সালে শেষ হয়েছিল শাহিন সুমনের ‘কুস্তিগীর’ সিনেমার কাজ। ওই বছরেই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় সিনেমাটি। এরপর মুক্তির কোনো খবর পাওয়া যাচ্ছিল না। ছাড়পত্র পাওয়ার তিন বছর পর আলোর মুখ দেখছে কুস্তিগীর। তবে প্রেক্ষাগৃহে নয়, সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে টেলিভিশনে। কোরবানির ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ে প্রচার হবে কুস্তিগীর।

প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে টেলিভিশনে মুক্তি দেওয়া প্রসঙ্গে নির্মাতা শাহিন সুমন জানান, হলের সংখ্যা কম বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এখন সিনেমা হলের সংখ্যা এমনিতেই অনেক কম। ঈদের সিনেমাগুলোতে যা-ও দর্শক পাওয়া যায়, ঈদের পরে দর্শক একেবারেই কমে যায়। তাই ঈদের পরে হলের সংখ্যাও কমে যায়। এবারও ঈদে শাকিব খানের সিনেমা মুক্তি পাওয়ায় বেশির ভাগ হল চলে যাবে ওই সিনেমার দখলে। এদিকে আমাদের কুস্তিগীর সিনেমাটি অনেক দিন ধরে আটকে আছে। তাই সব দিক বিচার করে সিনেমাটি টেলিভিশনে প্রিমিয়ারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অন্যদিকে, টেলিভিশনে প্রচার প্রসঙ্গে কিছু জানেন না বলে জানালেন কুস্তিগীরের নায়ক বাপ্পী চৌধুরী। তিনি দাবি করেছেন, এই সিনেমার কাজই শেষ হয়নি। বাপ্পী বলেন, ‘কুস্তিগীর সিনেমাটি টেলিভিশনে মুক্তি দেওয়ার ব্যাপারে আমি কিছুই জানি না। আর এই সিনেমার কাজই তো শেষ হয়নি। আমার ডাবিংও হয়নি।’ সিনেমাটি তিন বছর আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছে জানালে বাপ্পীর চৌধুরী বলেন, ‘এটা কীভাবে হয়েছে তাঁরাই জানে।’

এই সিনেমার কাহিনি বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা নিয়ে। গাজীপুর, নরসিংদী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। কুস্তিগীর চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। বিপরীতে আছেন অভিনেত্রী জাহারা মিতু। তিনি অভিনয় করেছেন গ্রামের চঞ্চল প্রকৃতির মেয়ের চরিত্রে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, সাবেরী আলম, সুব্রত প্রমুখ।

কুস্তিগীর দিয়ে দীর্ঘদিন পর শাহিন সুমনের পরিচালনায় অভিনয় করেন বাপ্পী। শাহিন সুমনের ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত