বিনোদন প্রতিবেদক, ঢাকা
সংস্কৃতির বিকাশ ঘটাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সাতটি অগ্রাধিকার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ কার্যক্রমে রয়েছে নজরুলসংগীত নিয়ে রক অ্যালবাম প্রকাশ। অ্যালবাম তৈরির তত্ত্বাবধানে রয়েছে কবি নজরুল ইনস্টিটিউট। দেশের প্রথম সারির ২০ ব্যান্ডের পরিবেশনায় অ্যালবামটি তৈরি হবে বলে জানান কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং লেখক ও গীতিকার লতিফুল ইসলাম শিবলী। আগামী ছয় মাসের মধ্যে অ্যালবামটি প্রকাশের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।
নজরুলের গান নিয়ে রক অ্যালবাম তৈরির ব্যাপারে জানতে যোগাযোগ করলে আজকের পত্রিকাকে লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে একটি রক অ্যালবাম প্রকাশ করা হবে। এর দায়িত্বে রয়েছে নজরুল ইনস্টিটিউট। নজরুলের বিদ্রোহী ও উদ্দীপনামূলক গান নিয়ে অ্যালবাম তৈরির পরিকল্পনা আমাদের। এ অ্যালবামে ২০টি গান থাকবে।’
শিবলী জানান, ২০ ব্যান্ডের অংশগ্রহণে নজরুলের গান নিয়ে তৈরি হবে এই রক অ্যালবাম। রেকর্ডিংয়ের আগে প্রতিটি ব্যান্ডকে গ্রুমিং করাবেন দেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পীরা। তিনি বলেন, ‘এ আয়োজন যেহেতু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে; তাই আমাদের ইচ্ছা, দেশের প্রথম সারির ২০টি ব্যান্ডকে যুক্ত করা। নজরুলের গান করতে প্রস্তুতি লাগে। ব্যান্ডগুলো চূড়ান্ত করার পর তাদের গ্রুমিং করব। নজরুলের গান যেনতেনভাবে করা যাবে না। সংগীত আয়োজনটা রক ঘরানার হলেও নজরুলের বাণী ও সুরের যেন বিকৃতি না ঘটে, সেদিকে সর্বোচ্চ নজরদারি থাকবে। গ্রুমিংয়ের দায়িত্বে থাকবেন দেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পীরা।’
ইতিমধ্যে অ্যালবামটি নিয়ে কাজ শুরু করেছে নজরুল ইনস্টিটিউট। শিগগির চূড়ান্ত করা হবে গান ও ব্যান্ড। শিবলী বলেন, ‘পুরো বিষয়টি প্রাথমিক পর্যায়ে থাকলেও আমরা কাজ শুরু করেছি। আগামী ছয় মাসের মধ্যে বিশাল আয়োজনে কনসার্টের মাধ্যমে অ্যালবামটি প্রকাশের ইচ্ছা রয়েছে। এক স্টেজে এতগুলো ব্যান্ড নজরুলের গান গাইবে, এটা আগে কখনো হয়নি। বিভিন্ন মাধ্যমে এই কনসার্ট প্রচার করা হবে। এরপর নজরুল ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল, অডিও প্ল্যাটফর্ম স্পটিফাইসহ বেশ কিছু সাইটে প্রকাশ পাবে গানগুলো।’

সংস্কৃতির বিকাশ ঘটাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সাতটি অগ্রাধিকার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ কার্যক্রমে রয়েছে নজরুলসংগীত নিয়ে রক অ্যালবাম প্রকাশ। অ্যালবাম তৈরির তত্ত্বাবধানে রয়েছে কবি নজরুল ইনস্টিটিউট। দেশের প্রথম সারির ২০ ব্যান্ডের পরিবেশনায় অ্যালবামটি তৈরি হবে বলে জানান কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং লেখক ও গীতিকার লতিফুল ইসলাম শিবলী। আগামী ছয় মাসের মধ্যে অ্যালবামটি প্রকাশের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।
নজরুলের গান নিয়ে রক অ্যালবাম তৈরির ব্যাপারে জানতে যোগাযোগ করলে আজকের পত্রিকাকে লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে একটি রক অ্যালবাম প্রকাশ করা হবে। এর দায়িত্বে রয়েছে নজরুল ইনস্টিটিউট। নজরুলের বিদ্রোহী ও উদ্দীপনামূলক গান নিয়ে অ্যালবাম তৈরির পরিকল্পনা আমাদের। এ অ্যালবামে ২০টি গান থাকবে।’
শিবলী জানান, ২০ ব্যান্ডের অংশগ্রহণে নজরুলের গান নিয়ে তৈরি হবে এই রক অ্যালবাম। রেকর্ডিংয়ের আগে প্রতিটি ব্যান্ডকে গ্রুমিং করাবেন দেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পীরা। তিনি বলেন, ‘এ আয়োজন যেহেতু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে; তাই আমাদের ইচ্ছা, দেশের প্রথম সারির ২০টি ব্যান্ডকে যুক্ত করা। নজরুলের গান করতে প্রস্তুতি লাগে। ব্যান্ডগুলো চূড়ান্ত করার পর তাদের গ্রুমিং করব। নজরুলের গান যেনতেনভাবে করা যাবে না। সংগীত আয়োজনটা রক ঘরানার হলেও নজরুলের বাণী ও সুরের যেন বিকৃতি না ঘটে, সেদিকে সর্বোচ্চ নজরদারি থাকবে। গ্রুমিংয়ের দায়িত্বে থাকবেন দেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পীরা।’
ইতিমধ্যে অ্যালবামটি নিয়ে কাজ শুরু করেছে নজরুল ইনস্টিটিউট। শিগগির চূড়ান্ত করা হবে গান ও ব্যান্ড। শিবলী বলেন, ‘পুরো বিষয়টি প্রাথমিক পর্যায়ে থাকলেও আমরা কাজ শুরু করেছি। আগামী ছয় মাসের মধ্যে বিশাল আয়োজনে কনসার্টের মাধ্যমে অ্যালবামটি প্রকাশের ইচ্ছা রয়েছে। এক স্টেজে এতগুলো ব্যান্ড নজরুলের গান গাইবে, এটা আগে কখনো হয়নি। বিভিন্ন মাধ্যমে এই কনসার্ট প্রচার করা হবে। এরপর নজরুল ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল, অডিও প্ল্যাটফর্ম স্পটিফাইসহ বেশ কিছু সাইটে প্রকাশ পাবে গানগুলো।’

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১২ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১২ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
১২ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
১২ ঘণ্টা আগে