বিনোদন প্রতিবেদক, ঢাকা

শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে ধারাবাহিকটি প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
ধারাবাহিকটির গল্প নিয়ে নির্মাতা জানান, সমাজে একদল মানুষ আছে, যারা বিশ্বাস করে, উন্নতি করতে হলে সমাজে যারা ক্ষমতাবান, তাদের তেল দিয়ে চলতে হয়। অন্যদিকে আরেক দল মানুষ আছে, যারা কাউকে তোষামোদ করতে পছন্দ করে না। এমন আলাদা ভাবনার দুটি ভিন্ন পরিবারের গল্প নিয়ে এই ধারাবাহিক। এতে সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্প দেখা যাবে। একটি পরিবারের একসময় তিলের খাজার ব্যবসা ছিল। ক্ষমতাবানদের তেল মেরে বা তোষামোদ করে এখন তারা বিশাল ব্যবসায়ী। নানা ধরনের তেলের ব্যবসা তাদের। যেমন সরিষার তেল, নারকেল তেল, পেট্রলের ব্যবসা ইত্যাদি। তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের নাম তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড। তারা মূলত তেলের ওপর ভাসে। এদের বাইরে আরেকটা পরিবার আছে, তারা তেল ছাড়া জীবনযাপন করে। তাদের ভাবনাটা ভিন্ন। তারা কাউকে তোষামোদে পছন্দ করে না।
কোন ভাবনা থেকে এই ধারাবাহিক নির্মাণ—জানতে চাইলে কচি খন্দকার বলেন, ‘এই সমাজে অনেক প্রতিভাবান আছে, যাদের যোগ্যতা আছে কিন্তু তেল দিতে পারে না, তোষামোদ করতে জানে না। যারা তেল ছাড়া মানুষ তাদের জন্য এই সমাজটা অনেক কঠিন। আবার অনেক অযোগ্য আছে, যারা তেল দিয়ে অনেক দূর চলে গেছে। একটা মানুষ যখন সত্য-মিথ্যা যাচাই না করে নিজের স্বার্থ হাসিলের জন্য ক্ষমতাবানদের তেল দেয়, তখন আসলে না বুঝেই ভুল পথে যেতে থাকে সে। এসব কারণে অনেক প্রতিভাবান হারিয়ে যাচ্ছে। বিষয়টি মানুষ হিসেবে আমাকে যন্ত্রণা দেয়। সেই যন্ত্রণা থেকে গল্পের শুরু। এরপর নানাভাবে পরিস্থিতি অনুযায়ী গল্প এগিয়ে গেছে।’
তেল ছাড়া পরোটা ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, মারজুক রাসেল, রোবেনা রেজা জুঁই, সালহা খানম নাদিয়া, চাষী আলম, মুসাফির সৈয়দ বাচ্চু, আবদুল্লাহ রানা, সুজাত শিমুল প্রমুখ।

শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে ধারাবাহিকটি প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
ধারাবাহিকটির গল্প নিয়ে নির্মাতা জানান, সমাজে একদল মানুষ আছে, যারা বিশ্বাস করে, উন্নতি করতে হলে সমাজে যারা ক্ষমতাবান, তাদের তেল দিয়ে চলতে হয়। অন্যদিকে আরেক দল মানুষ আছে, যারা কাউকে তোষামোদ করতে পছন্দ করে না। এমন আলাদা ভাবনার দুটি ভিন্ন পরিবারের গল্প নিয়ে এই ধারাবাহিক। এতে সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্প দেখা যাবে। একটি পরিবারের একসময় তিলের খাজার ব্যবসা ছিল। ক্ষমতাবানদের তেল মেরে বা তোষামোদ করে এখন তারা বিশাল ব্যবসায়ী। নানা ধরনের তেলের ব্যবসা তাদের। যেমন সরিষার তেল, নারকেল তেল, পেট্রলের ব্যবসা ইত্যাদি। তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের নাম তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড। তারা মূলত তেলের ওপর ভাসে। এদের বাইরে আরেকটা পরিবার আছে, তারা তেল ছাড়া জীবনযাপন করে। তাদের ভাবনাটা ভিন্ন। তারা কাউকে তোষামোদে পছন্দ করে না।
কোন ভাবনা থেকে এই ধারাবাহিক নির্মাণ—জানতে চাইলে কচি খন্দকার বলেন, ‘এই সমাজে অনেক প্রতিভাবান আছে, যাদের যোগ্যতা আছে কিন্তু তেল দিতে পারে না, তোষামোদ করতে জানে না। যারা তেল ছাড়া মানুষ তাদের জন্য এই সমাজটা অনেক কঠিন। আবার অনেক অযোগ্য আছে, যারা তেল দিয়ে অনেক দূর চলে গেছে। একটা মানুষ যখন সত্য-মিথ্যা যাচাই না করে নিজের স্বার্থ হাসিলের জন্য ক্ষমতাবানদের তেল দেয়, তখন আসলে না বুঝেই ভুল পথে যেতে থাকে সে। এসব কারণে অনেক প্রতিভাবান হারিয়ে যাচ্ছে। বিষয়টি মানুষ হিসেবে আমাকে যন্ত্রণা দেয়। সেই যন্ত্রণা থেকে গল্পের শুরু। এরপর নানাভাবে পরিস্থিতি অনুযায়ী গল্প এগিয়ে গেছে।’
তেল ছাড়া পরোটা ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, মারজুক রাসেল, রোবেনা রেজা জুঁই, সালহা খানম নাদিয়া, চাষী আলম, মুসাফির সৈয়দ বাচ্চু, আবদুল্লাহ রানা, সুজাত শিমুল প্রমুখ।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১৩ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৪ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
১৪ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
১৪ ঘণ্টা আগে