তারকার পছন্দ
বিনোদন ডেস্ক

ডার্ক কনটেন্ট পছন্দ অভিনেত্রী খুশি কাপুরের। ওটিটিতে যেসব অপরাধমূলক সিনেমা-সিরিজ মুক্তি পায়, সেসবের নিয়মিত দর্শক তিনি। দেখেন অপরাধমূলক তথ্যচিত্রও। বোম্বে টাইমসকে খুশি কাপুর জানালেন ইদানীং দেখা কোন সিনেমা-সিরিজ বেশি ভালো লেগেছে তাঁর।

ব্ল্যাক ওয়ারেন্ট
এক জেলের অন্দরের গল্প। ভারতের তিহার জেলে দীর্ঘ ৩৫ বছর ধরে জেলার হিসেবে কাজ করেছেন সুনীল গুপ্তা। তাঁর বয়ানে উঠে এসেছে জেলের ভেতরের নানা গল্প। একজন সৎ কর্মকর্তা হিসেবে জেলে চাকরি নেওয়ার পর তাঁকে অনেক প্রতিকূলতার মুখে পড়তে হয়। সত্য ঘটনা অবলম্বনে ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ সিরিজটি বানিয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। অভিনয়ে জাহান কাপুর, রাহুল ভাট, সিদ্ধান্ত গুপ্তা, টোটা রায় চৌধুরী প্রমুখ। গত জানুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। ব্ল্যাক ওয়ারেন্ট নিয়ে খুশি কাপুর বলেন, ‘ব্ল্যাক ওয়ারেন্ট আমার খুব ভালো লেগেছে। অপরাধমূলক ডার্ক কনটেন্ট পছন্দ করি আমি। এ ধরনের বিভিন্ন তথ্যচিত্রও নিয়মিত দেখি।’

নকটারনাল অ্যানিমেলস
২০১৬ সালে মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা। দেখা যাবে নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি, ম্যাক্সসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে। টম ফোর্ড পরিচালিত নকটারনাল অ্যানিমেলস সিনেমায় অভিনয় করেছেন এমি অ্যাডামস, জ্যাক গিলেনহাল, মাইকেল শ্যানন, অ্যারন টেলর-জনসন প্রমুখ। গল্পে দেখা যায়, সুসান তার সাবেক স্বামী এডওয়ার্ডের একটি উপন্যাসের পাণ্ডুলিপি হাতে পায়। কাহিনি খুবই ভালো লাগে তার। তবে এ কাহিনির সঙ্গে তাদের বৈবাহিক জীবনের অনেক কিছুর মিল খুঁজে পায়, যা তাকে অস্বস্তিতে ফেলে দেয়। সিনেমাটি নিয়ে খুশি কাপুর বলেন, ‘এটিও দেখার অনুরোধ করব সবাইকে। এটিও ডার্ক কনটেন্ট। এ ধরনের গল্পের প্রতি দিন দিন আগ্রহ বাড়ছে আমার।’

ডার্ক কনটেন্ট পছন্দ অভিনেত্রী খুশি কাপুরের। ওটিটিতে যেসব অপরাধমূলক সিনেমা-সিরিজ মুক্তি পায়, সেসবের নিয়মিত দর্শক তিনি। দেখেন অপরাধমূলক তথ্যচিত্রও। বোম্বে টাইমসকে খুশি কাপুর জানালেন ইদানীং দেখা কোন সিনেমা-সিরিজ বেশি ভালো লেগেছে তাঁর।

ব্ল্যাক ওয়ারেন্ট
এক জেলের অন্দরের গল্প। ভারতের তিহার জেলে দীর্ঘ ৩৫ বছর ধরে জেলার হিসেবে কাজ করেছেন সুনীল গুপ্তা। তাঁর বয়ানে উঠে এসেছে জেলের ভেতরের নানা গল্প। একজন সৎ কর্মকর্তা হিসেবে জেলে চাকরি নেওয়ার পর তাঁকে অনেক প্রতিকূলতার মুখে পড়তে হয়। সত্য ঘটনা অবলম্বনে ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ সিরিজটি বানিয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। অভিনয়ে জাহান কাপুর, রাহুল ভাট, সিদ্ধান্ত গুপ্তা, টোটা রায় চৌধুরী প্রমুখ। গত জানুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। ব্ল্যাক ওয়ারেন্ট নিয়ে খুশি কাপুর বলেন, ‘ব্ল্যাক ওয়ারেন্ট আমার খুব ভালো লেগেছে। অপরাধমূলক ডার্ক কনটেন্ট পছন্দ করি আমি। এ ধরনের বিভিন্ন তথ্যচিত্রও নিয়মিত দেখি।’

নকটারনাল অ্যানিমেলস
২০১৬ সালে মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা। দেখা যাবে নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি, ম্যাক্সসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে। টম ফোর্ড পরিচালিত নকটারনাল অ্যানিমেলস সিনেমায় অভিনয় করেছেন এমি অ্যাডামস, জ্যাক গিলেনহাল, মাইকেল শ্যানন, অ্যারন টেলর-জনসন প্রমুখ। গল্পে দেখা যায়, সুসান তার সাবেক স্বামী এডওয়ার্ডের একটি উপন্যাসের পাণ্ডুলিপি হাতে পায়। কাহিনি খুবই ভালো লাগে তার। তবে এ কাহিনির সঙ্গে তাদের বৈবাহিক জীবনের অনেক কিছুর মিল খুঁজে পায়, যা তাকে অস্বস্তিতে ফেলে দেয়। সিনেমাটি নিয়ে খুশি কাপুর বলেন, ‘এটিও দেখার অনুরোধ করব সবাইকে। এটিও ডার্ক কনটেন্ট। এ ধরনের গল্পের প্রতি দিন দিন আগ্রহ বাড়ছে আমার।’

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২১ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২১ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
২১ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
২১ ঘণ্টা আগে