
লুসিয়ানা কার্টিস এবং তাঁর আলোকচিত্রী স্বামী হেনরিক গেন্ড্রে স্থানীয় একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় সশস্ত্র ব্যক্তিদের মুখে পড়েন। বন্দুকের মুখে তাঁদের গাড়িতে তুলে একটি কাঠের কুঁড়েঘরে নিয়ে যাওয়া হয়।
ব্রাজিলের সাও পাওলোর স্থানীয় গণমাধ্যম গাজেটার প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক ভিত্তিক ওই মডেলকে তাঁর স্বামী এবং তাঁদের ১১ বছরের সন্তানকে বন্দুকের মুখে অপহরণ করে ১২ ঘণ্টা একটি প্রত্যন্ত কুঁড়েঘরে রাখা হয়েছিল। এই ঘটনা ঘটে গত ২৭ নভেম্বর।
পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, কুঁড়েঘরটি ছিল খুবই সাধারণ। সেখানে কেবল একটি মাদুর, একটি টয়লেট ও একটি সিঙ্ক ছিল।
নিউইয়র্ক পোস্টে প্রকাশিত পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র অপরাধীরা রেস্তোরাঁর বাইরে থেকে ভুক্তভোগীদের অপহরণ করে। বন্দিদশায় দুষ্কৃতকারীরা ওই দম্পতিকে তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তর করতে বাধ্য করে। গত ২৮ নভেম্বর পুলিশের অনুসন্ধান দল এলাকায় পৌঁছালে অপরাধীরা পরিবারটিকে কটেজে রেখে পালিয়ে যায়।
গাজেটার প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় ধরে বাবা-মা বাড়ি না ফেরায় বড় মেয়ে তাঁর চাচাকে বিষয়টি জানায়। চাচা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান।
পুলিশ জানিয়েছে, বিশেষায়িত পুলিশ দলের অনুসন্ধানের সময় ওই কটেজের কাছে পৌঁছালে অপহরণকারীরা পরিবারটিকে রেখে পালিয়ে যায়। পরিবারটি তখন একটি চলন্ত ট্রাক থামিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশের কাছে যায়। সেখানে অপহরণ প্রতিরোধ বিভাগের কর্মকর্তারা তাঁদের বয়ান রেকর্ড করে এবং তদন্ত শুরু করে।
মডেলের একজন মুখপাত্র বলেছেন, সবাই মুক্তি পেয়েছেন এবং তাঁরা নিরাপদে ও ভালো আছেন।
মডেল কার্টিস সাও পাওলোর স্থানীয় ব্রিটিশ ব্যবসায়ী ম্যালকম লিও কার্টিসের মেয়ে। নিউইয়র্ক, সাও পাওলো এবং লন্ডনে ব্যস্ত সময় কাটান তিনি। ১৯৯৩ সালে ব্রাজিলে সুপারমডেল অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতার শিরোপা জিতে তিনি খ্যাতি পান।
৪৭ বছর বয়সী এই মডেল জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন যেমন: ম্যারি ক্লেয়ার, কসমোপলিটনের প্রচ্ছদের স্থান করে নিয়েছেন। তাঁর ক্যারিয়ারে সংগীত শিল্পী বিয়ন্সের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্ব এবং হারডস, এইচঅ্যান্ডএম ও ভিক্টোরিয়া’স সিক্রেটের মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

লুসিয়ানা কার্টিস এবং তাঁর আলোকচিত্রী স্বামী হেনরিক গেন্ড্রে স্থানীয় একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় সশস্ত্র ব্যক্তিদের মুখে পড়েন। বন্দুকের মুখে তাঁদের গাড়িতে তুলে একটি কাঠের কুঁড়েঘরে নিয়ে যাওয়া হয়।
ব্রাজিলের সাও পাওলোর স্থানীয় গণমাধ্যম গাজেটার প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক ভিত্তিক ওই মডেলকে তাঁর স্বামী এবং তাঁদের ১১ বছরের সন্তানকে বন্দুকের মুখে অপহরণ করে ১২ ঘণ্টা একটি প্রত্যন্ত কুঁড়েঘরে রাখা হয়েছিল। এই ঘটনা ঘটে গত ২৭ নভেম্বর।
পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, কুঁড়েঘরটি ছিল খুবই সাধারণ। সেখানে কেবল একটি মাদুর, একটি টয়লেট ও একটি সিঙ্ক ছিল।
নিউইয়র্ক পোস্টে প্রকাশিত পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র অপরাধীরা রেস্তোরাঁর বাইরে থেকে ভুক্তভোগীদের অপহরণ করে। বন্দিদশায় দুষ্কৃতকারীরা ওই দম্পতিকে তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তর করতে বাধ্য করে। গত ২৮ নভেম্বর পুলিশের অনুসন্ধান দল এলাকায় পৌঁছালে অপরাধীরা পরিবারটিকে কটেজে রেখে পালিয়ে যায়।
গাজেটার প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় ধরে বাবা-মা বাড়ি না ফেরায় বড় মেয়ে তাঁর চাচাকে বিষয়টি জানায়। চাচা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান।
পুলিশ জানিয়েছে, বিশেষায়িত পুলিশ দলের অনুসন্ধানের সময় ওই কটেজের কাছে পৌঁছালে অপহরণকারীরা পরিবারটিকে রেখে পালিয়ে যায়। পরিবারটি তখন একটি চলন্ত ট্রাক থামিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশের কাছে যায়। সেখানে অপহরণ প্রতিরোধ বিভাগের কর্মকর্তারা তাঁদের বয়ান রেকর্ড করে এবং তদন্ত শুরু করে।
মডেলের একজন মুখপাত্র বলেছেন, সবাই মুক্তি পেয়েছেন এবং তাঁরা নিরাপদে ও ভালো আছেন।
মডেল কার্টিস সাও পাওলোর স্থানীয় ব্রিটিশ ব্যবসায়ী ম্যালকম লিও কার্টিসের মেয়ে। নিউইয়র্ক, সাও পাওলো এবং লন্ডনে ব্যস্ত সময় কাটান তিনি। ১৯৯৩ সালে ব্রাজিলে সুপারমডেল অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতার শিরোপা জিতে তিনি খ্যাতি পান।
৪৭ বছর বয়সী এই মডেল জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন যেমন: ম্যারি ক্লেয়ার, কসমোপলিটনের প্রচ্ছদের স্থান করে নিয়েছেন। তাঁর ক্যারিয়ারে সংগীত শিল্পী বিয়ন্সের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্ব এবং হারডস, এইচঅ্যান্ডএম ও ভিক্টোরিয়া’স সিক্রেটের মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

মারা গেছেন বিশ্ব সিনেমার প্রখ্যাত পরিচালক বেলা তার। ৭০ বছর বয়সে প্রস্থান ঘটল এই হাঙ্গেরিয়ান পরিচালকের। ইউরোপিয়ান ফিল্ম একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বেলা তার।
১৪ ঘণ্টা আগে
ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
১ দিন আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
১ দিন আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
১ দিন আগে