নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চেক প্রতারণার মামলায় চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের দায়ের করা মামলায় গত ২৪ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করে। আজ রোববার কোম্পানিটির আইনজীবী আবু আল নাহিদ এই তথ্য জানান।
আবু আল নাহিদ বলেন, ‘গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। গত বছরের ৩ ডিসেম্বর ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন আইপিডিসি ফাইনান্স লিমিটেডের কর্মকর্তা এম এম মুশফিকুর রশিদ।’
মামলার অভিযোগে বলা হয়, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পাওনা ১ লাখ ৬ হাজার ২১১ টাকা পরিষদে চেক দেন অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমি। ব্যাংকে দাখিল করার পর মৌসুমির ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যান (ডিসঅনার) হয়। পরবর্তীতে টাকা পরিশোধের জন্য কোম্পানি উকিল নোটিশ পাঠানোর পরও মৌসুমি টাকা পরিশোধ করেননি।
আইনজীবী আবু আল নাহিদ বলেন, ‘আইপিডিসি ফাইনান্স লিমিটেড থেকে গাড়ি কেনার জন্য ঋণ নিয়েছিলেন মৌসুমি। সেই ঋণের কিস্তির টাকা পরিশোধ না করায় এই মামলা হয়।’
আদালত মামলাটি আমলে নিয়ে মৌসুমিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আদালতে হাজির হওয়ার জন্য গুলশান–১ এর বাসায় এ সমন পাঠানো হয়। সেখান থেকে সমন ফেরত গেলে ২৮ এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় ফের সমন পাঠানো হয়। তবে নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় ২৪ জুলাই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মৌসুমি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রে মেয়েকে নিয়ে থাকছেন তিনি। এর মধ্যেই নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।
এদিকে মৌসুমির স্বামী চিত্রনায়ক ওমর সানি আজ গণমাধ্যমকে বলেন, তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। বর্তমানে আর্থিক অবস্থা ভালো না থাকায় কিস্তির টাকা পরিশোধ হয়নি। আইপিডিসি ফাইনান্স লিমিটেডকে তারা চিঠি দিয়ে কিস্তির পরিমাণ কমানোর কথা বলেছিলেন। কিন্তু ওই চিঠিতে সাড়া না দিয়ে তারা মামলা করে দিয়েছে।
ওমর সানি আরও বলেন, ‘সামান্য কয়টা টাকার জন্য মৌসুমি পালিয়ে যাবেন না।’

চেক প্রতারণার মামলায় চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের দায়ের করা মামলায় গত ২৪ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করে। আজ রোববার কোম্পানিটির আইনজীবী আবু আল নাহিদ এই তথ্য জানান।
আবু আল নাহিদ বলেন, ‘গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। গত বছরের ৩ ডিসেম্বর ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন আইপিডিসি ফাইনান্স লিমিটেডের কর্মকর্তা এম এম মুশফিকুর রশিদ।’
মামলার অভিযোগে বলা হয়, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পাওনা ১ লাখ ৬ হাজার ২১১ টাকা পরিষদে চেক দেন অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমি। ব্যাংকে দাখিল করার পর মৌসুমির ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যান (ডিসঅনার) হয়। পরবর্তীতে টাকা পরিশোধের জন্য কোম্পানি উকিল নোটিশ পাঠানোর পরও মৌসুমি টাকা পরিশোধ করেননি।
আইনজীবী আবু আল নাহিদ বলেন, ‘আইপিডিসি ফাইনান্স লিমিটেড থেকে গাড়ি কেনার জন্য ঋণ নিয়েছিলেন মৌসুমি। সেই ঋণের কিস্তির টাকা পরিশোধ না করায় এই মামলা হয়।’
আদালত মামলাটি আমলে নিয়ে মৌসুমিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আদালতে হাজির হওয়ার জন্য গুলশান–১ এর বাসায় এ সমন পাঠানো হয়। সেখান থেকে সমন ফেরত গেলে ২৮ এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় ফের সমন পাঠানো হয়। তবে নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় ২৪ জুলাই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মৌসুমি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রে মেয়েকে নিয়ে থাকছেন তিনি। এর মধ্যেই নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।
এদিকে মৌসুমির স্বামী চিত্রনায়ক ওমর সানি আজ গণমাধ্যমকে বলেন, তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। বর্তমানে আর্থিক অবস্থা ভালো না থাকায় কিস্তির টাকা পরিশোধ হয়নি। আইপিডিসি ফাইনান্স লিমিটেডকে তারা চিঠি দিয়ে কিস্তির পরিমাণ কমানোর কথা বলেছিলেন। কিন্তু ওই চিঠিতে সাড়া না দিয়ে তারা মামলা করে দিয়েছে।
ওমর সানি আরও বলেন, ‘সামান্য কয়টা টাকার জন্য মৌসুমি পালিয়ে যাবেন না।’

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
২ ঘণ্টা আগে