বিনোদন ডেস্ক

কে-ড্রামা বা কোরিয়ান ভাষার সিরিজ জনপ্রিয় সারা বিশ্বে। বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকারের দারুণ পছন্দ কোরিয়ান ড্রামা। বোম্বে টাইমসকে অভিনেত্রী জানিয়েছেন, কোন দুই কে-ড্রামা বেশি পছন্দ তাঁর। কী দেখবেন—সিদ্ধান্ত নিতে পারছেন না যাঁরা, তাঁরা নজর রাখতে পারেন ভূমির ওয়াচলিস্টে।
ক্রাশ ল্যান্ডিং অন ইউ
১৬ পর্বের সিরিজটি নেটফ্লিক্সে এসেছিল ২০১৯ সালের শেষের দিকে। গল্পে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার এক সফল নারী ব্যবসায়ী প্যারাগ্লাইডিং দুর্ঘটনার শিকার হয়ে উত্তর কোরিয়ায় গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার এক সামরিক কর্মকর্তা তার প্রেমে পড়ে। সব রকমের বিপদ থেকে মেয়েটিকে রক্ষা করে। ক্রাশ ল্যান্ডিং অন ইউ নিয়ে ভূমি বলেন, ‘এ কে-ড্রামাটিও আমি নেটফ্লিক্সে দেখেছিলাম, লকডাউনের সময়ে। আমি সবাইকে সিরিজটি দেখার পরামর্শ দিই। এর গল্প এখনো আমার মনে গেঁথে আছে।’
হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস
সিরিজটি নেটফ্লিক্সে এসেছে গত মার্চে। অ্যাসুন ও খোয়ানসিক নামের দুই তরুণ-তরুণীর গল্প। গল্পের শুরু ষাটের দশকে, যখন তারা ছোট। শেষ হয় বর্তমান সময়ে এসে। এই পুরো সময়ে তাদের সম্পর্কের নানা পর্যায় উঠে এসেছে এতে। তাদের জীবন শুরু হয়েছিল জেজু দ্বীপে। প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা—নানা প্রতিকূলতা পেরিয়ে তারা পরস্পরের পাশে থাকে। সিরিজটি নিয়ে ভূমি পেডনেকার বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমার দেখা সেরা রোমান্টিক ড্রামা এটি। প্রেমের বাইরেও পারিবারিক বিষয়গুলো দারুণভাবে উঠে এসেছে এতে। এ পর্যন্ত ছয়টি পর্ব দেখেছি। বাকিটা দেখতে এক ধরনের ভয় পাচ্ছি, কারণ হয়তো কেঁদে ফেলব দেখতে গিয়ে। সিরিজটি এত ইমোশনাল!’

কে-ড্রামা বা কোরিয়ান ভাষার সিরিজ জনপ্রিয় সারা বিশ্বে। বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকারের দারুণ পছন্দ কোরিয়ান ড্রামা। বোম্বে টাইমসকে অভিনেত্রী জানিয়েছেন, কোন দুই কে-ড্রামা বেশি পছন্দ তাঁর। কী দেখবেন—সিদ্ধান্ত নিতে পারছেন না যাঁরা, তাঁরা নজর রাখতে পারেন ভূমির ওয়াচলিস্টে।
ক্রাশ ল্যান্ডিং অন ইউ
১৬ পর্বের সিরিজটি নেটফ্লিক্সে এসেছিল ২০১৯ সালের শেষের দিকে। গল্পে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার এক সফল নারী ব্যবসায়ী প্যারাগ্লাইডিং দুর্ঘটনার শিকার হয়ে উত্তর কোরিয়ায় গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার এক সামরিক কর্মকর্তা তার প্রেমে পড়ে। সব রকমের বিপদ থেকে মেয়েটিকে রক্ষা করে। ক্রাশ ল্যান্ডিং অন ইউ নিয়ে ভূমি বলেন, ‘এ কে-ড্রামাটিও আমি নেটফ্লিক্সে দেখেছিলাম, লকডাউনের সময়ে। আমি সবাইকে সিরিজটি দেখার পরামর্শ দিই। এর গল্প এখনো আমার মনে গেঁথে আছে।’
হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস
সিরিজটি নেটফ্লিক্সে এসেছে গত মার্চে। অ্যাসুন ও খোয়ানসিক নামের দুই তরুণ-তরুণীর গল্প। গল্পের শুরু ষাটের দশকে, যখন তারা ছোট। শেষ হয় বর্তমান সময়ে এসে। এই পুরো সময়ে তাদের সম্পর্কের নানা পর্যায় উঠে এসেছে এতে। তাদের জীবন শুরু হয়েছিল জেজু দ্বীপে। প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা—নানা প্রতিকূলতা পেরিয়ে তারা পরস্পরের পাশে থাকে। সিরিজটি নিয়ে ভূমি পেডনেকার বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমার দেখা সেরা রোমান্টিক ড্রামা এটি। প্রেমের বাইরেও পারিবারিক বিষয়গুলো দারুণভাবে উঠে এসেছে এতে। এ পর্যন্ত ছয়টি পর্ব দেখেছি। বাকিটা দেখতে এক ধরনের ভয় পাচ্ছি, কারণ হয়তো কেঁদে ফেলব দেখতে গিয়ে। সিরিজটি এত ইমোশনাল!’

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির নিজ বাসভবনে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত।
৯ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
২১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২১ ঘণ্টা আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
২১ ঘণ্টা আগে