Ajker Patrika

বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেয়ে সামিরা আব্বাসীর সঙ্গে সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী। ছবি: ফেসবুক
মেয়ে সামিরা আব্বাসীর সঙ্গে সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী। ছবি: ফেসবুক

বাংলা সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকালে রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই প্রথিতযশা শিল্পী। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

তাঁর মেয়ে শারমিনী আব্বাসী গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। গতকাল শুক্রবার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বড় মেয়ে সামিরা আব্বাসী ফেসবুকে এক পোস্টে বাবার সঙ্গে তোলা এক ছবি শেয়ার করে এই ক্যাপশন লিখে— ‘আমার সোনার চান পাখী .. আর দেখা হবে না?’

মুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন বাংলা পল্লিগীতির কিংবদন্তি শিল্পী, যিনি এই ধারার সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলেছিলেন। তাঁর চাচা আব্দুল করিম ছিলেন ভাওয়াইয়া ও ভাটিয়ালি ধারার জনপ্রিয় শিল্পী। বড় ভাই মোস্তফা কামাল ছিলেন একজন খ্যাতিমান আইনবিদ এবং ভাতিজি নাশিদ কামাল নিজেও খ্যাতিমান শিল্পী। তাঁর বোন ফেরদৌসী রহমান দেশের সংগীতাঙ্গনে এক বহুমাত্রিক প্রতিভা হিসেবে সুপরিচিত।

১৯৩৬ সালের ৮ ডিসেম্বর ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা জামান আব্বাসী। শৈশব ও কৈশোরকাল কাটে কলকাতায়। পারিবারিক সূত্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদের।

শিক্ষাজীবন শুরু হয় কলকাতায়। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯ সালে বিএ (অনার্স) এবং ১৯৬০ সালে এমএ ডিগ্রি অর্জন করেন।

সংগীতে গভীর অনুরাগী এই শিল্পী সংগীতচর্চা, গবেষণা ও সাহিত্য রচনায় নিজস্ব ধারা গড়ে তোলেন। বেতার ও টেলিভিশনে সংগীতবিষয়ক বহু অনুষ্ঠান পরিচালনা করেছেন। একই সঙ্গে তিনি ছিলেন এক সুপ্রতিষ্ঠিত কলাম লেখক, যিনি সংগীত ও সংস্কৃতিবিষয়ক লেখনীর জন্য পাঠকের কাছে নন্দিত।

বাংলা সংগীতের ইতিহাসে মুস্তাফা জামান আব্বাসী একটি অবিচ্ছেদ্য অধ্যায় হয়ে থাকবেন। তার মৃত্যুতে দেশ হারাল এক জ্ঞানী, শিল্পমনস্ক এবং সংস্কৃতিসাধককে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

৭২ বছর বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক
বই প্রকাশ অনুষ্ঠানে অপর্ণা সেন ও অঞ্জন দত্ত। ছবি: সংগৃহীত
বই প্রকাশ অনুষ্ঠানে অপর্ণা সেন ও অঞ্জন দত্ত। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে। অঞ্জনের মুখে শুনেও অনেকে লিখেছেন তাঁর জীবনের গল্প। তবে এবার আরেকটু গুছিয়ে আত্মজীবনী লিখবেন বলে অঞ্জন নিজেই কলম ধরেছেন। ১৫ জানুয়ারি প্রকাশ পেল তাঁর লেখা ‘অঞ্জন নিয়ে’ বইটি। প্রকাশ করেছে দে’জ প্রকাশনী।

১৯ জানুয়ারি অঞ্জন দত্তের জন্মদিন। ৭২ বছর পেরিয়ে পা রাখবেন ৭৩-এ। এ উপলক্ষে নিজের নতুন সৃষ্টি সামনে নিয়ে এলেন তিনি। বৃহস্পতিবার কলকাতার পার্কস্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে অঞ্জন নিয়ে বইটির প্রকাশ উপলক্ষে আয়োজন করা হয় ‘বাহাত্তুরে অঞ্জন’ শিরোনামের অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।

অঞ্জন নিয়ে বইটি সম্পর্কে অঞ্জন দত্ত বলেন, ‘কয়েক দিন পর ৭২ বছর শেষে ৭৩-এ পড়ব। এই বয়সে আত্মজীবনী লেখার কথা মনে হয়েছে। তার কারণ, আমার মনে হয়েছে যে এই সময়ের পরে হলে আর আমি পারব না। পরে হয়তো অনেক সেন্টিমেন্টাল হয়ে পড়ব, আমার সেন্স অব হিউমার কমে যাবে, বেশি কথা বলে ফেলব। সে কারণে মনে হয়েছে, এটাই উপযুক্ত সময়। স্মৃতিকথা লিখতে হলে সত্যি কথা লিখতে হবে। আমি সেই সত্যি কথাগুলো লিখেছি।’

অঞ্জন দত্ত। ছবি: সংগৃহীত
অঞ্জন দত্ত। ছবি: সংগৃহীত

আত্মজীবনীতে অনেক জনপ্রিয় মানুষের কথাও তুলে এনেছেন অঞ্জন দত্ত, যাঁদের সঙ্গে বিভিন্ন সময়ে সম্পর্ক হয়েছিল তাঁর। অঞ্জন বলেন, ‘কলকাতার অনেক বড়মাপের মানুষের সঙ্গে আমার সম্পর্ক ছিল। মৃণাল সেনের কথা লোকে জানে। তবে জানে না, সত্যজিৎ রায়ের সঙ্গেও আমার একটা অদ্ভুত মজার সম্পর্ক ছিল। ভারতবর্ষ ছাড়াও সারা পৃথিবীর অনেক বিখ্যাত মানুষের কথা, জার্মানিতে আমি চাকরি করেছি, সেসব কথা লোকে তেমন জানে না। সেগুলো জানতে পারলে আমাকে হয়তো আরও বেশি চিনতে পারবে। আমার শেষ বয়সে সে পরিচয়টা রেখে গেলাম। আমার মনে হয় সেটা আজকের যুগের ছেলেমেয়েদের ভালো লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘বউ প্যারা দেয়’ নাটকের শুটিংয়ে (বাঁ থেকে) নীলাঞ্জনা নীলা, জয়রাজ ও মোশাররফ করিম।	ছবি: সংগৃহীত
‘বউ প্যারা দেয়’ নাটকের শুটিংয়ে (বাঁ থেকে) নীলাঞ্জনা নীলা, জয়রাজ ও মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা। নাটকের নাম ‘বউ প্যারা দেয়’। রচনা ও পরিচালনা করেছেন সাইফ আহমেদ। সম্প্রতি গাজীপুরের পুবাইলে শুটিং সম্পন্ন হয়েছে এই নাটকের। কমেডি ঘরানার নাটকটি তৈরি হয়েছে আগামী ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের জন্য।

নাটকের গল্প সম্পর্কে নির্মাতা সাইফ আহমেদ বলেন, ‘এক দম্পতির গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি। সংসারজীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। হাস্যরসের মধ্য দিয়ে সেসব ঘটনা তুলে ধরেছি এতে। যে কথাটা বলতে চেয়েছি; মানুষের জীবনটা সুখে-দুঃখে গড়া, সেই জীবনে সুখী হতে হলে প্রয়োজন পারস্পরিক আস্থা আর ভালোবাসা।’

বউ প্যারা দেয় নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘স্বামী-স্ত্রীর সম্পর্কের অম্ল-মধুর নানা ঘটনা দিয়ে সাজানো হয়েছে নাটকটি। হাস্যরসে ভরা নাটকটিতে সুন্দর একটা বার্তা পাবেন দর্শক।’

সহশিল্পী হিসেবে নীলাকে নিয়ে মোশাররফ বলেন, ‘নীলার সঙ্গে আমি আগেও কাজ করেছি। মন দিয়ে, অভিনয়টা ভালোভাবে করার চেষ্টা করে নীলা। অভিনয়ে মনোযোগী থাকলে ভবিষ্যতে আরও ভালো করবে সে। তার মাঝে সেই সম্ভাবনা দেখেছি।’

নীলাঞ্জনা নীলা বলেন, ‘মোশাররফ করিম ভাই বড় মাপের অভিনেতা। এত উঁচু মাপের অভিনেতা হয়েও শুটিংয়ে সেটে খুব সাধারণ থাকেন। প্রতিটি দৃশ্যে তাঁর স্বভাবসুলভ অভিনয় মুগ্ধ করে আমাকে। আমাদের দুজনের অভিনীত বেশ কয়েকটি নাটক জনপ্রিয়তাও পেয়েছে। সহশিল্পী হিসেবে তিনি আমাকে সব সময়ই সহযোগিতা করেছেন। কীভাবে কী করলে অভিনয়টা আরও ভালো করা যায়, চরিত্রটাকে আরও নিজের করে ধারণ করা যায়, এসব বিষয়ে তাঁর পরামর্শগুলো আমাকে সমৃদ্ধ করেছে। অভিনয়শিল্পী হিসেবে আমাদের পারস্পরিক বোঝাপড়াটা এখন বেশ ভালো। এই নাটক তাই আগের চেয়েও ভালো হয়েছে। আশা করছি প্রচার হলে সবার ভালো লাগবে।’

বউ প্যারা দেয় নাটকে আরও অভিনয় করেছেন জয়রাজ, সান্ত্বনা, সাজ্জাদ সাজু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

অ্যাভাটারের পরবর্তী পর্বে থাকবেন মিশেল ইয়ো

বিনোদন ডেস্ক
মিশেল ইয়ো। ছবি: সংগৃহীত
মিশেল ইয়ো। ছবি: সংগৃহীত

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্রায় নিশ্চিত।

সম্প্রতি তাইওয়ানের সংবাদমাধ্যম টিভিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেমস ক্যামেরন বলেন, ‘যদি আমরা অ্যাভাটার ৪ বানাতে পারি, তাহলে মিশেল অবশ্যই সেই সিনেমায় থাকবে।’ তবে একই সঙ্গে তিনি এটাও স্বীকার করেছেন, অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তৃতীয় পর্বের সাফল্যের ওপর।

জেমস ক্যামেরন বলেন, ‘এই মুহূর্তে সিনেমা ইন্ডাস্ট্রি একটু চাপের মধ্যে আছে। অ্যাভাটার ৩ বানাতে প্রচুর খরচ হয়েছে। আমাদের তাই বক্স অফিসে বেশ ভালো ফল করতে হবে, তাহলেই পরের পর্বগুলো তৈরি করা সম্ভব।’ একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজি যদি চতুর্থ কিস্তিতে পৌঁছায়, তাহলে চতুর্থ ও পঞ্চম পর্ব একসঙ্গে শুট করা হবে। যেমনটা হয়েছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ এবং ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর ক্ষেত্রে। কারণ, একটি বড় গল্পের দুটি অংশ নিয়ে তৈরি হবে পরের দুই পর্ব।

অ্যাভাটারের গল্প শেষ হওয়ার কথা মোট পাঁচটি কিস্তিতে। এরই মধ্যে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। প্রতিটি বিলিয়ন ডলার আয়ের মাইলফলক পেরোতে পেরেছে। তবে গত ১৯ ডিসেম্বর অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ মুক্তির আগে এবং কয়েক দিন পর পর্যন্তও শঙ্কা ছিল, এটি আদৌ বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না। দ্বিধায় ছিলেন জেমস ক্যামেরন নিজেও; যে কারণে পরের দুটি পর্বের নির্মাণ নিয়ে বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ পেয়েছে তাঁর বক্তব্যে।

তবে সেই আশঙ্কা কিছুটা হলেও দূরে হতে চলেছে। কারণ, এরই মধ্যে অ্যাভাটার ৩ বিশ্বজুড়ে প্রায় দেড় বিলিয়ন ডলার ব্যবসা করেছে। এই সাফল্য অব্যাহত থাকলে অ্যাভাটারের পরের পর্ব তৈরি হতে আর কোনো বাধা থাকবে না।

সব ঠিকঠাক থাকলে অ্যাভাটার ৪-এ মিশেল ইয়োকে দেখা যাবে পাকটুয়েলাট নামের এক চরিত্রে। যেটি নাভি জাতির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে হাজির হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘নয়া মানুষ’ সিনেমায় মৌসুমী হামিদ ও রওনক হাসান
‘নয়া মানুষ’ সিনেমায় মৌসুমী হামিদ ও রওনক হাসান

রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।

জাতীয় জাদুঘর (প্রধান মিলনায়তন)

সকাল সাড়ে ১০টা: আমিনাস সং (মিসর), লেসন হ্যান্ড (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো), ক্রিয়েটরস ২ (আজারবাইজান); বেলা ১টা: লাইক আ রোলিং স্টোন (চীন); বেলা ৩টা: দ্য গডস (সুইজারল্যান্ড); বিকেল ৫টা: কুরাক (কিরগিজস্তান); সন্ধ্যা ৭টা: উড়াল (বাংলাদেশ)

জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)

সকাল সাড়ে ১০টা: চকলেট (বুলগেরিয়া), মঙ্গা ডে (রাশিয়া), ক্রিকেট ড্রিমস (নেদারল্যান্ডস); বেলা ১টা: স্যাটার্ন ইন ভেনাস (জর্জিয়া), কাফকা, ইন লাভ (চেক রিপাবলিক), হু আর ইউ নানু? (বেলজিয়াম), মারিয়াস সাইলেন্স (যুক্তরাজ্য), দ্য সেভেনথ মান্থ (কিরগিজস্তান), উইথ গ্রেস (কেনিয়া); বেলা ৩টা: কক কক (ভারত); বিকেল ৫টা: ড্রেইনড বাই ড্রিমস (বাংলাদেশ); সন্ধ্যা সাড়ে ৭টা: ডট (বাংলাদেশ)

শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন)

সকাল সাড়ে ১০টা: বক্সী (ভারত); বেলা ১টা: নাইস ভিউ (চীন); বেলা ৩টা: আ লাইফ লাইক ফেয়ারিটেল (লিথুয়ানিয়া), ব্লাইন্ড স্পোর্টস (মেক্সিকো); বিকেল ৫টা: বিশ্বাস করেন ভাই (বাংলাদেশ)

আলিয়ঁস ফ্রসেজ

সকাল সাড়ে ১০টা: ভিনসেন্ট, ফ্রাঙ্কোসিস, পল অ্যান্ড দ্য আদারস (ফ্রান্স); বেলা আড়াইটা: দ্য থিংকস অব লাইফ (ফ্রান্স); বিকেল সাড়ে ৪টা: সেজার অ্যান্ড রোজেলিন (ফ্রান্স)

লাবণী পয়েন্ট, কক্সবাজার সমুদ্রসৈকত

বিকেল ৪টা: পানিশমেন্ট (কাজাখস্তান); সন্ধ্যা ৬টা: নয়া মানুষ (বাংলাদেশ)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত