
অনেক দিন ধরেই নানা কারণে আলোচিত সমালোচিত চিত্রনায়িকা বুবলী। সর্বশেষ তাঁর জন্মদিনে শাকিব খানের নাকফুল উপহার দেওয়ার খবরকে কেন্দ্র করে অপু বিশ্বাসের সঙ্গে ভার্চুয়াল দ্বন্দ্বে জড়িয়েছেন তিনি। তখন সংবাদমাধ্যমের তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া দেননি। বলেছিলেন, ব্যক্তিজীবনের সব ঘটনা নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করবেন।
সংবাদ সম্মেলন না করলেও আজ রোববার সন্ধ্যায় ফেসবুকে প্রকাশ করা ভিডিও বার্তায় শাকিব, অপু ও নিজের সংসার-সন্তানের বিষয়ে কথা বলেছেন বুবলী। ভিডিওবার্তার প্রথমেই বলেন, তিনি কাউকে দোষারোপ করবেন না। যদিও ৪১ মিনিট ২৫ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওর অনেকখানিজুড়েই ছিল অপু বিশ্বাসের সমালোচনা। কথা বলার এক পর্যায়ে বুবলীকে কাঁদতেও দেখা যায়।
বুবলী বলেন, ‘২০১৬ সালে যখন আমি কাজ শুরু করি তখন বাকি সবার মতোই জানতাম না শাকিব খান বিবাহিত। ধীরে ধীরে তাঁর প্রতি ভালো লাগা তৈরি হয়। কারণ আমরা সবাই জানতাম তিনি সিঙ্গেল। সে সময় শাকিবও সেটেল হতে চাচ্ছিলেন। যদি তখন জানতাম তিনি জীবনে এমন জটিল একটা অবস্থা পার করছেন, তাহলে তো শাকিবের সঙ্গে সম্পর্কে জড়াতাম না। তাঁকে বিয়ে করতাম না।
২০১৭ সালে যখন শাকিব-অপুর সম্পর্ক প্রকাশ্যে আসে, তখন আমাকে দোষারোপ করা হলো। অপু বিশ্বাস টিভিতে বলেছিলেন, তিনি কয়েকবার গর্ভপাত করিয়েছেন। তখন তো আমি ছিলাম না, তাহলে কেন আমার নাম জড়ানো হলো?’
‘অপু বিশ্বাস আমাকে ফোন করেও বাজে ব্যবহার করেছিলেন। আমি হয়তো সাংসারিক সময়ে কিছুটা খারাপ সময় পার করছি। এই সময়ে অনেকে বলছেন, আমি এমনটি ডিজার্ভ করি। কারণ আমার কারণে নাকি শাকিব-অপুর সংসার নষ্ট হয়ে গেছে। সবাইকে বলতে চাই, আমার কারণে কারও সংসার ভাঙেনি।’ যোগ করেন নায়িকা বুবলী।
গত সেপ্টেম্বরে শাকিব ও অপুর সন্তান জয়ের জন্মদিনে বেবি বাম্পের ছবি প্রকাশ করে বুবলী জানিয়ে দিয়েছিলেন শাকিবের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। সেটি নিয়েও যথেষ্ট কথা হয়েছে। বুবলী বলেন, ‘জয়ের বিষয়ে আমি কতটা পজিটিভ তা শাকিব খান ও তাঁর কাছের মানুষজন ভালো করেই জানেন। অনেকেই বলছেন, জয়ের জন্মদিনে হিংসা করে আমার বেবি বাম্পের ছবি প্রকাশ করেছি। দেখুন, আমি ওই ধরনের মানসিকতা থেকে ছবি প্রকাশ করিনি। সেটা করলে গত বছরও করতে পারতাম।’
ভিডিওতে বুবলী জানান, শাকিবের কাছ থেকে কখনো কোনো ধরনের অর্থনৈতিক সহযোগিতা নেননি তিনি। সন্তানের সম্পূর্ণ খরচ একাই বহন করেন। তবে যুক্তরাষ্ট্রে শেহজাদের (শাকিব–বুবলীর সন্তান) জন্মের সময় ১৫ হাজার ডলার শাকিব দিয়েছিলেন বলে জানান এই অভিনেত্রী। বাকি ৩০ হাজার ডলার বুবলী নিজেই দিয়েছেন।
জন্মদিনে শাকিবের নাকফুল দেওয়ার খবর প্রসঙ্গে বুবলী বলেন, ‘কোনো স্বামী যদি তাঁর স্ত্রীকে কোনো উপহার দেন, আর সেটা যদি প্রমাণ করতে হয়, তাহলে আর কী বলার থাকে! যেহেতু সংবাদমাধ্যমে তিনি (শাকিব খান) সেটা অস্বীকার করেছেন, এরপরও যদি আমি নাকফুলের ব্যাপারটি প্রমাণ করতে যাই তাহলে তিনি অসম্মানিত হবেন, যেটা আমি চাই না।’

অনেক দিন ধরেই নানা কারণে আলোচিত সমালোচিত চিত্রনায়িকা বুবলী। সর্বশেষ তাঁর জন্মদিনে শাকিব খানের নাকফুল উপহার দেওয়ার খবরকে কেন্দ্র করে অপু বিশ্বাসের সঙ্গে ভার্চুয়াল দ্বন্দ্বে জড়িয়েছেন তিনি। তখন সংবাদমাধ্যমের তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া দেননি। বলেছিলেন, ব্যক্তিজীবনের সব ঘটনা নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করবেন।
সংবাদ সম্মেলন না করলেও আজ রোববার সন্ধ্যায় ফেসবুকে প্রকাশ করা ভিডিও বার্তায় শাকিব, অপু ও নিজের সংসার-সন্তানের বিষয়ে কথা বলেছেন বুবলী। ভিডিওবার্তার প্রথমেই বলেন, তিনি কাউকে দোষারোপ করবেন না। যদিও ৪১ মিনিট ২৫ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওর অনেকখানিজুড়েই ছিল অপু বিশ্বাসের সমালোচনা। কথা বলার এক পর্যায়ে বুবলীকে কাঁদতেও দেখা যায়।
বুবলী বলেন, ‘২০১৬ সালে যখন আমি কাজ শুরু করি তখন বাকি সবার মতোই জানতাম না শাকিব খান বিবাহিত। ধীরে ধীরে তাঁর প্রতি ভালো লাগা তৈরি হয়। কারণ আমরা সবাই জানতাম তিনি সিঙ্গেল। সে সময় শাকিবও সেটেল হতে চাচ্ছিলেন। যদি তখন জানতাম তিনি জীবনে এমন জটিল একটা অবস্থা পার করছেন, তাহলে তো শাকিবের সঙ্গে সম্পর্কে জড়াতাম না। তাঁকে বিয়ে করতাম না।
২০১৭ সালে যখন শাকিব-অপুর সম্পর্ক প্রকাশ্যে আসে, তখন আমাকে দোষারোপ করা হলো। অপু বিশ্বাস টিভিতে বলেছিলেন, তিনি কয়েকবার গর্ভপাত করিয়েছেন। তখন তো আমি ছিলাম না, তাহলে কেন আমার নাম জড়ানো হলো?’
‘অপু বিশ্বাস আমাকে ফোন করেও বাজে ব্যবহার করেছিলেন। আমি হয়তো সাংসারিক সময়ে কিছুটা খারাপ সময় পার করছি। এই সময়ে অনেকে বলছেন, আমি এমনটি ডিজার্ভ করি। কারণ আমার কারণে নাকি শাকিব-অপুর সংসার নষ্ট হয়ে গেছে। সবাইকে বলতে চাই, আমার কারণে কারও সংসার ভাঙেনি।’ যোগ করেন নায়িকা বুবলী।
গত সেপ্টেম্বরে শাকিব ও অপুর সন্তান জয়ের জন্মদিনে বেবি বাম্পের ছবি প্রকাশ করে বুবলী জানিয়ে দিয়েছিলেন শাকিবের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। সেটি নিয়েও যথেষ্ট কথা হয়েছে। বুবলী বলেন, ‘জয়ের বিষয়ে আমি কতটা পজিটিভ তা শাকিব খান ও তাঁর কাছের মানুষজন ভালো করেই জানেন। অনেকেই বলছেন, জয়ের জন্মদিনে হিংসা করে আমার বেবি বাম্পের ছবি প্রকাশ করেছি। দেখুন, আমি ওই ধরনের মানসিকতা থেকে ছবি প্রকাশ করিনি। সেটা করলে গত বছরও করতে পারতাম।’
ভিডিওতে বুবলী জানান, শাকিবের কাছ থেকে কখনো কোনো ধরনের অর্থনৈতিক সহযোগিতা নেননি তিনি। সন্তানের সম্পূর্ণ খরচ একাই বহন করেন। তবে যুক্তরাষ্ট্রে শেহজাদের (শাকিব–বুবলীর সন্তান) জন্মের সময় ১৫ হাজার ডলার শাকিব দিয়েছিলেন বলে জানান এই অভিনেত্রী। বাকি ৩০ হাজার ডলার বুবলী নিজেই দিয়েছেন।
জন্মদিনে শাকিবের নাকফুল দেওয়ার খবর প্রসঙ্গে বুবলী বলেন, ‘কোনো স্বামী যদি তাঁর স্ত্রীকে কোনো উপহার দেন, আর সেটা যদি প্রমাণ করতে হয়, তাহলে আর কী বলার থাকে! যেহেতু সংবাদমাধ্যমে তিনি (শাকিব খান) সেটা অস্বীকার করেছেন, এরপরও যদি আমি নাকফুলের ব্যাপারটি প্রমাণ করতে যাই তাহলে তিনি অসম্মানিত হবেন, যেটা আমি চাই না।’

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১২ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১২ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৩ ঘণ্টা আগে