
ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। মুক্তির পরই আলোচনার কেন্দ্রে সিনেমাটি। তবে বরবাদের এই সাফল্যের পালে লেগেছে পাইরেসির ধাক্কা। মুক্তির প্রথম দিনেই সিনেমার বিভিন্ন ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন প্রযোজক শাহরিন আক্তার সুমী।
বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশনের ফেসবুক পেজে এ বিষয়ে লেখা হয়েছে, ‘ইতোমধ্যে অনেকগুলো পাইরেসি ক্লিপস আমাদের নজরে এসেছে। যা আমাদের পাইরেসি সিকিউরিটি টিম রিমুভ করতে সচেষ্ট হয়েছে। আমরা অতি দ্রুত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। পাইরেসির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর।’
এ বিষয়ে ব্যবস্থা নিতে আজ মঙ্গলবার গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রযোজক সুমী। সাধারণ ডায়েরিতে তিনি জুড়ে দিয়েছেন ইউটিউব, ফেসবুক, টিকটকসহ বিভিন্ন ওয়েব সাইটের লিংক, যেগুলো থেকে বরবাদের ক্লিপস ছড়ানো হয়েছে। সাইবার ক্রাইমেও মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
প্রযোজক বলেন, ‘সিনেমাটি মুক্তির আগেই পাইরেসি রোধ করার জন্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিলাম আমরা। সোশ্যাল মিডিয়ায় যে সব ক্লিপস আপলোড হয়েছে, সেগুলো অটোমেটিক্যালি নেমে যাচ্ছে। যারা ফোন বা ক্যামেরা দিয়ে সিনেমা হল থেকে কপি করছেন, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি ছিল। আজ সকালবেলা যখন দেখলাম, পুরো সিনেমার একটা কপি টেলিগ্রামে ঘুরছে, এটা আমাদের জন্য ভয়াবহ সংবাদ। এভাবে যদি পাইরেসি হয়ে যায়, তাহলে তো সিনেমা বানিয়ে লাভ নেই। সিনেমা হল মালিকেরা কীভাবে ব্যবসা করবে!’

প্রযোজক অভিযোগ করেন, ‘একটা নির্দিষ্ট গ্রুপ আমাদের পেছনে লেগে আছে। এখানে শুধু আমার বিজনেস নয়, সমস্ত হল মালিকের বিজনেসের ব্যাপার। যারা এভাবে পাইরেসি করছেন, তারা খুবই খারাপ কাজ করছেন। এখন আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। আমরা অলরেডি একটা জিডি করেছি। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে মামলা করার প্রস্তুতি চলছে। যারা পাইরেসি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘যারা পাইরেসি করছেন, সিনেমার ক্লিপস অনলাইনে আপলোড করছেন—সেটা দর্শক হোক বা কুচক্রী মহল, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে, আমাদের সঙ্গে এমনই কথা হয়েছে।’

ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। মুক্তির পরই আলোচনার কেন্দ্রে সিনেমাটি। তবে বরবাদের এই সাফল্যের পালে লেগেছে পাইরেসির ধাক্কা। মুক্তির প্রথম দিনেই সিনেমার বিভিন্ন ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন প্রযোজক শাহরিন আক্তার সুমী।
বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশনের ফেসবুক পেজে এ বিষয়ে লেখা হয়েছে, ‘ইতোমধ্যে অনেকগুলো পাইরেসি ক্লিপস আমাদের নজরে এসেছে। যা আমাদের পাইরেসি সিকিউরিটি টিম রিমুভ করতে সচেষ্ট হয়েছে। আমরা অতি দ্রুত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। পাইরেসির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর।’
এ বিষয়ে ব্যবস্থা নিতে আজ মঙ্গলবার গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রযোজক সুমী। সাধারণ ডায়েরিতে তিনি জুড়ে দিয়েছেন ইউটিউব, ফেসবুক, টিকটকসহ বিভিন্ন ওয়েব সাইটের লিংক, যেগুলো থেকে বরবাদের ক্লিপস ছড়ানো হয়েছে। সাইবার ক্রাইমেও মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
প্রযোজক বলেন, ‘সিনেমাটি মুক্তির আগেই পাইরেসি রোধ করার জন্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিলাম আমরা। সোশ্যাল মিডিয়ায় যে সব ক্লিপস আপলোড হয়েছে, সেগুলো অটোমেটিক্যালি নেমে যাচ্ছে। যারা ফোন বা ক্যামেরা দিয়ে সিনেমা হল থেকে কপি করছেন, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি ছিল। আজ সকালবেলা যখন দেখলাম, পুরো সিনেমার একটা কপি টেলিগ্রামে ঘুরছে, এটা আমাদের জন্য ভয়াবহ সংবাদ। এভাবে যদি পাইরেসি হয়ে যায়, তাহলে তো সিনেমা বানিয়ে লাভ নেই। সিনেমা হল মালিকেরা কীভাবে ব্যবসা করবে!’

প্রযোজক অভিযোগ করেন, ‘একটা নির্দিষ্ট গ্রুপ আমাদের পেছনে লেগে আছে। এখানে শুধু আমার বিজনেস নয়, সমস্ত হল মালিকের বিজনেসের ব্যাপার। যারা এভাবে পাইরেসি করছেন, তারা খুবই খারাপ কাজ করছেন। এখন আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। আমরা অলরেডি একটা জিডি করেছি। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে মামলা করার প্রস্তুতি চলছে। যারা পাইরেসি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘যারা পাইরেসি করছেন, সিনেমার ক্লিপস অনলাইনে আপলোড করছেন—সেটা দর্শক হোক বা কুচক্রী মহল, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে, আমাদের সঙ্গে এমনই কথা হয়েছে।’

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৬ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১৬ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৭ ঘণ্টা আগে