বিনোদন ডেস্ক

ভৌতিক সিনেমা ‘স্ত্রী টু’ দিয়ে গত বছর নতুন করে আলোচনায় এসেছিলেন শ্রদ্ধা কাপুর। প্রায় ৮০০ কোটি রুপি আয় করে স্ত্রী টু বলিউডের তৃতীয় সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার মর্যাদা পেয়েছে। এর পর থেকেই ভক্তরা অপেক্ষায়, কবে আসবে তাঁর নতুন সিনেমা! কয়েক দিন আগে খবর এসেছিল, ‘তুম্বাদ’খ্যাত পরিচালক রাহি অনীল বারভির নতুন সিনেমায় যুক্ত হয়েছেন শ্রদ্ধা, যেটি প্রযোজনা করবেন একতা কাপুর। তবে বিনোদন ও লাইফস্টাইলভিত্তিক পোর্টাল পিংমুন গতকাল জানিয়েছে, এ সিনেমা থেকে বেরিয়ে এসেছেন শ্রদ্ধা কাপুর।
রাহি অনীল বারভি ও একতা কাপুরের নতুন এই প্রজেক্টটি হওয়ার কথা ছিল থ্রিলার গল্পের। যে চরিত্রে শ্রদ্ধার অভিনয়ের কথা ছিল, সেটিও বেশ চমকপ্রদ। তবে পারিশ্রমিকের বিষয়ে একমত হতে না পেরে সরে এসেছেন অভিনেত্রী। জানা গেছে, স্ত্রী টুর সাফল্যের পর থেকে নিজের পারিশ্রমিক নিয়ে সচেতন হয়েছেন শ্রদ্ধা। নতুন এ সিনেমার জন্য ১৭ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন। একই সঙ্গে লভ্যাংশের ভাগও চেয়েছেন। তবে এত টাকা দিতে চাননি প্রযোজক একতা কাপুর।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, নাম চূড়ান্ত না হওয়া নতুন এই সিনেমায় শ্রদ্ধাকে নিতে বেশ আগ্রহী ছিলেন প্রযোজক একতা। যেহেতু এটিই হবে স্ত্রী টুর পরে শ্রদ্ধার প্রথম সিনেমা, তাই দর্শকদের মধ্যেও অনেক আগ্রহ। কিন্তু পারিশ্রমিকের বিষয়ে বনিবনা হয়নি তাঁদের মধ্যে। প্রযোজক একতার মতে, নারীপ্রধান কোনো সিনেমার জন্য শ্রদ্ধা যে অর্থ দাবি করেছেন, তা অনেক বেশি। এতে সিনেমাটির সামগ্রিক বাজেট অনেক বেড়ে যাবে।
প্রজেক্টটি থেকে শ্রদ্ধা চলে যাওয়ার পর বিকল্প ভাবছেন নির্মাতারা। চরিত্রটি নতুনভাবে সাজাচ্ছেন। আরও কয়েকজন অভিনেত্রীর সঙ্গে এরই মধ্যে আলোচনা করেছেন তাঁরা। পরিচালক রাহি অনীল বারভি এখন নেটফ্লিক্সের ‘রক্ত ব্রহ্মাণ্ড’ সিরিজের কাজ নিয়ে ব্যস্ত। এরপরই অন্য অভিনেত্রী নিয়ে একতা প্রযোজিত নতুন সিনেমাটির কাজ শুরু করবেন।
অন্যদিকে, শ্রদ্ধা অপেক্ষায় আছেন ‘স্ত্রী’ সিরিজের পরবর্তী সিনেমার জন্য। এরই মধ্যে ‘স্ত্রী থ্রি’র ঘোষণা এসেছে। আগামী বছর হবে শুটিং। মুক্তি পাবে ২০২৭ সালের ১৩ আগস্ট। রাজকুমার রাও, অপারশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠীরা এ পর্বেও শ্রদ্ধার সঙ্গে থাকবেন বলে জানা গেছে।

ভৌতিক সিনেমা ‘স্ত্রী টু’ দিয়ে গত বছর নতুন করে আলোচনায় এসেছিলেন শ্রদ্ধা কাপুর। প্রায় ৮০০ কোটি রুপি আয় করে স্ত্রী টু বলিউডের তৃতীয় সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার মর্যাদা পেয়েছে। এর পর থেকেই ভক্তরা অপেক্ষায়, কবে আসবে তাঁর নতুন সিনেমা! কয়েক দিন আগে খবর এসেছিল, ‘তুম্বাদ’খ্যাত পরিচালক রাহি অনীল বারভির নতুন সিনেমায় যুক্ত হয়েছেন শ্রদ্ধা, যেটি প্রযোজনা করবেন একতা কাপুর। তবে বিনোদন ও লাইফস্টাইলভিত্তিক পোর্টাল পিংমুন গতকাল জানিয়েছে, এ সিনেমা থেকে বেরিয়ে এসেছেন শ্রদ্ধা কাপুর।
রাহি অনীল বারভি ও একতা কাপুরের নতুন এই প্রজেক্টটি হওয়ার কথা ছিল থ্রিলার গল্পের। যে চরিত্রে শ্রদ্ধার অভিনয়ের কথা ছিল, সেটিও বেশ চমকপ্রদ। তবে পারিশ্রমিকের বিষয়ে একমত হতে না পেরে সরে এসেছেন অভিনেত্রী। জানা গেছে, স্ত্রী টুর সাফল্যের পর থেকে নিজের পারিশ্রমিক নিয়ে সচেতন হয়েছেন শ্রদ্ধা। নতুন এ সিনেমার জন্য ১৭ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন। একই সঙ্গে লভ্যাংশের ভাগও চেয়েছেন। তবে এত টাকা দিতে চাননি প্রযোজক একতা কাপুর।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, নাম চূড়ান্ত না হওয়া নতুন এই সিনেমায় শ্রদ্ধাকে নিতে বেশ আগ্রহী ছিলেন প্রযোজক একতা। যেহেতু এটিই হবে স্ত্রী টুর পরে শ্রদ্ধার প্রথম সিনেমা, তাই দর্শকদের মধ্যেও অনেক আগ্রহ। কিন্তু পারিশ্রমিকের বিষয়ে বনিবনা হয়নি তাঁদের মধ্যে। প্রযোজক একতার মতে, নারীপ্রধান কোনো সিনেমার জন্য শ্রদ্ধা যে অর্থ দাবি করেছেন, তা অনেক বেশি। এতে সিনেমাটির সামগ্রিক বাজেট অনেক বেড়ে যাবে।
প্রজেক্টটি থেকে শ্রদ্ধা চলে যাওয়ার পর বিকল্প ভাবছেন নির্মাতারা। চরিত্রটি নতুনভাবে সাজাচ্ছেন। আরও কয়েকজন অভিনেত্রীর সঙ্গে এরই মধ্যে আলোচনা করেছেন তাঁরা। পরিচালক রাহি অনীল বারভি এখন নেটফ্লিক্সের ‘রক্ত ব্রহ্মাণ্ড’ সিরিজের কাজ নিয়ে ব্যস্ত। এরপরই অন্য অভিনেত্রী নিয়ে একতা প্রযোজিত নতুন সিনেমাটির কাজ শুরু করবেন।
অন্যদিকে, শ্রদ্ধা অপেক্ষায় আছেন ‘স্ত্রী’ সিরিজের পরবর্তী সিনেমার জন্য। এরই মধ্যে ‘স্ত্রী থ্রি’র ঘোষণা এসেছে। আগামী বছর হবে শুটিং। মুক্তি পাবে ২০২৭ সালের ১৩ আগস্ট। রাজকুমার রাও, অপারশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠীরা এ পর্বেও শ্রদ্ধার সঙ্গে থাকবেন বলে জানা গেছে।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
১ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
১ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগে