Ajker Patrika

ইতি চিত্রা: সহজ গল্পের দারুণ নির্মাণ

খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১০: ৫৫
ইতি চিত্রা: সহজ গল্পের দারুণ নির্মাণ

গ্রামের গল্প। প্রেমের গল্প। এর সঙ্গে যোগ হয়েছে নব্বইয়ের দশক। প্রায় তিন দশকের অতীত থেকে ‘ইতি চিত্রা’র কাহিনি তুলে এনেছেন নির্মাতা অনিক। গল্প যখন উল্টো দিকে হাঁটে, তখন তার অনুষঙ্গও বদলে যায়। ফলে চরিত্রদের হাতে স্মার্টফোন নেই, সার্বক্ষণিক যোগাযোগ নেই। আছে শুধু অপেক্ষা। লোকচক্ষু এড়িয়ে প্রিয় মানুষটির মুখের হাসি দেখার, তার কথা শোনার, কাছে থাকার যে দীর্ঘ অপেক্ষা ও অস্থিরতা; সেটা এই অনলাইনের যুগে এসে বিশ্বাসযোগ্য করে তোলা শক্ত। অথচ সে অপেক্ষাই ইতি চিত্রা সিনেমার প্রধান আবেগের জায়গা।

মেহেরপুরের এক গ্রামের কলেজপড়ুয়া দুই তরুণ-তরুণী মাসুক ও চিত্রা। তারা পরস্পরকে ভালোবাসে। চিত্রা রোজ বিকেলে গাছতলায় অপেক্ষায় করে, মাসুক ওদিকে খেজুরগাছে উঠে পেড়ে আনে রসের হাঁড়ি। সাইকেলের প্যাডেল ঘুরিয়ে পৌঁছে যায় চিত্রার কাছে। গোধূলির অস্তায়মান সূর্যকে পেছনে রেখে, খেতের সরু আইল ধরে ছুটে চলে চিত্রা, পেছন পেছন মাসুক। চিত্রাকে সে উপহার দেয় প্রিয় কোনো বই। তবে তাদের এই প্রেমপর্ব বেশি দিন নির্বিঘ্নে চলে না। কোচিংয়ের জন্য চিত্রাকে যেতে হয় শহরে। পরিবারের অসচ্ছলতার জন্য গ্রামেই থেকে যেতে হয় মাসুককে। দুজনের মাঝখানে ঘনিয়ে আসে দূরত্ব।

শহরে যাওয়ার আগে চিত্রা কথা দিয়ে যায় মাসুককে, ‘আমি প্রতিদিন তোকে একটা করে চিঠি লিখব।’ প্রতিদিন চিঠি লেখেও চিত্রা। তবে সে চিঠি এসে পৌঁছায় না মাসুকের হাতে। চিত্রার চিঠির অপেক্ষা করতে থাকে মাসুক। অন্যদিকে চিত্রাও অপেক্ষায় থাকে চিঠির জবাবের। কিন্তু ফিরতি চিঠি তো আসে না। তাদের সব চিঠি মাঝখান থেকে গায়েব করে দিতে থাকে কেউ। মাসুক ও চিত্রার মধ্যে ভুল-বোঝাবুঝি বাড়তে থাকে। সেটা তাদের সম্পর্ককে নিয়ে যায় জটিল পরিণতির দিকে।

ইতি চিত্রা সিনেমার সবচেয়ে দুর্বল জায়গা এর চিত্রনাট্য ও সংলাপ। খুব সাধারণভাবে এগিয়েছে গল্প। সংলাপ অত মনকাড়া নয়। মাঝেমধ্যে বিস্ময়কর কোনো টুইস্ট এসেও নাড়া দিয়ে যায় না। ফলে সহজেই অনুমান করে নেওয়া যায়, এরপর কী ঘটতে যাচ্ছে। তবে এই সাধারণ গল্পকে অনেকটাই অসাধারণ করে তুলেছে চিত্রায়ণ ও সংগীত। চিত্রগ্রাহক ফরহাদ হোসেন তাঁর ক্যামেরায় যেভাবে গ্রামের সৌন্দর্য ধরেছেন, তা সত্যিই ইতি চিত্রাকে অনেকখানি এগিয়ে দিয়েছে। আর চিত্রনাট্যের খামতি অনেকটা পুষিয়ে দিয়েছে অধ্যয়ন ধারার আবহসংগীত।

মাসুক চরিত্রে ইভন স্বতঃস্ফূর্ত ছিলেন আগাগোড়া। তবে তাঁর চরিত্রকে এতটা গাম্ভীর্যের চাদরে ঢেকে না দিলেই পারতেন নির্মাতা। তাতে চরিত্রটির সঙ্গে দর্শক আরও একাত্ম হতে পারতেন। চিত্রা হিসেবে শুরুর দিকে ঋতু অতটা সপ্রতিভ ছিলেন না। শেষের দিকে, বিশেষ করে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর সংগ্রামের দিনগুলোতে তাঁর অভিনয় মনে রাখার মতো। মাসুকের বাবার চরিত্রে নরেশ ভুঁইয়ার অভিনয়ও আবেগপ্রবণ করে তুলবে। ইতি চিত্রা নির্মাতা রাইসুল ইসলাম অনিকের প্রথম সিনেমা। সিনেমা হলে ব্যাপক ভিড় আনতে না পারলেও, তাঁর প্রথম কাজে বোঝা গেল, ভালো কিছু করার বিস্তর সম্ভাবনা লুকিয়ে আছে তাঁর মধ্যে। শুধু সময় ও সুযোগের অপেক্ষা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

এ সপ্তাহের ওটিটি

‘ম্যান ভার্সেস বেবি’সহ মুক্তি পেল যেসব সিনেমা-সিরিজ

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পেয়েছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

বিনোদন ডেস্ক
‘ম্যান ভার্সেস বেবি’ সিরিজের দৃশ্য
‘ম্যান ভার্সেস বেবি’ সিরিজের দৃশ্য

নূর (বাংলা সিনেমা)

  • মুক্তি: বায়স্কোপ প্লাস (১১ ডিসেম্বর)
  • অভিনয়: আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী
  • গল্পসংক্ষেপ: মফস্বল এলাকার বোকাসোকা ছেলে নূর প্রেমে পড়ে শিউলীর। মিষ্টি প্রেমের সম্পর্ক হঠাৎই বাঁক নেয় করুণ দীর্ঘশ্বাসে। প্রেমিকা শিউলীকে হারিয়ে প্রায় পাগল হয়ে যায় নূর। সময় পেরিয়ে এরপর তাকে দেখা যায় বন্দী অবস্থায়। কেন নূরের জীবন অন্ধকার করে দিল শিউলী, তার রহস্য জানা যাবে গল্পে।

ডিমলাইট (বাংলা ওয়েব সিনেমা)

  • মুক্তি: চরকি (১১ ডিসেম্বর)
  • অভিনয়: মোশাররফ করিম, তানজিকা আমিন, পারশা ইভানা
  • গল্পসংক্ষেপ: এতে শামসুজ্জামান নামের একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ। মধ্যবিত্ত পরিবারের এই মানুষের সঙ্গে পরিচয় হয় এক তরুণীর। তার প্রেমে পড়ে যায়। এই নতুন সম্পর্ক নিয়ে যখন পরিবারে অশান্তি শুরু হয়, তখন নিজের ভুল বুঝতে পারে শামসুজ্জামান।

কারমা কোর্মা (বাংলা সিরিজ)

  • মুক্তি: হইচই (১২ ডিসেম্বর)
  • অভিনয়: ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, ঋতাভরী চক্রবর্তী
  • গল্পসংক্ষেপ: কর্মফল আর জীবনের দ্বন্দ্ব নিয়ে এই মার্ডার মিস্ট্রি। ভিন্ন সামাজিক শ্রেণির দুই নারীর রান্না ক্লাসে দেখা হওয়া এবং তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রতিশোধের এক রহস্যময় আখ্যান। একটি খুনের তদন্ত করতে গিয়ে এই দুই নারীর সঙ্গে আলাপ হয় পুলিশ কর্মকর্তা ভুপেন ভাদুড়ির।

ম্যান ভার্সেস বেবি (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: নেটফ্লিক্স (১১ ডিসেম্বর)
  • অভিনয়: রোয়ান অ্যাটকিনসন
  • গল্পসংক্ষেপ: এক স্কুলে কেয়ারটেকারের চাকরি নিয়েছে বিংলি। কয়েক দিন ধরে তার মন বেশ প্রফুল্ল। কারণ, স্কুলে ক্রিসমাসের ছুটি শুরু হচ্ছে। ক্লাসের শেষ দিন স্কুলের আশপাশে নাম-পরিচয়হীন দুই শিশুকে খুঁজে পায় বিংলি। কোনো অভিভাবক না পাওয়ায় তার ওপরই পড়ে শিশুদের দেখাশোনার ভার। তাদের সামলাতে গিয়ে একের পর এক ঝামেলায় পড়ে বিংলি।

সুপারম্যান (ইংরেজি সিনেমা)

  • মুক্তি: জিওহটস্টার (১১ ডিসেম্বর)
  • অভিনয়: ডেভিড কোরেন্সওয়েট, র‍্যাচেল ব্রসনাহান, নিকোলাস হল্ট
  • গল্পসংক্ষেপ: এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে বিতর্কিত হয়ে পড়ে সুপারম্যানের কর্মকাণ্ড। টেক বিলিয়নিয়ার লেক্স লুথর এ সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক সংঘাত সৃষ্টি করে। চ্যালেঞ্জের মুখে পড়ে যায় সুপারম্যান। সাহসী রিপোর্টার লোইস লেন এবং পোষা কুকুর ক্রিপ্টোর সাহায্য নিয়ে সুপারম্যান আবার জনসমর্থন ফিরে পাওয়ার চেষ্টা করে।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
(বাঁ থেকে) আদর আজাদ, মৌসুমী, ইভন ও তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত
(বাঁ থেকে) আদর আজাদ, মৌসুমী, ইভন ও তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

নির্মাতা রায়হান খান ৯ ডিসেম্বর যখন ‘ট্রাইব্যুনাল’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছিলেন, সেদিনই ইন্ডাস্ট্রিতে তাঁর ক্যারিয়ারের দুই যুগ পূর্ণ হয়েছে। চিত্রগ্রাহক হিসেবে শোবিজে যাত্রা শুরু করেছিলেন। এরপর নাটক, টিভি অনুষ্ঠান পরিচালনা, চিত্রনাট্য লেখা—বিভিন্ন কাজে নিজেকে সম্পৃক্ত করেন। তবে সিনেমা বানানোর কথা ভাবেননি কখনো। গত ঈদে তানিম নূরের ‘উৎসব’ দেখে বড় পর্দার প্রতি আগ্রহী হন তিনি।

সিনেমা বানানোর ইচ্ছা নতুন হলেও ট্রাইব্যুনাল গল্পটি অনেক বছর ধরে লালন করছেন বলে জানালেন রায়হান খান। একবার ব্যক্তিগত কারণে আইনজীবীর শরণাপন্ন হতে হয়েছিল তাঁকে। সেই আইনজীবীর কাছ থেকে শোনা একটি বাস্তব গল্প অবলম্বনে লেখা হয়েছে ট্রাইব্যুনাল সিনেমার চিত্রনাট্য। চট্টগ্রামে এক নারীকে তার স্বামী কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যা করে। ২৬ জন সাক্ষী এবং একজন প্রত্যক্ষদর্শী ছিল সেই মামলায়। পরে আদালতে মামলাটির গতিপথ কীভাবে ঘুরতে থাকে নানা দিকে, সেসব নিয়েই ট্রাইব্যুনালের কাহিনি।

নির্মাতা রায়হান খান বলেন, ‘২০১৭ সালে একবার মোশাররফ করিমকে গল্পটি শুনিয়ে এ নিয়ে একটি ধারাবাহিক নাটক বানানোর কথা বলি। তিনি পরামর্শ দেন, নাটক নয়, গল্পটি নিয়ে সিনেমা বানানোর। পরে বছরের পর বছর কেটে যায়, সিনেমা আর বানানো হয় না। গত বছর উৎসব দেখার পর মনে হয়, আমি সিনেমা করব এবং সেটা ট্রাইব্যুনাল। তারপর চিত্রনাট্য লিখতে শুরু করি। ট্রাইব্যুনাল হচ্ছে ফুলফর্ম কোর্ট স্টোরি। প্রতিটি সংলাপ আদালতের ভাষা অনুযায়ী এবং বাংলাদেশের আইনের মধ্যে থেকে লেখা হয়েছে। আইনগত কোনো অসংগতি নেই।’

ট্রাইব্যুনাল সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, তারিক আনাম খান, আদর আজাদ, রাকিব হোসেন ইভন, সাবেরি আলম, মিলন ভট্টাচার্য, শাহেদ আলী প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

মৌসুমী হামিদ বলেন, ‘আমার অভিনীত প্রথম সিরিয়াল রায়হান খানের সঙ্গে করা। এরপর একসঙ্গে অনেক কাজ হয়েছে আমাদের। এই সিনেমার গল্প শুনেই রাজি হই। অসাধারণ একটি চরিত্রে অভিনয় করেছি। মূলত গল্পের কারণেই ট্রাইব্যুনাল সিনেমার প্রতি দর্শক উৎসাহী হবে আশা করি। চিত্রনাট্য এত চমৎকারভাবে লেখা যে প্রতি মুহূর্তে আগ্রহ সৃষ্টি করে।’

রায়হান খান
রায়হান খান

তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি জেসমিন নামের একটি চরিত্রে অভিনয় করেছি, পুরো গল্প এই চরিত্রকে কেন্দ্র করে। মনে হয়েছিল, সিনেমায় আবার যদি ব্যাক করতে চাই, সে ক্ষেত্রে এটাই সবচেয়ে উপযুক্ত গল্প। এতে অভিনয়ের জন্য তারিক আনাম খান স্যারের কাছে এক মাস রিহার্সাল করেছি। চরিত্রের কষ্ট বোঝার জন্য বিভিন্ন হাসপাতালে গিয়ে রোগীদের পাশে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছি। যতটা পেরেছি, পুরোপুরি এফোর্ট দিয়েছি চরিত্রটির জন্য।’

সম্প্রতি অপু বিশ্বাসের সঙ্গে দুই সিনেমায় জুটি বেঁধেছেন আদর আজাদ। এই সিনেমায়ও তিনি থাকছেন কেন্দ্রীয় চরিত্রে।

থিয়েটার দিয়ে অভিনয় শুরু রাকিব হোসেন ইভনের। ‘ইতি চিত্রা’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে ইভন বলেন, ‘আমি থিয়েটার করা ছেলে। অভিনয় আমাকে টানে। এই সিনেমার চরিত্রটিতে অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। আমি সেই চ্যালেঞ্জটা নিয়েছি। অন্যেরাও বেশ ভালো করেছেন। আশা করছি, সবার চেষ্টায় একটি সুন্দর সিনেমা উপহার দিতে পারব দর্শকদের।’

নির্মাতা রায়হান খান জানিয়েছেন, এরই মধ্যে ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে। শিগগির আবার শুটিংয়ে যাবে ট্রাইব্যুনাল টিম। রোজার ঈদে ট্রাইব্যুনাল মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ফেসবুক পোস্টের গল্প থেকে নাটক, কেন্দ্রীয় চরিত্রে অহনা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
অহনা। ছবি: সংগৃহীত
অহনা। ছবি: সংগৃহীত

ফেসবুকের একটি পোস্টের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটক নির্মাণ করলেন মহিন খান। নাটকের নাম ‘পতন’। নির্দেশনার পাশাপাশি পতনের চিত্রনাট্য রচনা করেছেন তিনি। নাটকের চিত্রনাট্য তৈরি হয়েছে এক নারীকে ঘিরে। এই চরিত্রে অভিনয় করেছেন অহনা, তার স্বামীর চরিত্রে রাশেদ সীমান্ত।

অহনা এখন আগের মতো নিয়মিত কাজ করছেন না। গল্প, চিত্রনাট্য আর চরিত্র পছন্দ হলে শুটিং করছেন। এই নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘মহিনের নির্দেশনায় আগেও বেশ কিছু নাটকে অভিনয় করেছি। এই নাটকের গল্প ভাবনা এবং চিত্রনাট্য দারুণ হয়েছে। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। বেশ উত্থানপতন আছে। চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। আশা করছি, প্রচারে এলে নাটকটি দর্শকের ভালো লাগবে। ধন্যবাদ মহিনকে আমাকে সুন্দর একটি চরিত্রে কাজ করার সুযোগ দেওয়ার জন্য।’

নাটকের গল্প প্রসঙ্গে মহিন খান বলেন, ‘ফেসবুকের একটি পোস্ট থেকে গল্পের ভাবনাটা নিয়েছি। সেই থিম থেকে নিজের মতো করে চিত্রনাট্য লিখেছি। গল্পে দেখা যাবে, স্বামীর সঙ্গে অহনার বেশ সুখের সংসার। একসময় চাকরি করার সিদ্ধান্ত নেয় অহনা। স্বামী তার আবদার মেনে নেয়। পাঁচ লাখ টাকা ম্যানেজ করে স্ত্রীকে একটি চাকরির ব্যবস্থা করে দেয়। চাকরিতে যোগ দেওয়ার পর আচরণ বদলে যায় অহনার। স্বামীর সঙ্গেও সংসার করতে চায় না। গল্প যখন চরম নাটকীয়তায়, এমন সময় হুট করে চাকরি চলে যায় অহনার। দিশেহারা হয়ে পড়ে সে। জীবনের বাস্তবতা বুঝতে পারে সে। অহনা ও রাশেদ সীমান্ত—দুজনেই দারুণ অভিনয় করেছেন। তাঁদের অভিনয়গুণে গল্পটি আরও হৃদয়গ্রাহী হয়েছে।’

নির্মাতা জানিয়েছেন, পতন নাটকটি প্রকাশ করা হবে ইউটিউব চ্যানেলে। শিগগির এর প্রকাশের সময় এবং চ্যানেলের নাম জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ইলিয়াস কাঞ্চনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সোনিয়া। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
ইলিয়াস কাঞ্চনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সোনিয়া। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। সেখানে মেয়ের সঙ্গে আছেন তিনি। গত জুলাই মাসে ইলিয়াস কাঞ্চন লন্ডন গেলে তাঁর সঙ্গে যোগাযোগ হয় চিত্রনায়িকা রোজিনার। ওই সময় রোজিনা ছিলেন কানাডায়। সেখান থেকে ফিরে গত সেপ্টেম্বর অভিনেতাকে দেখেতে যান তিনি। তখন রোজিনা জানিয়েছিলেন, অসুস্থতার ধঁকলে কিছুটা বিধ্বস্ত দেখালেও কাঞ্চন দাঁড়িয়ে নামাজ পড়ছেন নিয়মিত। ধীরে ধীরে কথা বলছেন। ব্রেনের সস্যার কারণে মাঝে মাঝে কথা ভুলে যান ইলিয়াস কাঞ্চন। ব্রেনের স্পর্শকাতর জায়গায় টিউমার হওয়ায় অস্ত্রোপচার করে সম্পূর্ণ টিউমার সরানো যায়নি। তবে কেমোথেরাপির মাধ্যমে তাঁর চিকিৎসা চলবে।

সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করেছেন বাংলা সিনেমার নব্বই দশকের আরেক জনপ্রিয় নায়িকা সোনিয়া। অনেক বছর হলো স্বামী-সন্তান নিয়ে ইংল্যান্ডে স্থায়ী হয়েছেন সোনিয়া। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করে তিনি জানিয়েছেন, এখন আগের চেয়ে ভালো আছেন ইলিয়াস কাঞ্চন, ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।

গত সেপ্টেম্বরে ইলিয়াস কাঞ্চনকে দেখতে যান রোজিনা। ছবি: সংগৃহীত
গত সেপ্টেম্বরে ইলিয়াস কাঞ্চনকে দেখতে যান রোজিনা। ছবি: সংগৃহীত

ইলিয়াস কাঞ্চনকে দেখার অভিজ্ঞতা জানিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সোনিয়া। নায়কের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্যসহ জানিয়েছেন চিকিৎসার খবর।

স্ট্যাটাসে সোনিয়া লেখেন, ‘ইংল্যান্ডের কর্মব্যস্ত জীবনের কারণে অনেকদিন ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে দেখা করতে যাওয়া হয়নি। যোগাযোগ সবসময় হয়, তবে আজ প্রথম সুযোগ পেলাম তাকে দেখতে যাওয়ার। ভাইয়ার চলমান চিকিৎসায় কিছুদিনের বিরতি ছিল। আগামী সপ্তাহে আবার চিকিৎসা শুরু হবে।’

সোনিয়া জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চন এখন স্বাভাবিকভাবেই কথা বলছেন। সময় কাটাচ্ছেন স্বজনদের সঙ্গে। তবে শিগগির দেশে ফেরার সম্ভাবনা নেই তাঁর। এ বিষয়ে সোনিয়া লেখেন, ‘ভাইয়া আমার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন। উনার পরিবারের সঙ্গে কাটালাম ভালো সময়। তবে আপাতত বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই তাঁর। ডাক্তারের পরামর্শ ছাড়া পরবর্তী কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না।’

সোনিয়া আরও জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা বেশ ভালোভাবেই চলছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন নায়ক। পুরো চিকিৎসাপ্রক্রিয়া শেষে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন অভিনেতা। সোনিয়া অনুরোধ করেছেন, কোনো ধরনের গুজব না ছড়িয়ে ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া করতে।

উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চনের সঙ্গে ‘ভয়ংকর ৭ দিন’, ‘বিদ্রোহী কন্যা’, ‘বডিগার্ড’, ‘শেষ রক্ষা’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন সোনিয়া। তবে তাঁর নায়িকা হয়ে কোনো সিনেমায় অভিনয় করা হয়নি তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত