নৃত্য দিবসের আয়োজন
বিনোদন প্রতিবেদক, ঢাকা

মুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে আয়োজিত নৃত্যাঞ্চল পদক পেলেন কুমকুম রানী চন্দ। গত ২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপন করে নৃত্য সংগঠন ‘নৃত্যাঞ্চল’। অনুষ্ঠানটি তিনটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে ছিল নৃত্যাঞ্চল আয়োজিত আন্তক্লাস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। দুই শতাধিক শিক্ষার্থী পুরস্কৃত হয়েছেন এবার। দ্বিতীয় পর্বে ছিল মুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে ‘নৃত্যাঞ্চল পদক ২০২৪’ প্রদান। মুহাম্মদ জাহাঙ্গীর ছিলেন খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব, নৃত্যাঞ্চল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা ছিল তাঁর। নৃত্যাঞ্চল প্রতি দুই বছর অন্তর তাঁর স্মরণে এই পদক প্রদান করে। দেশের প্রত্যন্ত অঞ্চলে নীরবে-নিভৃতে যাঁরা দেশীয় সংস্কৃতি নিয়ে কাজ করছেন তাঁদের প্রতি সম্মান জানাতেই এই পদক দেওয়া হয়। এ বছর এই পদকে ভূষিত হয়েছেন ধামাইল নাচের সাধক কুমকুম রানী চন্দ। তাঁর হাতে পদক তুলে দেন নৃত্যাঞ্চলের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। পদকপ্রাপ্তির সময় শিল্পী কুমকুম রানী একটি ধামাইল গান পরিবেশন করেন।
আয়োজনের তৃতীয় পর্বে ছিল নৃত্যানুষ্ঠান। এতে দুই শতাধিক নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন। বিভিন্ন দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যাঞ্চলের শিল্পীরা। সবশেষে ঢাকের তালে নাচে-গানে দর্শক এবং শিল্পীরা মিলিতভাবে উদ্যাপন করেন আন্তর্জাতিক নৃত্য দিবস।
নৃত্যাঞ্চলের পরিচালক নৃত্যজন শামীম আরা নীপা বলেন, ‘নৃত্যাঞ্চলের প্রাণপুরুষ মুহাম্মদ জাহাঙ্গীর সব সময় চেয়েছেন দেশীয় নৃত্য ধারাগুলোকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবে নৃত্যাঞ্চল। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এ বছর বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির ধামাইল গানের শিল্পী ও নৃত্যের গুণীজন কুমকুম রানী চন্দকে পদক প্রদান করা হয়েছে।’
নৃত্যাঞ্চলের আরেক পরিচালক নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ বলেন, ‘কুমকুম রানী চন্দ অত্যন্ত গুণী একজন শিল্পী। শিল্পচর্চায় তাঁর অবদান অনেক। নৃত্যাঞ্চলের পক্ষ থেকে গুণী এই শিল্পীকে পদক দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
বৈষ্ণব কবি রাধারমণের গানে নিমগ্ন ধামাইল শিল্পী কুমকুম রানী চন্দ ১৯৫২ সালের ১০ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলার বেরিগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর স্বামী ছিলেন কীর্তনশিল্পী। স্বামীর সহযোগিতা ধামাইল শিল্প বিকাশে তাঁর কাজের পথকে সুগম করে। ধামাইল একটি বিস্তীর্ণ সংগীত ভান্ডার। যেখানে নানা আঙ্গিকের সংগীতের প্রকাশ রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য বন্দনা, আসর, বাঁশি, জলভরা, জলধামাইল, গৌররূপ, শ্যামরূপ, বিচ্ছেদ, কুঞ্জসজ্জা, কুঞ্জবিচ্ছেদ, মানভঞ্জন ইত্যাদি। কুমকুম রানীর কাছে প্রায় ৭০০ রাধারমণের ধামাইল শিল্পের সংগ্রহ রয়েছে।

মুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে আয়োজিত নৃত্যাঞ্চল পদক পেলেন কুমকুম রানী চন্দ। গত ২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপন করে নৃত্য সংগঠন ‘নৃত্যাঞ্চল’। অনুষ্ঠানটি তিনটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে ছিল নৃত্যাঞ্চল আয়োজিত আন্তক্লাস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। দুই শতাধিক শিক্ষার্থী পুরস্কৃত হয়েছেন এবার। দ্বিতীয় পর্বে ছিল মুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে ‘নৃত্যাঞ্চল পদক ২০২৪’ প্রদান। মুহাম্মদ জাহাঙ্গীর ছিলেন খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব, নৃত্যাঞ্চল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা ছিল তাঁর। নৃত্যাঞ্চল প্রতি দুই বছর অন্তর তাঁর স্মরণে এই পদক প্রদান করে। দেশের প্রত্যন্ত অঞ্চলে নীরবে-নিভৃতে যাঁরা দেশীয় সংস্কৃতি নিয়ে কাজ করছেন তাঁদের প্রতি সম্মান জানাতেই এই পদক দেওয়া হয়। এ বছর এই পদকে ভূষিত হয়েছেন ধামাইল নাচের সাধক কুমকুম রানী চন্দ। তাঁর হাতে পদক তুলে দেন নৃত্যাঞ্চলের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। পদকপ্রাপ্তির সময় শিল্পী কুমকুম রানী একটি ধামাইল গান পরিবেশন করেন।
আয়োজনের তৃতীয় পর্বে ছিল নৃত্যানুষ্ঠান। এতে দুই শতাধিক নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন। বিভিন্ন দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যাঞ্চলের শিল্পীরা। সবশেষে ঢাকের তালে নাচে-গানে দর্শক এবং শিল্পীরা মিলিতভাবে উদ্যাপন করেন আন্তর্জাতিক নৃত্য দিবস।
নৃত্যাঞ্চলের পরিচালক নৃত্যজন শামীম আরা নীপা বলেন, ‘নৃত্যাঞ্চলের প্রাণপুরুষ মুহাম্মদ জাহাঙ্গীর সব সময় চেয়েছেন দেশীয় নৃত্য ধারাগুলোকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবে নৃত্যাঞ্চল। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এ বছর বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির ধামাইল গানের শিল্পী ও নৃত্যের গুণীজন কুমকুম রানী চন্দকে পদক প্রদান করা হয়েছে।’
নৃত্যাঞ্চলের আরেক পরিচালক নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ বলেন, ‘কুমকুম রানী চন্দ অত্যন্ত গুণী একজন শিল্পী। শিল্পচর্চায় তাঁর অবদান অনেক। নৃত্যাঞ্চলের পক্ষ থেকে গুণী এই শিল্পীকে পদক দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
বৈষ্ণব কবি রাধারমণের গানে নিমগ্ন ধামাইল শিল্পী কুমকুম রানী চন্দ ১৯৫২ সালের ১০ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলার বেরিগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর স্বামী ছিলেন কীর্তনশিল্পী। স্বামীর সহযোগিতা ধামাইল শিল্প বিকাশে তাঁর কাজের পথকে সুগম করে। ধামাইল একটি বিস্তীর্ণ সংগীত ভান্ডার। যেখানে নানা আঙ্গিকের সংগীতের প্রকাশ রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য বন্দনা, আসর, বাঁশি, জলভরা, জলধামাইল, গৌররূপ, শ্যামরূপ, বিচ্ছেদ, কুঞ্জসজ্জা, কুঞ্জবিচ্ছেদ, মানভঞ্জন ইত্যাদি। কুমকুম রানীর কাছে প্রায় ৭০০ রাধারমণের ধামাইল শিল্পের সংগ্রহ রয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১২ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১২ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১২ ঘণ্টা আগে