Ajker Patrika

১৬ তম বিইউপি দিবস উদ্‌যাপন

১৬ তম বিইউপি দিবস উদ্‌যাপন

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ১৬ তম বিইউপি দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে গত বুধবার বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। 

কর্মসূচিতে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম বিইউপি লেকে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ করেন। অতঃপর বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। 

এ ছাড়া, বিভিন্ন ফ্যাকাল্টি কর্তৃক পরিচালিত ২৭টি ক্লাবের তত্ত্বাবধানে বিইউপি কনকোর্সে বিভিন্ন স্টল স্থাপন করা হয়। উপাচার্য এবং উচ্চপদস্থ কর্মকর্তারা স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় ক্লাবের প্রেসিডেন্টরা তাঁদের চলমান কার্যক্রম, ক্লাবের সাফল্য এবং ভবিষ্যত পরিকল্পনা উপাচার্যসহ উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...