নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডাকসু নির্বাচনে টিএসসি কেন্দ্রে শিবির সমর্থিত ভিপিপ্রার্থী আবু সাদিক কায়েম ও এস এম ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান। আজ মঙ্গলবার ১২টা ৪৫ মিনিটের দিকে টিএসসি কেন্দ্রের সামনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
আবিদুল খান বলেন, ‘টিএসসি কেন্দ্রে রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছে। এই কেন্দ্রে শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম ও এস এম ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে, যা অশনিসংকেত।’
আবিদুলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে আবিদুল ইসলাম খান বলেন, ‘চিফ রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আমি অনুমতি নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছি। কোনো প্রকার বাধা তো দূরে থাক, বিন্দুমাত্র আচরণবিধি লঙ্ঘন করিনি আমি। আমি কয়েকটা কেন্দ্রে প্রবেশ করতে পেরেছি, বাকিগুলোতে আমাকে ঢুকতে দেয়নি।’
আবিদুল আরও বলেন, ‘স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কেন্দ্রের ভেতরে প্রবেশের অধিকার আছে প্রার্থীদের। গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে, পোলিং এজেন্ট ও প্রার্থীদের কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা রয়েছে। অনিয়মের অভিযোগ সকাল থেকে আমরা করতে পারতাম। অনাবাসিক শিক্ষার্থীদের বলব মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসুন। আপনাদের ভোট গুরুত্বপূর্ণ।’
অমর একুশে হলের ভোট কারচুপির ব্যাপারে আবিদুল বলেন, ‘আমি সেখানে যাইনি। ওই সম্পর্কে জেনে তারপরে আমি মন্তব্য করব।’
আরও পড়ুন:

ডাকসু নির্বাচনে টিএসসি কেন্দ্রে শিবির সমর্থিত ভিপিপ্রার্থী আবু সাদিক কায়েম ও এস এম ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান। আজ মঙ্গলবার ১২টা ৪৫ মিনিটের দিকে টিএসসি কেন্দ্রের সামনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
আবিদুল খান বলেন, ‘টিএসসি কেন্দ্রে রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছে। এই কেন্দ্রে শিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম ও এস এম ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে, যা অশনিসংকেত।’
আবিদুলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে আবিদুল ইসলাম খান বলেন, ‘চিফ রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আমি অনুমতি নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছি। কোনো প্রকার বাধা তো দূরে থাক, বিন্দুমাত্র আচরণবিধি লঙ্ঘন করিনি আমি। আমি কয়েকটা কেন্দ্রে প্রবেশ করতে পেরেছি, বাকিগুলোতে আমাকে ঢুকতে দেয়নি।’
আবিদুল আরও বলেন, ‘স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কেন্দ্রের ভেতরে প্রবেশের অধিকার আছে প্রার্থীদের। গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে, পোলিং এজেন্ট ও প্রার্থীদের কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা রয়েছে। অনিয়মের অভিযোগ সকাল থেকে আমরা করতে পারতাম। অনাবাসিক শিক্ষার্থীদের বলব মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসুন। আপনাদের ভোট গুরুত্বপূর্ণ।’
অমর একুশে হলের ভোট কারচুপির ব্যাপারে আবিদুল বলেন, ‘আমি সেখানে যাইনি। ওই সম্পর্কে জেনে তারপরে আমি মন্তব্য করব।’
আরও পড়ুন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন বারবার স্থগিত হওয়ায় ভোটার ও প্রার্থীদের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছে। দীর্ঘ সময় পর জকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল, তা এখন হতাশায় রূপ নিয়েছে।
১১ ঘণ্টা আগে
আজকের পত্রিকাকে এসব তথ্য আজ রোববার নিশ্চিত করেন এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ইতিমধ্যে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। এখন প্রয়োজনীয় প্রশাসনিক কাজ শেষে শিগগির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
১৭ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে। পরীক্ষার ফল ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে।
১৮ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে ভোটের দিন ক্যাম্পাসে কাউকে (শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অন্য যে কেউ) ব্যক্তিগত গাড়ি না আনার অনুরোধ করা হয়।
২০ ঘণ্টা আগে